নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চলেছি-- দুর্গম কণ্টকময় মরুময় পথে, বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

রিয়াদ মাহমুদ জাকারিয়া

আমি সত্যের পথে নির্ভীক

রিয়াদ মাহমুদ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

জীবন যন্ত্রণা

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৫:০১

চারপাশে অভাবের হাহাকার,
আলিঙ্গন করছে যাযাবর।
কষ্ট ক্লেশ মাথায় নিয়ে,
ঘুরছি তব- এ যবে বয়ে।

সামনে বাড়িয়ে দু'টি হাত,
জর্জরিত হয়ে করছি দিনানিপাত।
সামান্য সাহায্যের তরে,
জীবন ঝরছে অঝরে ।

পৃথিবী যেন এক কঠিন খাঁচা,
বড় কষ্ট ! সংগ্রামশীল হয়ে বাঁচা।
তারপরেও অপ্রতিরোধ্য ও নির্যাতিত হয়ে,
মুখ বুজে যাচ্ছি সবকিছু সয়ে।

জানিনা জীবনের আছে কি পরিণতি ?
হতাশা এখন আমার একমাত্রই গতি।
আঁকড়ে ধরেছে জীবনকে সকল লাঞ্ছনা আর গঞ্জনা,
এরই নাম দুখীর "জীবন যন্ত্রণা"

(৩০/০৬/২০০৫)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

কাইকর বলেছেন: বাহ........

২| ০৯ ই জুন, ২০১৮ রাত ৮:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষ স্তবকটা ভাল লাগে নাই। বাকীটা সুন্দর।

৩| ০৯ ই জুন, ২০১৮ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: জীবন মানেই যন্ত্রণা। :(

৪| ০৯ ই জুন, ২০১৮ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: কেউ কি বলতে পারেন... ঢাকার রিকশাওয়ালারা কোন শব্দটা বেশি ব্যবহার করে?????

১১ ই জুন, ২০১৮ রাত ১২:২২

রিয়াদ মাহমুদ জাকারিয়া বলেছেন: একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করে..........................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.