নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝালমুড়ি আলা

আমি ঝালমুড়ি বিক্রি করি বলতে পারেন একজন হকার

ঝালমুড়ি আলা › বিস্তারিত পোস্টঃ

তিনি একজন ওসামা বিন লাদেন !!!

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৫০


ওসামা বিন লাদেন মাত্র কয়েক বছর আগেও মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের একটি নাম ছিল । তার কর্মকাণ্ডে মানুষের রাতের ঘুমও হারাম হয়ে গেছিলো। শুধু বিদেশেই না আমরা বাঙ্গালীরা যে লাদেনকে ভয় পেতাম না তেমনও না কিন্তু । আর সেই লাদেনের সম্পর্কে অনেকেরই রয়েছে অনেক কৌতুহল । আর তার মৃত্যুর সম্পর্কেও নানা দ্বিধা রয়েছে মানুষের মনে। সেই মানুষটি সম্পর্কে কয়েকটি অজানা তথ্য নিয়ে এ আয়োজন।

১। লাদেনের অ্যাবোটাবাদের বাড়ির বাগানে নানারকম সবজি চাষ হতো। আলু, কপি ছাড়াও ওই তালিকায় ছিল গাঁজা। প্রচুর পরিমাণে গাঁজার চাষ হতো ওসামার বাড়ির বাগানে। লাদেনের মৃত্যুর পর ওই বাগান থেকে ১০ লাখ টাকার গাঁজা উদ্ধার করা হয়। মনে করা হয়, এই গাঁজার চাষের পিছনে কারণ ছিল ড্রাগের ব্যবসা। পশ্চিমী দেশগুলোর সঙ্গে বিশাল টাকার আদানপ্রদান চলত এই গাঁজার বিনিময়ে।

২। গানের সঙ্গে লাদেনের সম্পর্কটা মোটেও ভাল ছিল না। গান তিনি একদম পছন্দ করতেন না। তার কাছে গান হলো `ফ্লিউট অব ডেভিল’। কিন্তু তার সবথেকে পছন্দের নারী ছিলেন একজন গায়িকা। মার্কিন পপস্টার ব্রিটনি হাউটন। ব্রিটনি হাউটানকে নিজের স্ত্রী বানানোর জন্য তিনি যে কোনো কিছু করতে রাজি ছিলেন। এমনকি একসময় তিনি বড় অঙ্কের টাকা খরচ করেছিলেন ব্রিটনির সঙ্গে কিছু সময় কাটানোর জন্য।

৩। লাদেনের এক দেহরক্ষী জানান, তিনি নাকি খুব ভাল ভলিবল খেলোয়াড় ছিলেন। ফুটবলও তার খুব পছন্দের ছিল। তিনি ছিলেন আর্সেনালের ভক্ত। পয়সা দিয়ে টিকিট কেটে ম্যাচও দেখতে যেতেন।

৪। লাদেনের অন্যতম দুর্বলতা ছিল পর্নগ্রাফি। প্রচুর পরিমাণে পর্ন দেখতেন তিনি। লাদেনের মৃত্যুর পর তার ঘর থেকে যে হার্ড ড্রাইভ পাওয়া যায়, তা থেকে প্রচুর পর্ন ছবি পাওয়া গিয়েছিল।

৫।ছাত্র হিসেবে ছোট থেকেই খুব ভাল ছিলেন ওসামা বিন লাদেন। স্কুলের পর তিনি পড়াশোনা করেছিলেন অর্থনীতি নিয়ে। পরে পড়েছিলেন ম্যানেজমেন্ট অ্যান্ড ইকনোমিক্স। অর্থনীতিটা খুব ভাল বুঝতেন বলেই বিপুল পরিমাণে সম্পত্তি বানাতে সক্ষম হয়েছিলেন হয়তো।

তথ্যঃ ইন্টারনেট ।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৫৫

মোস্তফা ভাই বলেছেন: পারফেক্ট ধর্মভীরু।

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:০০

ঝালমুড়ি আলা বলেছেন: সব কিছুর উপরে সৃষ্টিকর্তা তাহার উপরে আর কেহ নাই ।
তিনিই সকল ক্ষমতার মালিক ।
ধন্যবাদ ভ্রাদার ।

২| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:১০

মোস্তফা ভাই বলেছেন: আরবের মানুষের চরিত্রের সব বৈশিষ্টই উনার মধ্যে আছে।

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:১৪

ঝালমুড়ি আলা বলেছেন: আসলে ব্যপারটা হলো ব্রাদার উনার পাশাপাশি থাকতে পারলে আরো কিছু জানাতে পারতাম ।

৩| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:২০

আমি মিন্টু বলেছেন: অনুসরনে রাখলাম । আর পারলে ব্লগে এই লাদেন হিটলাদের নিয়ে আরো বেশি বেশি পোস্ট দিবেন :)

০৫ ই মে, ২০১৬ সকাল ১০:০৬

ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:১৫

রাশেদ রাহাত বলেছেন: এখন সবই ইতিহাস।

৫| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:৫০

নতুন গেম বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য ।

৬| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:০৯

রোষানল বলেছেন: ইন্টারনেটের এই তথ্য গুলো কতটুকু বিশ্বাস যোগ্য?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.