নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চলেছি-- দুর্গম কণ্টকময় মরুময় পথে, বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

রিয়াদ মাহমুদ জাকারিয়া

আমি সত্যের পথে নির্ভীক

রিয়াদ মাহমুদ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

জীবনের মানে

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২১

আজি মোর অন্তঃপুর, উল্লাসে ভরপুর
কি করিব জানিনা?
আমার হিয়ায় তোমায়, ডেকে যায়
অস্থিরতা যেন কোন কিছুই মানে না।

আসে পাশে দীর্ঘশ্বাসে, চনমনে উল্লাসে
হাঁসির ফোয়ারা মিলেছে ধরায়
পেয়েছি বুঝি অপরূপ সাজী, ধরেছি বাজী
জীবন মিলেছে কোন মোহনায়?

হয়েছ ত্যাগী আবেগী, জল্পনায় প্রতিজ্ঞী
জীবন সারণীতে দৃড়তা
অচিরে বিনাশ অভিলাষ, মলিন সুহাস
ভুলিনি সারল্য জীবনের রহস্যময়তা।

ফুটেছে পদ্ম সদ্য, নিপুণতায় মহাভেদ্য
গভীর হৃদয়াবেগের ছলনায়,
তোমাতে মুগ্ধ সিক্ত, পূর্ণৎসর্গে মত্ত
জীবন মোহ মমতায়।

স্পর্শে কাতরতা মলিনতা, শুধুই রুক্ষতা
দেখেছি অধর ওষ্ঠ পানে
তোমার এ শ্রম নির্ঘুম, প্রান্তিক পতিভুম
দিয়েছে আমাকে জীবনের মানে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.