নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চলেছি-- দুর্গম কণ্টকময় মরুময় পথে, বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

রিয়াদ মাহমুদ জাকারিয়া

আমি সত্যের পথে নির্ভীক

রিয়াদ মাহমুদ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন স্বপ্নই

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

স্বপ্ন----
সেতো মানুষের বাসনা
হাতছানি দিয়ে ডাকে
তবু কাছে আসে না।

স্বপ্ন----
মানুষকে করে বিভ্রান্তি
ছলনাময়,
পণ্ড করে শ্রম ও শান্তি।

স্বপ্ন----
বাস্তবতার আশা
উদ্যমী চেতনা
একাগ্রতার স্তম্ভ
কৌতূহলের বিষয়।

স্বপ্ন----
কিছু পাওয়ার আশা,
হতাশাব্যঞ্জক নৈরাশা,
পদন্নতির লক্ষণ।

কিন্তু----
সকল আশা ভরসা
অবশেষে হয় ধূলিসাৎ
মনের বাসনা বাস্তবে রূপ নেয় না
থেকে যায় স্বপ্ন স্বপ্নই।
০৯/০৮/২০০৪

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: একদম বাস্তব।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

এস মানিক চৌধুরী বলেছেন: আসলে ঠিকই বরেছেন।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন: অনেক স্বপ্ন স্বপ্ন ই থেকে যায়।
মানুষ কে দেয় বিভ্রান্তি অথবা করে বিভ্রান্ত।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

নূর-ই-হাফসা বলেছেন: দারুন লাগলো

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:




কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায় এটাই বাস্তব । সকল স্বপ্ন পূরণ এটা কাল্পনিক ব্যাপার । স্বপ্ন দেখার এই ক্ষমতা মানুষের না থাকলে তবে মানুষ বাঁচতো কী নিয়ে !

কবিতা ভাল লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.