নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

জামাল হোসেন (সেলিম)

লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোট বেলা থেকেই। তবে লেখক বলতে যা বুঝায় আমি তা নই। লিখে লিখে এ পর্যন্ত কলমের কালিই ফুরিয়েছি কেবল, সৃষ্টিশীল কোন কিছু হয়নি আমাকে দিয়ে।

জামাল হোসেন (সেলিম) › বিস্তারিত পোস্টঃ

টুইটস!

২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:০৩


টুইটারে হাজিবাজি কি লিখি আমি নিজেই জানি না। তবে তার মাঝেও অন্তর থেকে উঠে আসা কিছু কিছু টুইট যেগুলো আলাদা একটু দৃষ্টি আকর্ষণের দাবী রাখে এবং আজ না হোক কাল, কারো না কারো কাছে এগুলো মূল্যায়িত হবে, এই আশাবাদ থেকে তার কয়েকটা এখানে কপি পেষ্ট করছি।
আমার টুইটার লিংকঃ
**************************************************************************************

* রাজনীতি করে যারা খায় তাদের হাতে দেশ সেবা সম্ভব নয়। আর যারা খেয়ে রাজনীতি করে তাদের রাজনীতিবিদ হওয়া এদেশে সম্ভব নয়।

* কেহ কেহ বলেন, পাগল আর শিশু ছাড়া এই পৃথিবীতে নিরপেক্ষ বলে কেহ নাই। আমি হয় শিশু না হয় পাগল। আমার কোন পক্ষপাতিত্ব নাই। কোন রাজনৈতিক দল নাই। যে যখন কোন ভালো কাজ করে তাকে তখন সাপোর্ট দেই।

* আমাদের দেশ আর দেশবাসীর দুর্দশা আর গতিহীনতার জন্য যদি কেহ দায়ী হয়ে থাকে তো সে আমাদের দেশের রাজনীতিবিদ নামের রাজনীতি ব্যবসায়ী গুলা।

* আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

১লা বৈশাখ টিএসসিতে মেয়েদের হয়রানীর কয়েকদিন পরে আমাকে মেনশন করে একটি সচিত্র টুইটঃ


আমার রিপ্লাই ছিলঃ

যার যার গণ্ডিতে থেকে আমাদের সংযত আচরণ করতে হবে। বিড়ালের সামনে আমরা যেমন শুঁটকি মাছ রাখতে পারিনা, তেমনি আমরা নিজেরাও বিড়াল সাজতে পারিনা। আমরা যে মানুষ। আশরাফুল মাখলুকাতের প্রমান টুকু আমাদের যায়গায় যায়গায় দিতে হবে। আল্লাহ্‌ তালা এমনিতে আমাদের ছেড়ে দিবেন না। মানুষ হিসাবে আমরা কি করতে পারি? বিড়াল বেশী বাড়াবাড়ি করলে ওগুলোকে ধরে খাঁচায় পুরতে পারি। যার প্রমান আমাদের দেশে খুব একটা দেখা যায়না। এটা রাষ্ট্রীয় ব্যর্থতা। পরিশীলিত আচরণের শিক্ষা পারিবারিক পর্যায় থেকে হতে হবে। এও আজকাল খুব একটা দেখা যাচ্ছে না। এটা আমাদের সামাজিক ব্যর্থতা। এই ব্যর্থতা গুলো আমরা তখনই কাটাতে পারবো, রাষ্ট্র যখন শক্ত হাতে হাল ধরবে। তাই সবার আগে আমাদের সুন্দর মানসিকতা সম্পন্ন ভালো কিছু রাজনীতিবিদ দরকার।
/বলা বাহুল্য, পর পর সাতটা টুইটে আমাকে সবগুলো কথা লিখতে হয়েছিল।


১৮ এপ্রিল ২০১৫

ঘৃণা করাটা আমাদের যেভাবে শেখানো হচ্ছে ভালোবাসাটা সেভাবে শেখানো হচ্ছেনা। জাতিগত ভাবে, রাষ্ট্রীয় ভাবে একই কথা প্রযোজ্য। আমরা কেবল বিভক্ত হচ্ছি।

