![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি হলো দেশটায় বুঝতে পারছি না । আজকে মাল বিক্রি করতে যাই ঢাকা মেডিকেলের সামনে ।তো মাল বিক্রি শেষে আসার পথে একটি দৃর্শ দেখে অনেক খারাপ লাগলো ।দৃর্শটি হল দুপুর দুইটার দিকে একদিকে সূর্যের অসহনীয় তাপ তার উপর আবার রিক্সা চালানো দেখলাম একটি মধ্যো বয়স্ক লোক একটি লোককে রিক্সায় করে নিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছে আর তার পাশ দিয়ে তিনজন লোক বসা একটি
মটর বাইক যাচ্ছে । আমিও রাস্তার সাইট দিয়ে হেঁটে যাচ্ছি এমন সময় আমি হঠাৎ দুই তিনটি চর থাপরের শব্দ শুনতে পাই ।তাই পিঁছনে ফিরে তাকাই আর তাকিয়ে যা দেখতে পাই তা হলো ওই মটর সাইকেলে থাকা তিনজন যুবক সেই মধ্যো বয়স্ক রিক্সা চালক লোকটিকে ধরে চর থাপর মারছেন । পরে জানতে পেলাম উনাদের মটর বাইকের সাথে রিক্সাটি হালকা ধাক্কা লেগেছিল তাই তারা মটর বাইক থেকে নেমে রিক্সাটি থামিয়ে সেই রিক্সা চালককে ইচ্ছে মতো চর থাপর দিল আর বললো চিনিছ আমাদের আমরা কে ?
আমরা হলাম অমুক কলেজের ছাত্রলীগের সভাপতি একজন বললো আমি অমুক কলেজের ছাত্রলীগের সম্পাদক আরেকজন বললো বেটা আমরা ছাত্রলীগের ক্যাডার আর তোর রিক্সা আমাদের মটর সাইকেলের সাথে ধাক্কা । বিষয়টি দেখে ভালো লাগল না ।
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩৮
ঝালমুড়ি আলা বলেছেন: ভাই আমি যা সত্য তাই বলেছি ।
সব আমলেই সবারই ক্ষমতার একটা দাপট থাকে তবে এই লীগ সরকারের আমলে তার ক্যাডারদের মতো না ।
মন্তব্যে দেশের প্রতি আপনার সচেতনতা দেখে মগা হইলাম আরকি জেসন ভাই ।
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০২
সচেতনহ্যাপী বলেছেন: এটাই বাস্তবতা।।
২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০১
ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ সুস্থ থাকুন ।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০৯
কাঁচাঝাল বলেছেন: এদেশে সব সম্ভব ।
২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২
ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন । আমার ব্লগে স্বাগতম ।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩১
সচেতনহ্যাপী বলেছেন: দয়া করে বলবেন কি বিএনপি আমলের কথা?? পারবেন না সত্যি কথা বলতে।। কারন আমার মত অভিজ্ঞদের কাে এটাই বাস্তবতা।।