![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ কে ভালবাসি। দেশের বিরুদ্ধে যারা তাদের সামনে আমি দাড়িয়ে থাকবো সারা জীবন তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ চলবে আমার লেখাতে
তামীম গত কাল বলিলেন সাংবাদিকদের, নিজের পছন্দের সর্ট তিনি সব সময় খেলবেন, যত বাধায় আসুক না কেন তার সামনে।
তাই তো তিনি ৪০০ উইকেটের পাশে নাম লেখালেন, অবশ্য নিজের উইকেট দান করে।
অতীতে জাতীয় দলের একজন খেলোয়ার ছিল নাম তার জাবেদ ওমর বিলিম।
ওডিআইতে ওপেন করার সময় প্রথমের দিকে নব্বই ভাগ দর্শক বলে উঠত ব্যাটা তুই আউট হয়। কিন্তু বাংলাদেশ যখন একটার পর একটা উইকেট হারাত তখনো তিনি থেকে যেতেন পিচ কামড়িয়ে।
তখন আবার সবাই বলত তুই টিকে থাক, দেশ অন্তত ৫০ ওভার খেলুক।
আবার টেষ্টে যখন তিনি মাঠে নামতেন? স্যার তখন দুই বল খেলেই আউট হয়ে যেতেন।
অতীত তো অতীতই।
কিন্তু এখনো জাবেদ ওমরের জায়গাটা অক্ষুন রয়েছে, সেই জায়গায় আছেন আমাদের তামীম সাব।
টী২০ তে রান পাননা কিন্তু টেষ্টে তিনি বলকে তেড়ে ধরে মারতে গিয়ে আউট হন।
বাস্তবতা হচ্ছে তার টেষ্টের জায়গা এখনো পাকাপুকত।
কিন্তু সেই সময় কালে একটু ভাল খেললেই দল তাদের বার বার সুযোগ দিত। কিন্তু তখন কার বাংলাদেশ আর এখন কার বাংলাদেশ কি এক?
যেই বাংলাদেশে ফর্মে থাকা এনামুল, শাহারিয়া নাফিস, অলক কাপালি, রনি তালুকদাররা সুযোগ পাচ্ছে না।
আর সেই দলে তামীম কেন এত সুযোগ পাচ্ছে?
জাতি জানতে চাই!!!!!
©somewhere in net ltd.