নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চলেছি-- দুর্গম কণ্টকময় মরুময় পথে, বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

রিয়াদ মাহমুদ জাকারিয়া

আমি সত্যের পথে নির্ভীক

রিয়াদ মাহমুদ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

তুমি কার?

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩২

ক্ষমতা তুমি কার?
টাকার আধিক্য আছে যার।
টাকা তুমি কার?
প্রদীপের মত জ্বালাময় যন্ত্রণায় নিয়ন্ত্রণ আছে যার।
ক্ষমতা এবং টাকা তুমি কার?
নোংরা রাজনীতির অবয়বে কাল রজনীর অদৃশ্যে হাত আছে যার।
বিধান তুমি কার?
সমতা নামে অসমতায় প্রাধান্য আছে যার।
নীতি তুমি কার?
নৈতিকতার অন্তরালে, অন্ধ জগত আছে যার।
স্বাধীনতা তুমি কার?
সত্য বিবর্জিত অসত্যের নৈরাজ্যে ক্ষমতা আছে যার।
অত্যাচার তুমি কার?
ন্যায় বঞ্চিত, কষ্টের ব্যঞ্জনা আছে যার।
শোষণ তুমি কার?
সত্য মিথ্যা বিভেদে মিথ্যায় জোর আছে যার।
শান্তি তুমি কার?
কষ্টে উপার্জিত অর্জনে কালো হাত আছে যার।
ক্রন্দন তুমি কার?
সত্য পথের স্পন্দন আছে যার।
হায়!!! বিধাতা তুমি কার?
অধমের বিশ্বাস তুমিও আমার।
২৩/১১/২০২০

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: বাস্তব সত্য কবিতা।

২| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

৩| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ অধমের বিশ্বাস তুমিও আমার। আর কী চাই বলুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.