নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

জামাল হোসেন (সেলিম)

লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোট বেলা থেকেই। তবে লেখক বলতে যা বুঝায় আমি তা নই। লিখে লিখে এ পর্যন্ত কলমের কালিই ফুরিয়েছি কেবল, সৃষ্টিশীল কোন কিছু হয়নি আমাকে দিয়ে।

জামাল হোসেন (সেলিম) › বিস্তারিত পোস্টঃ

টাট্টাটা

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

-------------- টাট্টাটা -------------





পথে ঘাটে মাঠে বাটে

অনেক তো দেখেছি তোরে /



কোনদিন কখনো তো

এত ভালো লাগেনি তো/



ভালোবাসা লোকে বলে যারে//



টাট্টাটা-- টাট্টাটা-- টাট্টাটা -- শোন শোন//



আজ কেন ক্ষনে ক্ষনে

তোর ছবি ভাসে মনে/



স্বপনে কি জাগরনে

তোরে শুধু দেখি বারে বারে//



টাট্টাটা-- টাট্টাটা-- টাট্টাটা-- শোন শোন//



পথে ঘাটে -----------------//



যেথা যাই যেই খানে

তোর ছবি থাকে মনে/



অযুতের মাঝ খানে

তোরে তবু দেখি চারিধারে/



টাট্টাটা-- টাট্টাটা-- টাট্টাটা-- শোন শোন//



পথে ঘাটে ----------------//



কি যাদু করে মোরে

বাঁধিলি এ প্রেমো ডোরে/



যে ডোরে বাঁধা পরে

মরেছি এ জনমের তরে/



টাট্টাটা-- টাট্টাটা-- টাট্টাটা-- শোন শোন//

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

সাদা মনের মানুষ বলেছেন: টাট্টাটা-- টাট্টাটা-- টাট্টাটা কি বুঝাতে চেয়েছেন ভাই ?

১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

জামাল হোসেন (সেলিম) বলেছেন: নক্ষত্র ব্লগে নাহার আপার মন্তব্যের জবাবে যা বলেছিলাম সেটাই এখানে তুলে ধরছি ভাই সাদা মনের মানুষ। আশা করি বুঝতে পারবেন।

এই টাট্টাটা হলো সেই টাট্টাটা। যাকে পেয়ে আমি ধন্য। তাঁর নাম তো আমি এই ভরা মজলিসে বলতে পারবো না। তবে এটুকু বলবো, তিন অক্ষরের নাম তাঁর।

এই গানটি আমার সেই প্রিয়তমাকে নিয়ে লিখেছিলাম। যার নাম নেয়া বারন ছিল। গানটি আমি নিজে সুর করেছি, নিজেই গেয়েছি। অসংখ্যবার। আমার সবচেয়ে প্রিয় গান এটা।

ধাঁধাঁ বলেছি এ জন্য, যখন আমি গাইতাম কেহ বুঝতে পারতো না আমি কী মীন করছি। এটা যে কারো নাম হতে পারে কেহ ধারনা করতে পারতো না। যারটা সে ঠিকই বুঝে নিত। আপনাদের কেহ যদি এটা গাইতে চান, আপনার প্রিয়তম বা প্রিয়তমার নাম নিয়ে গাইতে পারেন (যদি সেটা তিন অক্ষরের নাম হয়), দেখবেন আশ্চর্য রকম ভাবে মিলে যাবে।

তাহলে ধাঁধার উত্তর হলো, টাট্টাটা = প্রিয়তমার নাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.