নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

জামাল হোসেন (সেলিম)

লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোট বেলা থেকেই। তবে লেখক বলতে যা বুঝায় আমি তা নই। লিখে লিখে এ পর্যন্ত কলমের কালিই ফুরিয়েছি কেবল, সৃষ্টিশীল কোন কিছু হয়নি আমাকে দিয়ে।

জামাল হোসেন (সেলিম) › বিস্তারিত পোস্টঃ

স্কেচ!

১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১৮



সপ্তম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রের আঁকা পেন্সিল স্কেচ।


ক্যামেরা কি জিনিস দেখেনি সে তখনো।

নতুন চোখে যা দেখে তাই লেগে যায় ভালো।

বইয়ের ছবির মত কাগজের ফ্রেমে বন্দি করে রাখতে মনে চায় সামনে আর ডানে বাঁয়ে যা দেখে তাই।

বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে কিছু কিছু করেও ফেলে পড়ার ফাঁকে ফাঁকে।

ছবিগুলো রেখেছিল সে খাতা আর বইয়ের মলাটের ভাঁজে ভাঁজে।

তার পর এক সময় ... ঘুমিয়ে পড়েছিল ... ।

ঘুম ভেঙ্গে দেখে ব্রহ্মপুত্র আর তিতাসের পানি অনেক গড়িয়ে গেছে!

ছবিগুলোও কোথায় যেন গেছে হারিয়ে!

আঁতিপাঁতি করে শেষে খুঁজে পেল তবু একটা।

কড়া এক ধমকে সেও তুলে দিল আমার হাতে।

কাঁদল না একটুও।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৫ রাত ১১:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার!! স্কেচটি কি আপনারই করা?

১৫ ই জুন, ২০১৫ দুপুর ১:১২

জামাল হোসেন (সেলিম) বলেছেন: কবিতার ঢঙে এত বড় একটা কাহিনী বলে ফেললাম! তার পরও আপনার আমাকেই সন্দেহ হলো কেন বলুন তো?

২| ১৫ ই জুন, ২০১৫ সকাল ৯:৩৯

সুমন কর বলেছেন: ১ম লাইক। চমৎকার হয়েছে।

১৫ ই জুন, ২০১৫ দুপুর ১:২৩

জামাল হোসেন (সেলিম) বলেছেন: আপনার মন্তব্যে আমার লাইক! ছবি দিতে চাইছিলাম, লোড হচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.