নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

জামাল হোসেন (সেলিম)

লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোট বেলা থেকেই। তবে লেখক বলতে যা বুঝায় আমি তা নই। লিখে লিখে এ পর্যন্ত কলমের কালিই ফুরিয়েছি কেবল, সৃষ্টিশীল কোন কিছু হয়নি আমাকে দিয়ে।

জামাল হোসেন (সেলিম) › বিস্তারিত পোস্টঃ

ঈদের কবিতা

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩

আসিছে খুশীর ঈদ!
//জামাল হোসেন (সেলিম)

আসিছে খুশির ঈদ,
দিলেতে করহ পয়দা বন্ধু
অনন্য এক তাগিদ।

কোর্মা পোলাও ফিন্নি পায়েশ
যা তুমি খাবে,
বল না বন্ধু সম পরিমান
অন্যেরে তা দিবে।

এই 'অন্য' টা কে? জানিও বন্ধু
ধনী যেন না হয়।
গরীবেরে দিবে,
যাহার সাধ আর সাধ্যে
ফারাক রয়।

জানিও বন্ধু করুণা এ নয়,
এ তার অধিকার।
ইহার চে ন্যায্য কথা
হয় না তো অধিক আর।

ধনী গরীব উঁচু নীচু
ভুলে যাও ভেদাভেদ।
বছর ঘুরিয়া দুয়ারে আবার
আসিছে খুশির ঈদ!



আগাম ঈদের শুভেচ্ছা সবাইকে
.........ঈদ মোবারক!.........

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩১

মামুন রশিদ বলেছেন: ঈদের শুভেচ্ছা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৪

জামাল হোসেন (সেলিম) বলেছেন: ঈদ মোবারক! মামুন রশিদ। আগামীকাল আমরা এখানে ঈদ পালন করতে যাচ্ছি। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা!

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৫

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ঈদের শুভেচ্ছা রইল । :)

০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৮

জামাল হোসেন (সেলিম) বলেছেন: ঈদের শুভেচ্ছা ভাই কলমের কালি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদের পবিত্রতায় পবিত্র আর প্রশান্ত হোক সকলের দেহ মন অন্তর, এই কামনা।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৮

জাফরুল মবীন বলেছেন: ঈদ মোবারক :)

৪| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০২

জামাল হোসেন (সেলিম) বলেছেন: ঈদ মোবারক! :D

৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৭

অপূর্ণ রায়হান বলেছেন: কবিতা ভালো হয়েছে :)

ঈদ মুবারক :)

০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২২

জামাল হোসেন (সেলিম) বলেছেন: সত্যি বলছেন!! :D :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.