![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোট বেলা থেকেই। তবে লেখক বলতে যা বুঝায় আমি তা নই। লিখে লিখে এ পর্যন্ত কলমের কালিই ফুরিয়েছি কেবল, সৃষ্টিশীল কোন কিছু হয়নি আমাকে দিয়ে।
সব গুলা ব্লগেরে
ধরেছে যে মরা রে!
আধা মরা ছাড়ারে
কেউ নেই খাড়ারে!
কি হলো আহারে!!
চেচিওনা বাছারে।
কারে মেরে কারে ধরে
হলো বড় জ্বালারে!
কে যেন চায় রে
মুখ বুজে থাকিরে।
কথা যদি নেয় কেড়ে,
জীবনে কি বাকীরে?
যাবে নাকি পাহাড়ে?
দাঁড়িয়ে তার শিখরে,
বলবো আরো জোরে
মনে লয় যাহারে?
'প্রথম আলো' শেষ, 'ঘুড়ি' কোমায়, 'সামু' আধামরা ..
যদি আমি লিখি এমায় আমায় কি করবেন তাড়া?
১৩ ই জুন, ২০১৫ রাত ১১:৪১
জামাল হোসেন (সেলিম) বলেছেন: কি সুন্দর? বিভিন্ন ব্লগিং প্ল্যাটফর্ম গুলোর এভাবে কাহিল হওয়া নাকি পাহাড়ে যাওয়ার প্রস্তাব?
২| ১৪ ই জুন, ২০১৫ রাত ১২:০১
শতদ্রু একটি নদী... বলেছেন: Kind of true. Where to go? FB?
১৪ ই জুন, ২০১৫ সকাল ৭:৩৩
জামাল হোসেন (সেলিম) বলেছেন: In my opinion, FB is for kids. Every one looking for so called LIKE! Its a good sharing site, yes. But not a writing platform.
৩| ১৪ ই জুন, ২০১৫ রাত ১২:২৯
আরণ্যক রাখাল বলেছেন: সামু বেঁচে থাকবে আশা করি| যে যাই বলুক,এফবি লেখার ঠিক প্লেস না
১৪ ই জুন, ২০১৫ সকাল ৭:৪১
জামাল হোসেন (সেলিম) বলেছেন: মনেপ্রানে কামনা করি সামু বেঁচে থাকুক। ফিরে আসুক আগের জৌলুসে।
আর এটা আপনি ঠিক বলেছেন ফেসবুক আসলে ঠিক লেখার যায়গা না। ভুয়া জিনিসের পিছনে লোকেদের খুব সহজে ড্রাইভ করা যায় ওখানে। যেটা ব্লগে সম্ভব নয়। জেরায় জেরায় নাস্তানাবুদ করে ছেড়ে দেবে পাঠকেরা। কে জানে, হতে পারে এটাই অনেকের চক্ষুশুল?
৪| ১৪ ই জুন, ২০১৫ সকাল ৯:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিও আশা করি, বাংলা ব্লগ ফিরে পাবে তাদের লেখক এবং পাঠককে। আমি বিশ্বাস করি, মানুষ ভালো জিনিস চিনে নিতে খুব একটা ভুল করে না। বাংলা ব্লগকে অনেকেই ব্যবহার করেছেন সামাজিক মাধ্যমে আজকে প্রতিষ্ঠিত হয়েছেন। হাজার হাজার লাইক পেয়ে তথাকথিত ফেসবুক সেলিব্রেটি হয়েছেন। তাদের সবার জন্যই সহ ব্লগার হিসেবে আমাদের শুভকামনা। কিন্তু খারাপ লাগে যখন দেখি ফেসবুকের মানুষগুলো বড় বড় গলায় বলে, উফ!! এই সব ব্লগ টগ দিয়ে আর কিচ্ছু হবে, ব্লগের যুগ শেষ! হাহাআ
যাইহোক, কিছুটা ভিন্ন প্রসঙ্গ টানালাম। আপনার লেখা ব্যক্তিগতভাবে ভালো লেগেছে শুভেচ্ছা রইল।
১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
জামাল হোসেন (সেলিম) বলেছেন: কা'ভা ভাই, অনেক ভালোবাসা জানবেন। আমার পোষ্টে আপনি সম্ভবত আজ প্রথম কমেন্ট করলেন। খুব ভালো লাগছে।
বাংলা ব্লগের আজ দুর্দিন চলছে। আপনি জানেন এর পিছনে কিছু কিছু দুষ্কৃতিকারী যেমন রয়েছে, তেমনি ব্লগারদেরও দায় নেহাত কম নয়। কিছু কিছু বিপথগামী ব্লগার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বোকার মত একের পর এক এমন কিছু বিতর্কিত কাজ করে চলেছেন যা জনমনে ব্লগের বিরুদ্ধে শক্ত এক নেতিবাচক ধারনার জন্ম দিয়ে চলেছে। যা খুবই দুঃখজনক। গাছের ডালে বসে গাছ কাটা কখনো সমর্থনযোগ্য নয়। তা সে যদি পাগলও হয়। পাগলদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।
আপনারা আপনাদের দায়িত্ব পালন করে চলেছেন। আশা করি আপনাদের নিরলস প্রচেষ্টায় এই ক্রান্তিকাল সামু একসময় অতিক্রম করে যাবে। আমরা প্রান ভরে আবার আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো। নিকট ভবিষ্যতে সেই সুদিনের প্রত্যাশায়।
লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম। ধন্যবাদ আপনাকে।
৫| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: কী মজার ছড়ারে
আহারে আহারে!!!
১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১২
জামাল হোসেন (সেলিম) বলেছেন: আপা, আপনার এই ইমো দেয়া দেখে না আমার হিংসা হয়! যে কোন যায়গায় এই কাজটা আপনি অবলীলায় করে যান। আপনি আমার দিকে দাঁত বের করে হাসবেন আর আমি শুধু চেয়ে চেয়ে দেখবো এটা কি হয়? ফর্মুলাটা একটু শেখান না!
৬| ১৬ ই জুন, ২০১৫ রাত ১০:০৬
কামরুন নাহার বীথি বলেছেন: ফর্মুলা এমন কি! কোলোন চিহ্ন এর সাথে ফার্স্ট ব্রাকেট দিয়ে দেখুন কি আসে? : ) স্পেস তুলে দিন।
১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৭
জামাল হোসেন (সেলিম) বলেছেন:
৭| ১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩২
জামাল হোসেন (সেলিম) বলেছেন: আপা, আপা গো! আপ্নে না একটা জিনিয়াস!! তবে একটু কিপ্টা! এই কথাটা এতদিন বলেন নাই ক্যান?
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৫ রাত ১১:২২
এস. এম. মাহমুদুল হাসান বলেছেন: হা হা হা সুন্দর