নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চলেছি-- দুর্গম কণ্টকময় মরুময় পথে, বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

রিয়াদ মাহমুদ জাকারিয়া

আমি সত্যের পথে নির্ভীক

রিয়াদ মাহমুদ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

ধ্বংসই অবশেষে

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৫

জীবনের গতিপথ, যেন একটু স্লথ
দুর্বিষহ ও বিমর্ষ পরিবেশ,
সচকিত মন, আতঙ্কিত জীবন
চারপাশে যেন নরকের রেশ।


মত্ত দাবানলে, আছি বিহব্বলে
শূন্য নিরাপত্তার বলয়,
পুড়ছে দাহ, মরছে কেহ
বিশ্বাসহীন নিরাপত্তায়।


স্বার্থে মত্ত, নিষ্ঠুরতার চিত্ত
রাজনীতির রাঙ্গা লাঠিতে ভর
করুণ পরিণতি, মানবিকতার অবনতি
মনুষ্য জানোয়ারে অসার।

প্রতীকী শান্তি, মনের ক্লান্তি
দরকার নেই নোবেল,
দু' মুঠো ভাতে, শান্তির রাতে
বাঙ্গালী হোক হাস্যজ্জ্বল।


মুখে যুদ্ধ, মৃত্তিকায় অবরুদ্ধ
কেতাবে অনেক জয়,
প্রাণহীন প্রান্তরে, আলোর সঞ্চারে
সকল কর্মই যেন নির্দয়।

ক্ষণিকের জন্য, সম্পদে হন্য
প্রত্যাশা সকলের চিরঞ্জীব,
মায়া মমতা, নিঃস্ব প্রবাহতা
মোহপূর্ণ এ পার্থিব।


সবই জানো, কোনটা মান?
বোমাবাজি আর আতঙ্ক?
ধর্মের ঢামাঢোল, রক্তে মাতল
অজুহাত শুধু অন্য প্রসঙ্গ।

ধর্মের যাঁতাকলে, রাজনীতির বাহুবলে
নিষ্পেষিত দরিদ্র জনগণ,
জীবন খেলায়, অবাঞ্ছিত অবহেলায়
ভীত কম্পিত এ প্রাণ।


ক্ষমতার বাহাদুরি, উন্নয়নের ছড়াছড়ি
জয়ধ্বনি এই বাংলার,
হাঁসির ফোয়ারা, বাগ্মিতায় দিগন্ত হারা
অভাব নিগুঢ় তত্ত্ব বানীর,

সৌন্দর্যের রানী, পুত্র শোকে দমেনি
আহবান নৃশংসতার,
ক্ষমতা চাই, প্রাণ যত যায়
উতপ্ত কর মাঠ আবার।


সজ্জিত রুমে, জাগ্রত ঘুমে
দেখে ঠাট্টা হাঁসি তামাশা,
জ্বলছে দেশ, জমেছে বেশ
আক্ষেপ শুধু জয়হীন হতাশা।

বাক বিতণ্ডায়, যে বলে যাই
করেনা কোন তোয়াক্কা,
হিংসায় অভিমানে, পিতা- স্বামীর কীর্তনে
অর্থনীতির করুণ ডঙ্কা।


জুটেছে জোট, করুণ অবরোধ
জমায়েত নামে ভীতি,
প্রতিরোধের দল, অস্ত্র সজ্জিত অবিচল
শুধুই ৭১ এর স্মৃতি।

অবাঞ্ছিত জনগণ, চায়না প্রহসন
ক্ষমতা যুদ্ধের টানাটানি,
ক্ষান্ত দাও, মৃত্যু মুখি হও
করিওনা আর দেশের মানহানি।


চাইনা মোরা, অশান্তির ধরা
অশনি কোন সঙ্কেত,
দেশের তরে, সৌহার্দের ভরে
প্রতিফলিত হোক উন্নয়নের রেখাপাত।

প্রার্থনা মোর, আহর্নিশি ঘোর
শান্তি এস একাকায়,
রাজনৈতিক জটিলতা, অর্থনীতির প্রতিকূলতা
ধ্বংস কর- হে অকুতোভয়।


আর কত? থাকব ভীত
রক্তের বিনিময়ে স্বাধীন দেশে,
কে বলে স্বাধীন? আছি পরাধীন
ধ্বংসই অবশেষে।
15/2/2015

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.