![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাপ তার বাপেরও ছাড়ে না।যেমন বিচারপতি সাহাবুদ্দিনের সময় থেকে এরশাদের আমল পযন্ত যে ভাবে হাল টানা স্বৈরশাসিত দেশ চলছে ।বিচারপতি সাহাবুদ্দীন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে যোগদান করে সর্বপ্রথম সংসদ নির্বাচনের মাধ্যমে সংসদীয় সরকার প্রতিষ্ঠা করেন ।
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি সাহাবুদ্দীনের শাসনকাল একটি ঘটনাবহুল এবং অন্যরকম একটি ঐতিহাসিক অধ্যায় ।
সাহাবুদ্দীনের শাসনআমলঃ
নিচে বিচারপতি সাহাবুদ্দীনের আমলের কিছু কর্মকান্ড উল্লেখ্য করা হইল ।
১৯৯০ সালের গণঅভ্যুহ্থানে স্বৈরাশাসক রাষ্ট্রপতি এরশাদের পতন ঘটলে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ এরশাদকে তার তাঁর সরকারি বাসভবনে অন্তরীণ করে রাখেন ।
কিছুদিন পরে গুলশানের একটি সরকারি বাড়িকে উপকারাগারে পরিণত করে পরে সেখানে এরশাদকে পেরণ করেন ।
এরশাদ সাহেব নেমেছিলেন তবে ভালোভাবে না । শেষে কান ধরে নেমেছিলেন ।সেটা অবশ্য আমারা সকলে দেখেছি । ক্ষমতা কারো জন্যই চিরস্থায়ী নয় । আমাকে ঝালমুড়ি বিক্রি করতে রাস্তায় গুরতে হয় আর সে কারনেই পুরো বাংলাদেশ না গুরলও অনেক কিছু বুঝি অন্তত দেশ হাল বারো জায়গায় চব্বিশ ।যেমন মারামারি তেমন টেন্ডারবাজি সন্ত্রাসী ও চাঁদাবাজি এবং গুম সাথে ইদ্যানিং সংযোগ হয়েছে মেয়েদের যৌন হয়রানি অতপর হত্যা মত জগন্য কাজ ।
হু জানি অনেকে আছে এখন গলা চুলকাইতে আসবেন কেন এগুলো কি আগে অন্যকোন সরকারের আমলে হয়নি ? হু হয়েছে কিন্ত এ সরকারের আমলের মত নয় । এ সরকার তার দলপাল ছাত্রলীগ আর সব দেশেটিকে গড়ে তুলেছে এক সন্ত্রাস তান্দবের দেশ ।মুক্তি যোদ্ধা নাম আর জামায়েতের এই দুটি সাইবোর্ড নিয়ে তারা দেশে যা করছেন তা আমরা দেখছি চেয়ে।কেউ কিছু না বলাতে তাদের ক্ষমতার দাপট দিনকে দিন বেড়ে চলছে ।হু এসব দাপটও একদিন শেষ হবে সেদিন পযন্ত কার অবস্থা কি হবে কে জানে ?
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২
ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর সত্যবচন। ধন্যবাদ।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩
ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৫
বিজন রয় বলেছেন: ইয়েসসসস।