নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চলেছি-- দুর্গম কণ্টকময় মরুময় পথে, বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

রিয়াদ মাহমুদ জাকারিয়া

আমি সত্যের পথে নির্ভীক

রিয়াদ মাহমুদ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

দুঃস্বপ্ন

২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৬



জানি-----
বাস্তবে তোমাকে না পেলেও
তাকিয়ে থাকতে হবে আমাকে
তোমার ঐ শো-পিচের মাঝে।

স্মৃতি বিজড়িত রূপক উপহারের মাঝে
খুঁজতে হবে, তোমার লুকায়িত ভাষা।
হয়ত এক সময় সে ভাষার পুনরুদ্ধার হবে--
তখন দাঁড়াবে----

জীবনরূপে দণ্ডায়মান প্রতীকী ঐ গাছটিতে ঝোলানো
সুখের দোলনায় দোদুল্যমান তুমি,
আর সুখরুপী বাতাসে
বিভোর তোমার চিত্ত।
আর আমার------
হৃদয় হবে তখন অশ্রুসিক্ত।

আর ছায়া রূপে চিত্রিত
শান্তির অবসাদের মাঝেও থাকবে হাস্যজ্জল,
অন্তঃক্রিয়ায় জাগবে তখন আমি বিষাদময় বিহ্বল।

আর রশিরূপে তোমার হাতের সংস্পর্শে পাবে
হয়ত সমর্থন পুষ্ট কোন সহচর,
নির্ভয়ে থাকতে পারবে--
ঠিক যেমনটি পাটাতনে রেখেছ ভর।

তখন সুখের আনান্দে বিভোর হয়ে
শুনবে পাখির গুঞ্জরন,
আর বেদনা ক্লিষ্ট হৃদয়ে আমার
জাগবে কষ্টের শিহরন।

কখনও দোলনার দোলের, উন্মনার মাঝে
সুখের বাতাসের তাড়নে--
পড়বে না--
নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকা
দোলদানকারী নিঃসঙ্গ ঐ ব্যক্তির কথা।

তখন আধো আধো বোলে
অদৃষ্টের ছোবলে
শুধুই ভেসে আসে-----

কেন এসেছিলে আমার হৃদয়ের মাঝে
ফিরে যেতে চায়
তবু কেন হায়--
আমার হৃদয়ে বাজে।

হয়ত দূর দৈবক্রমে সচকিত নয়নে
লজ্জাভরে তাকিয়ে, দেবে মিটকি হাঁসি
সকল কষ্ট বেদনা, তখনই ভুলে বলব
আমি এখনও তোমায় ভালবাসি।
১৭/০১/২০০৮

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৩০

কাইকর বলেছেন: সুন্দর কবিতা

২| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: কবিতা লিখতে অনেক কষ্ট তাই না ভাই?

২৫ শে জুন, ২০১৮ রাত ১১:০৩

রিয়াদ মাহমুদ জাকারিয়া বলেছেন: পৃথিবীর সবচেয়ে সহজ কাজ নীতি কথা বলা, আর কঠিন কাজ সেটা অনুসারে নিজেকে পরিচালিত করা। আমাদের সবচেয়ে বড় সমস্যা নিজের তেল অন্যের পেছনে অইলিং করতে পছন্দ করি কিন্তু নিজের জন্য লাগালে যে ভাল হত সেটা চিন্তা করি না।

৩| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: কবিতা লিখতে অনেক কষ্ট তাই না ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.