নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

জামাল হোসেন (সেলিম)

লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোট বেলা থেকেই। তবে লেখক বলতে যা বুঝায় আমি তা নই। লিখে লিখে এ পর্যন্ত কলমের কালিই ফুরিয়েছি কেবল, সৃষ্টিশীল কোন কিছু হয়নি আমাকে দিয়ে।

জামাল হোসেন (সেলিম) › বিস্তারিত পোস্টঃ

ভায়োলেন্স -২

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:০৫

আমার পূর্বতন পোষ্টের ধারাবাহিকতায় আজকের এই পোষ্ট।

ভায়োলেন্স নামক এই দানব পৃথিবীর শুরুতে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। পুরোপুরি হয়তো আমরা কোনদিনই এটা বন্ধ করতে পারবো না। তবে আমরা যেটা পারি সেটা হলো, একে নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করা। অন্তত এটুকু দায়িত্ববোধের পরিচয় যদি আজ আমরা দিতে না পারি, ভবিষ্যত প্রজন্ম একদিন আমাদের ধিক্কার দেবে। চারপাশে একটু তাকিয়ে দেখুন, পরিবেশ পরিস্থিতি খুবই ভয়াবহ।



একটা উদাহরন: গাজীপুরে গতকালের ঘটনা। মাত্র দুই টাকার জন্য যাত্রীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাহলে?

কী হচ্ছে এসব? এভাবেই রাস্তাঘাটে একে অপরকে মেরে চলবো আমরা? দিনের পর দিন?

একটু ভাবুন, সবাই। প্লীজ!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: এসব মানবিক বিপর্যয়
সভ্যতার নামে বর্বরতা

২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:১৫

জামাল হোসেন (সেলিম) বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু। কেহ না কেহ তো ভাবছে এসব নিয়ে, আমি একা নই। আপনাকে দেখে ভালো লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.