নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

জামাল হোসেন (সেলিম)

লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোট বেলা থেকেই। তবে লেখক বলতে যা বুঝায় আমি তা নই। লিখে লিখে এ পর্যন্ত কলমের কালিই ফুরিয়েছি কেবল, সৃষ্টিশীল কোন কিছু হয়নি আমাকে দিয়ে।

জামাল হোসেন (সেলিম) › বিস্তারিত পোস্টঃ

মঙ্গল যাত্রা!

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬



প্রথম বারের মত মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতি চলছে। বিশ্বব্যাপী আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আমি আবেদন করেছি। আর সে আবেদন গৃহীতও হয়েছে। এত সহজে হয়ে যাবে ভাবতেও পারিনি। এযে কি আনন্দ! প্রথম মানুষ হিসাবে মঙ্গল গ্রহে বাংলাদেশের মত অখ্যাত এক দেশের সেলিম! জামাল হোসেন (সেলিম)! ভাবা যায়? ওহ্‌! খুশিতে তো পাগল হয়ে যাবো!







আমরা চার জনের একটা দল প্রথম যাবো। ২০২৩ সালে। মার্স ওয়ানের মাধ্যমে। দু'বছর পর আরো চার জন। এভাবে প্রতি দু'বছরে চার জন করে আস্তে আস্তে ওখানে পপুলেশন বাড়ানো হবে।







আমরা স্থায়ী ভাবে মঙ্গলে মনুষ্য বসতির জন্য কাজ করে যাবো।







একদিন মঙ্গল হবে মানব জাতির দ্বিতীয় আবাস স্থল। দ্বিতীয় পৃথিবী।







আর এর সূচনা আমাকে দিয়ে।







লোকে বলে যতদিন পৃথিবী থাকবে ততদিন অমুকের নাম থাকবে। এখন পৃথিবী যতদিন থাকবে ততদিন তো বটেই, পৃথিবী ধ্বংশ হয়ে গেলেও আমার নাম থাকবে।







ইতিহাসের অংশ হয়ে যাবো আমি! কি আনন্দ! কি আনন্দ!!







কিন্তু সে আনন্দ বেশিক্ষন টিকলো না। মাত্র প্ল্যান পরিকল্পনা করছিলাম ওখানে গিয়ে কী কী করবো? কেমন ধরনের সঙ্গী হবে আমার এখনো জানি না। .......। এর মাঝেই মোবাইলের এ্যালার্ম। ঘুম ভেঙ্গে গেল। কেমন বিরক্ত!

ইস্‌! এই রোববারের বন্ধেও কেন যে ডিউটি করতে হয়? ধ্যেৎ!!

মনে হচ্ছিল আবার ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে স্বপ্নটা আবরো দেখি। ওতো আর সম্ভব নয়। কম্পিউটার নিয়ে বসে গেলাম। আর কিছু পারি আর না পারি আপনাদের সাথে শেয়ার তো করতে পারি?



সাড়াদিন ডিউটি করেছি আর ভেবেছি বিষয়টা নিয়ে। আচ্ছা! বাস্তবে এমনটা হলে আমাদের কার প্ল্যান কী হতো?









ছবিসূত্রঃ ইন্টারনেট।

তথ্যসূত্রঃ মার্স ওয়ান।



এই লিংকটিতে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

আমাবর্ষার চাঁদ বলেছেন: আমার ভাই যাওনের ইচ্ছা নাই...... :D

তবে আপনের যাওনের স্বপ্ন দেইখা ভাল লাগলো.......... ;)

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

জামাল হোসেন (সেলিম) বলেছেন: ভাই, যাওয়ার ইচ্ছা না থাকাই ভালো। জানেনই তো এটা একটা ওয়ান ওয়ে টিকেট। যে যাবে সে আর ফিরবে না। পৃথিবীর মায়া বলে কথা।

২| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

বেসিকালি সেটা বলেছেন: মংগল এ কি বলোগিং করা যায়।?

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

জামাল হোসেন (সেলিম) বলেছেন: ভালো কথা মনে করেছেন! এ তো জিজ্ঞেস করিনি? পরবর্তিতে আবার যখন স্বপ্নটা দেখবো, প্রথমেই জেনে নেবো ...........

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

বেকার সব ০০৭ বলেছেন: আবার যখন মঙ্গলে যাইবেন আআর জন্য ৪ কাটা জমি রাইখখুন যে,

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

জামাল হোসেন (সেলিম) বলেছেন: কুন সমইস্যা নাই বেকার ভাই। কতা হইলো ক্যামনে রাইখবো? রেষ্ট্রি কইরা না রেষ্ট্রি ছাড়া?

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৭

বেকার সব ০০৭ বলেছেন: রেষ্ট্রি কইরা রাইখখুন, না হলে হরে আমরিকা দখল করে ফেলবে যে

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

জামাল হোসেন (সেলিম) বলেছেন: হেঃ হেঃ হেঃ জব্বর বইলছেন ভাইসাব। এইবার রেষ্ট্রি খরছের ট্যাঁয়াডা পাডাই দেন। তারাতারি খরইনযে।

৫| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

এহসান সাবির বলেছেন: স্বপ্ন টা ভালোই ছিল।

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

জামাল হোসেন (সেলিম) বলেছেন: হ্যাঁ ভাই, স্বপ্ন টা ভালোই ছিল। তবে ঐ ফোন ব্যাটাই যত ঝামেলা বাঁধালো। কে যে ঐ ফোন যন্ত্রটা আবিষ্কার করেছিলো!!! ও ব্যাটাকে পেলে বুঝাতাম মজা!!!!

৬| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭

বেকার সব ০০৭ বলেছেন: ট্যাঁয়াডা কেমবে হাডাইতাম ক্যাশে, চেকে,নাকি ব্যাংখে

১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০

জামাল হোসেন (সেলিম) বলেছেন: নাহ্‌ আপনারে নিয়া আর পারা গেল না! কেমবে ট্যাঁয়া হাডাইবেন হেও জানেন না? আরে ভাই, স্বপ্নে হাডাইবেন। স্বপ্নে। হিঃ হিঃ :) :)

৭| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

লোডশেডিং বলেছেন: গুজব খবর।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

জামাল হোসেন (সেলিম) বলেছেন: কোনটা গুজব লোডশেডিং ভাই? আমি যে স্বপ্ন দেখছি সেইটা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.