নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

জামাল হোসেন (সেলিম)

লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোট বেলা থেকেই। তবে লেখক বলতে যা বুঝায় আমি তা নই। লিখে লিখে এ পর্যন্ত কলমের কালিই ফুরিয়েছি কেবল, সৃষ্টিশীল কোন কিছু হয়নি আমাকে দিয়ে।

জামাল হোসেন (সেলিম) › বিস্তারিত পোস্টঃ

এবারের ঈদে আপনি কী কোরবানী দিবেন?

১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

ভাতিজা জিজ্ঞেস করে চাচাকে, চাচা এবারের ঈদে আপনি কী কোরবানী দিবেন? চাচা বলেন, দুইখান খাসী। তুমার চাচী আবার গরু খায়না তো?



ভাতিজা তুমি কি কোরবানী দিবা? ভাতিজা বুক ফুলিয়ে বলে, চাচা এক লাখ আশি হাজার টাকায় ষাঁড় কিনাইছি একখান। আগামী পরশু আইয়া পৌঁছবো দেইখেন।



প্রতি কোরবানীর ঈদে (ঈদুল আযহা) এ এক কমন চিত্র।



আমার প্রশ্ন, আল্লাহ্‌ কি গরু, খাসী, ভেড়া খান? না চান?



আমার আফসোস, কেহ বলে না, আমি এবার আমার অহংকার কোরবানী দিব। আমার লোভ, আমার হিংসাকে কোরবানী দিব। আমার প্রতিশোধ স্পৃহাকে কোরবানী দিব।



ত্যাগের মহীমায় ঊজ্জ্বল হোক সবার অন্তর। এই কামনায় সকলকে জানাই ঈদের আগাম শুভেচ্ছা। ঈদ মোবারক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.