নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চলেছি-- দুর্গম কণ্টকময় মরুময় পথে, বন্য শ্বাপদ অভয়ারণ্য এক নিশিতে।

রিয়াদ মাহমুদ জাকারিয়া

আমি সত্যের পথে নির্ভীক

রিয়াদ মাহমুদ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

জীবন ভেলা

১১ ই জুলাই, ২০২২ রাত ৯:২৫


এই আজকের আমি কালের আবর্তে মৃয়মান;
অনেক সময় অচেনা লাগে, মেলাতে পারিনা স্মৃতির কথন,
বাল্যকালের ঘুড়ি উড়ানো, দোড়ঝাপ, খালে বিলে সাঁতরানো
মায়ের বকুনি, বাপের বেদম প্রহার,এখন মুচকি হাঁসিতে সবই হারানো।


শহুরে লোহা লক্কড়ে, জীবনটা শুধুই ঠুক ঠাক
পার্থিব চাকচিক্যে জীবনটা আজব, সবই নির্থক
পথ গুনে গুনে চলছে জীবন, চলছে জীবনের কঠিন হিসাব নিকাশ
ক্ষণিকের জীবন, কর্তব্য রথে নেই কোন অবকাশ।


এরই মাঝে বিয়োগান্ত, অন্য দিগন্তের এক মায়াময় খেলা
সকল বাঁধন, ক্রন্দনে আস্ফালণ ভাসাতে হয় চিরতরের ভালা।
৭/১১/২০২২

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৬

কামাল৮০ বলেছেন: “বাপের বেদম প্রহর” বলতে কি বুঝিয়েছেন।

১১ ই জুলাই, ২০২২ রাত ১১:৫০

রিয়াদ মাহমুদ জাকারিয়া বলেছেন: তারুণ্যে চঞ্চলতায় এবং শিক্ষা বৈমুখতার কারণে চরম (প্রহর) প্রহার, বর্তমানে উভয়ের (পিতা এবং তারুণ্য) অনুস্থিতি যা আমাকে এখন পীড়া দিচ্ছে।

২| ১১ ই জুলাই, ২০২২ রাত ১১:২৪

আখেনাটেন বলেছেন: কামাল৮০ বলেছেন: “বাপের বেদম প্রহর” বলতে কি বুঝিয়েছেন। --- আমিও জানতে চাই....কী কাজ করেছিলেন যে বাপে বেদম পিডানি দিয়েছে? জাতির জানতে মুঞ্চায়...মনে হচ্ছে ইনতারেস্তিং হবে? :P

১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২৭

রিয়াদ মাহমুদ জাকারিয়া বলেছেন: তারুণ্যে চঞ্চলতায় এবং শিক্ষা বৈমুখতার কারণে চরম (প্রহর) প্রহার, বর্তমানে উভয়ের (পিতা এবং তারুণ্য) অনুস্থিতি যা আমাকে এখন পীড়া দিচ্ছে।

৩| ১২ ই জুলাই, ২০২২ রাত ২:৪২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৪| ১২ ই জুলাই, ২০২২ ভোর ৪:৪১

লেখার খাতা বলেছেন: আখেনাটেন বলেছেন: কামাল৮০ বলেছেন: “বাপের বেদম প্রহর” বলতে কি বুঝিয়েছেন। --- আমিও জানতে চাই....কী কাজ করেছিলেন যে বাপে বেদম পিডানি দিয়েছে? জাতির জানতে মুঞ্চায়...মনে হচ্ছে ইনতারেস্তিং হবে ?

১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২৮

রিয়াদ মাহমুদ জাকারিয়া বলেছেন: তারুণ্যে চঞ্চলতায় এবং শিক্ষা বৈমুখতার কারণে চরম (প্রহর) প্রহার, বর্তমানে উভয়ের (পিতা এবং তারুণ্য) অনুস্থিতি যা আমাকে এখন পীড়া দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.