নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

জামাল হোসেন (সেলিম)

লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোট বেলা থেকেই। তবে লেখক বলতে যা বুঝায় আমি তা নই। লিখে লিখে এ পর্যন্ত কলমের কালিই ফুরিয়েছি কেবল, সৃষ্টিশীল কোন কিছু হয়নি আমাকে দিয়ে।

জামাল হোসেন (সেলিম) › বিস্তারিত পোস্টঃ

ফুল যে ভালোবাসে না

১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯

ফুল সুন্দর। লোকে বলে ফুল যে ভালোবাসে না সে নাকি মানুষ খুন করতে পারে। তবে ফুল নিজেও যে কারো ক্ষতি করতে পারে, করতে পারে এমনকি ক্ষেত্রভেদে খুনও সে কথাটা আমরা অনেকেই জানি না। আমার আজকের পোষ্ট এমনই কিছু বিষাক্ত ফুল নিয়ে যেগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে।







ধুতুরা ফুল আর এর বিষ সম্পর্কে আমরা কমবেশি সকলেই জানি। ফুল, গাছ, পাতা এমনকি ফল পর্য্যন্ত এর বিষাক্ত। বাংলাদেশের অজ্ঞান পার্টির লোকেরা এর ফলটাকে ব্যাবহার করে ওদের হাতিয়ার হিসেবে। বিষাক্ত ফুল হিসেবে এর কুখ্যাতি দুনিয়া জোড়া। ইংরেজিতে এর আরেক নাম Devil's Trumpet ।



প্রায় একই রকম দেখতে আরেকটা ফুল।







এর নাম Anjel's Trumpet ।



এ ফুলটা ঝুলন্ত অবস্থায় থাকে। ডেভিল'স ট্রাম্পেটের বিপরিত। অর্থাৎ শয়তান নরক থেকে ফুঁকছে বলে ধুতুরা (ঊর্দ্ধমূখী) ফুল এর নাম Devil's Trumpet । আর স্বর্গীয় দূতেরা স্বর্গ থেকে ফুঁকছে বলে এর নাম Anjel's Trumpet । নিম্নমূখী।







এগুলো বিভিন্ন বর্নের হয়ে থাকে। নাম অথবা বর্নে যতই সুন্দর হোক না কেন কাজে সমান ভয়ঙ্কর। ক্ষেত্রভেদে আরো বেশি। এর বিষাক্ত উপাদান Tropane Alkaloids মানুষ অথবা পশুকে মেরে ফেলার ক্ষমতা রাখে।





ওয়াটার হেমলক। পৃথিবীর সবচেয়ে বিষাক্ততম ফুলগুলোর একটা। এর বিষাক্ত উপাদান Cicutoxin । যার একটু খানি নির্য্যাস খুব দ্রুত কারো মৃত্যু ঘটাতে পারে।





English Yew- বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বিপদজনক গাছগুলোর একটা।



এরকমই আরো কিছু বিষাক্ত ফুলের ছবি দেখুন।





Stargazerlily





Flatpod-peavine





Narcissus





Oleander





Lily of the valley



সুন্দর ফুল। সন্দেহ নাই। তবে সাবধান থাকা ভালো। কেননা এগুলোর যে কোনটা কাউকে মেরে ফেলার ক্ষমতা রাখে।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৭

স্বপ্নসমুদ্র বলেছেন: নারসিসাস, অলিয়নডার যে বিষাক্ত এটা আজ ই জানলাম। সুন্দর পোস্ট। অনেক সুন্দর ফুল গুলো। বিষাক্ত শুভকামনা রইল। B-)) B-))

১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

জামাল হোসেন (সেলিম) বলেছেন:
ততোধিক বিষাক্ত কিছু শুভেচ্ছা আপনার জন্য। বিষে বিষে বিষক্ষয়। হয়ে গেলাম সাথী। ;)

ঈদ মোবারক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.