নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চলেছি-- দুর্গম কণ্টকময় মরুময় পথে, বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

রিয়াদ মাহমুদ জাকারিয়া

আমি সত্যের পথে নির্ভীক

রিয়াদ মাহমুদ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রদীপ্ত যৌবন

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১১

আয় আমার প্রদীপ্ত যৌবন, নির্মেঘ আষাঢ়
চারিদিকে অন্যায়, বেড়ে চলেছে অসার
প্রতিরোধের হাল
তুলে নাও পাল
----- --------জাগাও হুঙ্কার,
বিজলীর ন্যায় ঝলসে ওঠো, হে নির্মেঘ আষাঢ়।

বক্ষছটি ফুলিয়ে তোরা, জয় কররে কঠিন ধরা
তবুও নয় পিছ পা হটা, আসুক যত বিপজ্জয়ের ছটা,
দুর্দশাদের পাশে এসে
প্রতিরোধ গড় কঠিন ত্রাসে
শুধু তুমি, দেখাও আশার বানী
ক্রন্দনে জাগাও হাহাকার,
বিজলীর ন্যায় ঝলসে ওঠো, হে নির্মেঘ আষাঢ়।

তোমাদের আছে যৌবনভরা মেঘ,
আছে জয়ভেরী আবেগ
থেক না বসে
পড়বে ধ্বসে,
------------- যৌবন প্রভাতে,
এ দীঘল কালো রজনীর মেলাতে।

আরে ওঠরে ওঠ
গর্জন তর্জন করে তোরা ছোট,
বন্দরে বন্দরে গড়ে তোল ক্যাম্প
জাগাও ধরিত্রীর মাঝে, সত্যের ল্যাম্প
----------------- নিঃসঙ্গ চিত্তে,
এ ক্রন্দন ধ্বনি ক্ষুদিতের মেলাতে।

আরে ছিন্ন কর মায়ার বেড়াজাল
ধ্বংস কর কুয়াশারুপী মিথ্যার তন্ত্রনাল,
উড়াও সত্যের জয় নিশান
কালো দরিয়ার কর অবসান
------------------- এ ধরিত্রীতে,
দীঘল কালো রজনীর মেলাতে।

অন্যায় প্রতিরোধে সমুন্নত রাখ শির
জীবন দানে এগিয়ে যাও হে প্রদীপ্ত বীর,
তোমাদের এ অসীম মহিমায়, হবে সবাই
হীরক খচিত মণিমাণিক্য ধরণীর,
--------------------- এ নশ্বর জীবনে,
অরুণের অহমিকা জেগে উঠুক এ দিনে।

দাউ দাউ প্রন্তরে, জাগাও সাহস অন্তরে
অগ্নি দগ্ধ হয়ে, তবু বীরত্বকে লয়ে
রোধ কর পুরাতন, মৃত্যু, মিথ্যাকে
ছড়িয়ে দাও অরুণোদয় যৌবনকে,
------------------- প্রথম জাগরণ বেলাতে,
এ ক্রন্দন ধ্বনি ক্ষুদিতের মেলাতে।

আরে উঠরে উঠ, দেহে যতক্ষণ আছে প্রাণ
আসুক কঠিন থেকে কঠিনতর জীর্ণাবরন,
তবুও ভিতু নয়, আসুক যত সংশয়
এ ত্রাসে হবে যৌবনের জয়,
--------------- রুধির ধারার,
আয় আমার প্রদীপ্ত যৌবন, নির্মেঘ আষাঢ়।

দীঘল রাতের ঘন আঁধার, সামনে আসুক যতই পাহাড়
রুদ্ধ বাতায়নে, জীবন সঞ্চালনে হবে পারাপার
মৃত্যুকে মুঠিতলে, অসীম বীরত্বের বলে
যৌবন প্রদীপকে দাও জ্বেলে,
------------------------ এ সমস্বত্বে
নির্মম, নিষ্ঠুর, অত্যাচারীর মেলাতে।

অথৈ সমুদ্রে, সীমাহীন প্রান্তরে মাঝে
ধররে হাল
আসুক যত দাবানল
ঘনিয়ে আসা মৃত্যুর আবরণ,
উঠুক যত সংশয়ের শিহরণ
তবুও ভয় করোনা-
হৃদয়ে জাগাও তারুণ্যের আরাধনা,
ঐ শোন, সুরে যেন আছে অনেক প্রাণ
সন্তরণে আসছে বীর, প্রদীপ্ত যৌবন,
-------------------এ ধরিত্রীর মাঝারে,
এস আমার যৌবন প্রতীক হাজারে হাজারে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৩

মানুষ বলেছেন: /:)

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

রিয়াদ মাহমুদ জাকারিয়া বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৩

তারেক_মাহমুদ বলেছেন: ভালইতো

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

রিয়াদ মাহমুদ জাকারিয়া বলেছেন: ধন্যবাদ।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৬

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: ------------- কবিতাটা পড়তে পড়তে ইচ্ছে করছিলো এক্ষুনি আবৃত্তি করি, কিন্তু প্রস্তুতি ছাড়া কিছু হয় না তাই পারলাম না।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

রিয়াদ মাহমুদ জাকারিয়া বলেছেন: আপুটিকে অসংখ্য ধন্যবাদ।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: কবিতাটা বড্ড অগোছালো লাগলো।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

রিয়াদ মাহমুদ জাকারিয়া বলেছেন: ভাই পরবর্তীতে সাজিয়ে লেখার চেষ্টা করব, সমালোচনা করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.