নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চলেছি-- দুর্গম কণ্টকময় মরুময় পথে, বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

রিয়াদ মাহমুদ জাকারিয়া

আমি সত্যের পথে নির্ভীক

রিয়াদ মাহমুদ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

অশ্রুসিক্ত নয়ন

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪২

অশ্রুসিক্ত নয়ন, ব্যথা ভরা মন
দুঃখে কাঁপ হৃদয়,
কষ্টে কলুষিত, অভিশপ্ত জীবন,
নির্দয় এ একাকায়।

তবুও রিক্ত হস্তে, সামনের পদদস্তে
"না" প্রতিধবনিত হয়,
জীবনকে স্বর্গময়, করতে এ দুনিয়ায়
শত প্রচেষ্টা, ব্যর্থ হয়ে যায়।

দ্বারে দ্বারে, তবুও ঘুরে ফিরে
পেলাম না সামান্য সান্ত্বনা,
শুধুই যেন ঝুলিতে, ভরে গেল বুলিতে
লাঞ্ছনা আর গঞ্জনা।

সকল আকুতি মিনতি, হল নিস্ফল নিস্ফ্রলতি
তবুও কোন সাড়া নেই,
জীবনের চিৎকারে, পরিণত হল ভৎসনার স্বরে
এগিয়ে এলনা কেহ জীবন মায়ায়।

দিক বিদিক হয়ে, অকথ্য নির্বিচারে সোঁয়ে
পথ চলছি মরিচীকার আশায়,
ঊর্ধ্ব গগণে, হঠাৎ চাহনে
তোমায় মনে পড়ে যায়।

দেখেছি জগরণে, জীবন সন্তরণে
দুঃখময় এ স্বপন,
হে পরম স্রষ্টা, বিশ্বের বিশ্ব দ্রষ্টা
মুছে দাও, আমার এ "অশ্রুসিক্ত নয়ন"
৩১/১২/২০০৫

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.