![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোট বেলা থেকেই। তবে লেখক বলতে যা বুঝায় আমি তা নই। লিখে লিখে এ পর্যন্ত কলমের কালিই ফুরিয়েছি কেবল, সৃষ্টিশীল কোন কিছু হয়নি আমাকে দিয়ে।
পৃথিবীতে এমন কোন দেশ হয়তো আর নেই যাঁরা আমাদের মত এতটা সুখী। অন্ততঃ একটা ব্যাপারে তো বটেই। আর তা হলো, আমাদের জবাবদিহিতার বালাইটা খুব কম। কী করলাম? কী হবে? এতসব টেনশনে থাকলে কি আর সুখী হওয়া যায়?
করেছি তো করেছি। এবার ড্যাম কেয়ার একটা ভাব ধর আর ফুর্তি কর।
সরকারী চাকরী করেন? একটু আধটু ভুল চুক তো কোন ব্যাপারই না, বড় সড় হলেই বা কী আসে যায়? আপনার চাকরী খাবে? কে? ভুল কার না হয়?
র্যাব বা পুলিশ বাহিনীতে আছেন? তাহলে তো মজাই মজা! জবাবদিহিতা আবার কী জিনিস? উদোর পিন্ডি বুধোর ঘাড়ে ফেলার কৌশলটা একটু জানতে হবে এই যা।
বাস লরী ট্রাক ড্রাইভার? উপর ওয়ালা আছেন, এগিয়ে এসে যাঁরা সাফাই দিবেন কিছু কিছু প্রানী চেনার ক্ষমতা আছে বলে।
ব্যবসা করেন? তাহলে তো আপনিই আপনি। কিছু বলার নেই। তবে বিদেশে গিয়ে মাঝে মাঝে ধরা খেয়ে যেতে হয়। এই যেমন প্রান ধরা খেলো তার গুঁড়া হলুদের কারনে।
রাজনীতিবিদ হলে আপনার কথা কোন কিছু না বলাই ভালো। যা ইচ্ছা তা করার স্বাধীনতা আপনার আছে। পাঁচ বছর আগে না হয় পাঁচ বছর পরে এ স্বাধীনতা আপনি অবশ্যই পাবেন। এটা একটা ওপেন সিক্রেট। সকলেই জানে। আমি কিছু বলে শেষে প্যাদানী খাবো নাকি?
বলবেন তো আমাদের দেশের মন্ত্রী বাহাদুরেরা। তাঁরা যা ইচ্ছা তা বলেন, ভালো বলেন খারাপ বলেন, কিছু করেন না করেন, চুরি করেন ডাকাতি করেন, ভালো কাজ করেন খারাপ কাজ করেন- প্রয়োজনে দেশ উল্টে ফেলেন- মন্ত্রীত্ব যাবে না। এমনই শক্ত করে আঠা লাগানো গদীর সাথে।
তো আমাদের দেশের মত এমন মজার দেশ আর কোথায় আছে? সুখের ব্যাপারীরা যেখানে বিনা শুল্কে ব্যবসা করে?
তবে কথা হলো, এত এত মজা করে দেশটাকে আমরা এগিয়ে নেবো কিভাবে? বেশি মজা যে সব সময় মজা না এটা অন্ততঃ আমাদের বুঝতে হবে।
©somewhere in net ltd.