![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যা ঘটেছে তাই বিশ্বাস করি
যা মিলেছে তা বিশ্বাস করি
যা অবোলোকন হয়েছে তাই বিশ্বাস করি
যা ঘটবে তা বিশ্বাস করি না।
আমি মুহাম্মদ বিশাস করি
আনেস্টাইন বিশাস করি
স্টিপেন বিশাস করি
রূপ কথা বিশাস করি না।
আমি মহাকাশ দেখি
চন্দ্র-সূর্য গ্রহ তারা দেখি
পাখির সুর নদীর কলকল
ঝরণার ছলছল শুনি
তাইতো তাদের বিশ্বাস করি
তবু অতিপ্রাকৃত কিছু বিশ্বাস করি না।
আমি সকালের সূর্য উঠা দেখি
বিকেলর আবির মাখা আকশ দেখি
বৃষ্টির পর রংধনু দেখি
গাছে ফোটা গোলাপ দেখি
তাইতো তাদের বিশ্বাস করি
তবু অতিপ্রাকৃত কিছু বিশ্বাস করি না।
আমি ভোরে উঠে পাখির সুর শুনি
মা-বাবার মুখে স্নেহ ভরা ডাক শুনি
ছোট ভাইয়ের মুখে ভাইয়া ডাক শুনি
আমি এগুলোকেই বিশ্বাস করি
আমি কোন মিথ্যে গল্প বিশ্বাস করি না।
২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২০
?জকির! বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১২ রাত ১:০১
রাতুল_শাহ বলেছেন: সুন্দর কবিতা। চালিয়ে যান ভাই।