৩ এপ্রিল ২০১৫

বাচ্চাকে শেখান- প্রতি ভোরে যেন অন্তত ১টা ভালো কাজের প্রতিজ্ঞা করে আর ঘুমাবার আগে নিজের ১টা খারাপ কাজ খুঁজে বের করে। ৫ বছর পর রেজাল্ট দেখুন।

৩০ মার্চ ২০১৫

পৃথিবীর সকলেই এটা মনে করতে ভালোবাসে যে, আমিই সঠিক। এমনকি কাউকে খুন করার পরে সেই খুনিটাও এর ব্যতিক্রম নয়। আসলে কে সঠিক?

২৮ মার্চ ২০১৫

যা কিছু নীতি হীন তাই দুর্নীতি। শুধু অফিসে বসে ঘুষ খাওয়া বা সরকারী টাকা মেরে দেওয়া নয়। Lets fight a. Corruption!

২৬ মার্চ ২০১৫

কোন রক্তপাত হীন স্বাধীনতা পেয়েও সিঙ্গাপুর তার যেই মর্যাদা দিল, সেখানে এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা আজ এত অসহায় কেন????

১৬ মার্চ ২০১৫

Whole the world running behind only one formula, “Give & Take”. “Give & Take”. Can anyone show me anything rather than this?

১২ মার্চ ২০১৫

দেশ হলো মা। মা কখনো খারাপ হতে পারেনা। হলো ঐ রাজনীতিবিদের বাচ্চাগুলা! পালা কইরা জ্বাইলা পুইড়া খাইতাছে দেশটারে বছরের পর বছর ধইরা। শালারা!!

১২ মার্চ ২০১৫

একমাত্র অতৃপ্তিই পারে আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। তৃপ্তি এসে যখন ভর করবে উন্নয়নের দরজা গুলো একে একে বন্ধ হওয়া শুরু করবে।

১২ মার্চ ২০১৫

আমরা কি জানি? আল্লাহ্‌র হক নষ্ট কারীকে চাইলে আল্লাহ্‌ হয়তোবা ক্ষমা করে দিতে পারেন, তবে বান্দার হক নষ্ট কারীকে তিনি কক্ষনোই ক্ষমা করবেন না।

৭ মার্চ ২০১৫

একটা সময় ছিল যখন সিংহাসন নিয়ে রাজায় রাজায় যুদ্ধ হলে সৈন্য মারা গেছে। পাবলিকের কিছুনা। এখন পাবলিক মরে সৈন্যদের কিছু হয়না।

১ মার্চ ২০১৫

বাংলাদেশে অপরাধ না কমার সবচেয়ে বড় কারন, রাজনীতিবিদদের অপরাধ প্রবণতা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন:
বাচ্চাকে শেখান- প্রতি ভোরে যেন অন্তত ১টা ভালো কাজের প্রতিজ্ঞা করে আর ঘুমাবার আগে নিজের ১টা খারাপ কাজ খুঁজে বের করে। ৫ বছর পর রেজাল্ট দেখুন। ------

২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১১

জামাল হোসেন (সেলিম) বলেছেন: এত লাইক নিয়ে আজ কি করি
মনে মনে তাই ভেবে মরি.।.।.।।
যতটুকু দেখলাম এখানকার পাঠক এ ধরনের পোষ্ট সচরাচর এড়িয়ে চলে। কমেন্ট/লাইক তো দূরের কথা। আপনার সুন্দর কমেন্টে পুলকিত হলাম।
আর আপনি যে টুইটটি পছন্দ করেছেন এটি দুই পুরুষের জীবনের অভিজ্ঞতার আলোকে লিখা। ফলো করতে পারলে যে কেউ গেইনার হবে বলে আশা করি।
অনেক ধন্যবাদ আপনাকে আপা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.