![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোট বেলা থেকেই। তবে লেখক বলতে যা বুঝায় আমি তা নই। লিখে লিখে এ পর্যন্ত কলমের কালিই ফুরিয়েছি কেবল, সৃষ্টিশীল কোন কিছু হয়নি আমাকে দিয়ে।
কি ভাবছেন, বি এন পি'র জ্বালাও পোড়াও, নাকি জামায়াতের? নাকি আওয়ামী লীগই করছে এসব?
ভালো করে লক্ষ্য করুন, মানুষ কেমন দানব হয়ে যেতে পারে! তা সে যে কোন ভৌগলিক অবস্থানেই সে থাকুক না কেন।
হ্যাঁ, ঠিক ধরেছেন। দৃশ্যটা আমাদের দেশের নয়। সিঙ্গাপুরের। মাত্র গত পরশু রাত্রের ঘটনা।
বিগত ৪০ বছরে যে ঘটনা ওরা প্রত্যক্ষ করেনি। আর এতে জড়িত এই উপমহাদেশেরই কিছু কুলাঙ্গার। কিছু বাংলাদেশী আর অধিকাংশই ইন্ডিয়ান। দেখুন, আর অনুভব করুন। ধিক্কার জানান এই সব পৈশাচিকতাকে।
ঘটনার সুত্রপাত রাত ৯টা ২৩ মিনিটে। ঘটনাস্থল সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া। বিশেষ করে রোববারে সকল ইন্ডিয়ান আর বাংলাদেশীদের মিলন ক্ষেত্র। আর সেদিন ছিল রবিবার। মাতাল এক ইন্ডিয়ান ওয়ার্কার গাড়ি চাপা পরে। আর তাতেই উত্তেজিত হয়ে এই কান্ড ঘটায় ওরা। এ যেন ওদের নিজের দেশ পেয়েছে। যেখানে যাচ্ছেতাই করা যায় আবার তার জন্য বাহাবাও পাওয়া যায়।
আমি আর আমার দেশের রাজনীতিবিদদের দোষারোপ করবো না শুধু। দোষ আমাদের নিজেদের। আমার দেশে নাকি টাকার বিনিময়ে গাড়ি ভাংচুর করা হয়, নৈরাজ্য সৃষ্টি করা হয়। এখানে কারা টাকা ছড়িয়েছে? কেউ না।
আসলে নৈরাজ্য আমাদের রক্তে মিশে আছে। এই উপমহাদেশের মাটিতে মিশে আছে।
ইন্ডিয়ানদের মত জঘন্য কোন ন্যাশনাল এই পৃথিবীতে আছে কিনা জানি না। আর ওদের ছায়ায় থেকে থেকে আমাদের এই অধঃপতন।
©somewhere in net ltd.