নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চলেছি-- দুর্গম কণ্টকময় মরুময় পথে, বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

রিয়াদ মাহমুদ জাকারিয়া

আমি সত্যের পথে নির্ভীক

রিয়াদ মাহমুদ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্যের টান

৩১ শে অক্টোবর, ২০২০ রাত ২:০৯

জীবন যুদ্ধ, অনুভবে অবরুদ্ধ
স্বপ্নে আমি বিভোর;
আনন্দ অশ্রু, স্মৃতি সহস্র
শধুই অপেক্ষার প্রহর।


ক্ষণিক সময়ে, পার্থিব বলয়ে
লালিত শধুই স্মৃতি;
সুখের অনুভব, ত্যাগী মনোভাব
বিসর্জিত কষ্টের গীতি।


আজকের দিনে, হৃদ স্মরনে
শুধুই যেন শূন্যতা;
হাঁসির ফোয়ারা, মিলেছে দিগম্বরা
তবুও আছে মৌনতা।


চাহনি পানে, হৃদয়কে টানে
কেন মিছে আশা;
আজি এ দিন, হল অমলিন
শুধুই আক্ষেপ হতাশা।


জীবনের সুর, প্রত্যাশায় বহুদূর
অপূর্ণতা তুমি ছাড়া;
আজ সুখে, তোমাকে ব্যতিরেখে
সব কিছুই ছন্নছাড়া।


প্রার্থনা বিধাতায়, রাখে তোমায়
পরম নিদ্রা সুখে;
হটাৎ সপ্নভঙ্গে, বাস্তবতার রঙ্গে
আমিও মৃত্যু অভিমুখে।


জীবনের অন্তিমতা, সময়ের প্রবাহতা
ধূসরতায় ক্ষণ গুণে;
মোহ মমতা, জীবন সজীবতা
অপেক্ষায় অদৃশ্যের টানে।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২০ রাত ২:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবন যুদ্ধ, অনুভবে অবরুদ্ধ
স্বপ্নে আমি বিভোর;

....................................................
ভাই বিভোর থাকলে চলবে না,
মানুষ পুড়ে মারা হলো , খবর রাখেন কী ?

৩১ শে অক্টোবর, ২০২০ রাত ২:৩৪

রিয়াদ মাহমুদ জাকারিয়া বলেছেন: ভাই খবর ঠিকই রেখেছি কিন্তু অনুভবে অবরুদ্ধ, শধু আমিই নই, পৃথিবী নামক এই গ্রহটি আমার সাথে সঙ্গ দিচ্ছে।

২| ৩১ শে অক্টোবর, ২০২০ রাত ২:৪৯

নেওয়াজ আলি বলেছেন: জীবন যুদ্ধে কখন কোন গর্তে পড়ে মরে যাই কি জানি!

৩| ৩১ শে অক্টোবর, ২০২০ রাত ৩:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শুধু সেবা দেয়া হবে না তা নয়,
মাস্ক না পরলে সেইসব প্রতিষ্ঠানে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

...............................................................................................
কিভাবে বাচঁবেন ভেবে দেখুন
করোনার দ্বিতীয় থাবা শুরু হয়েছে ।


৪| ৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৩

অধীতি বলেছেন: ধূসরতায় ক্ষণ গুনছে।এখন স্বপ্নে বিভোর থাকাই ভালো।

৫| ৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.