নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী, ঘুরে বেড়াই পথে-প্রান্তরে।।

জমীরউদ্দীন মোল্লা

ওরে ও তরুণ ঈশান! বাজা তোর প্রলয়-বিষাণ। ধ্বংস-নিশান উঠুক প্রাচী-র প্রাচীর ভেদি’॥

জমীরউদ্দীন মোল্লা › বিস্তারিত পোস্টঃ

বিয়া যে করবা, বউকে খাওয়াবা কি?

২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১২



সমস্ত প্রশংসা মহান রব্বুল আ’লামীনের জন্য, যিনি আমাদেরকে একমাত্র তাঁরই ইবাদাত করার জন্য সৃষ্টি করেছেন। অসংখ্য ছ্বলাত ও সালাম শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ﷺ তাঁর পরিবার ও সাথীবর্গের উপর।

বর্তমানে আমরা পশ্চিমাদের দ্বারা এতটাই বেশি প্রভাবিত যে, পশ্চিম থেকে বিষ আসলেও সেটাকে আমরা মধু মনে করে খেয়ে ফেলি। আদৌ এটা ভাল কি মন্দ সেটা উপলব্ধি ক্ষমতা আমাদের নেই। পশ্চিম থেকে আসা তেমনই একটা ব্যাপার হচ্ছে, আগে ক্যারিয়ার, পরে বিয়া শাদি। আর এই বিয়া শাদি না করলেই বা কি, এত কষ্টের ক্যারিয়ারের ইনকাম দিয়ে সরকারী লাইসেন্সপ্রাপ্ত ব্রোথেল গুলোতে যাবা। প্রতিদিন বউ চেঞ্জ করবা।

পশ্চিমা কাফের-মুশরিকদের এই থিওরি এখন আমাদের মুসলিম সমাজেও ব্যাপক দেখা যাচ্ছে। একটা বিশ-বাইশ বছর বয়েসি ছেলে যদি তার চরিত্র রক্ষা করতে বিয়া করতে চায় তখন সারা দুনিয়া এসে বলবে বিয়া যে করবা, বউকে খাওয়াবা কি? কেনরে ভাই তার বউ কি এখন না খেয়ে আছে? আর বিয়া করলে কি দেশে দুর্ভিক্ষ লেগে যাবে? আসেন দেখি তাহলে আমাদের সৃষ্টিকর্তা যিনি তার প্রেসক্রিপশন কি এই ব্যাপারে।
.
আরশের মালিক মহান আল্লাহ বলেন,"যমীনে বিচরণশীল এমন কোন জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর উপর নেই, তিনি জানেন তাদের থাকার জায়গা কোথায় আর কোথায় তাদেরকে (মৃত্যুর পর) রাখা হয়, সব কিছুই আছে সুস্পষ্ট লিপিকায়।" (সূরা হুদঃ৬)

তাহলেই দেখতে পাচ্ছি আমাদের সৃষ্টিকর্তা বলেছেন যে যমীনে বিচরণশীল সকল প্রাণীর রিযিকের দায়িত্ব তিনি নিয়েছেন। এখন আমি কাউকে বিয়া করলে কি তার রিজিক ছিনিয়ে নেয়া হবে?

বিয়া করলে কি রিজিক কমে?

আমাদের রব মহান আল্লাহ বলেন,"তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পন্ন কর আর তোমাদের সৎ দাস-দাসীদেরও। তারা যদি নিঃস্ব হয় তাহলে আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত করে দেবেন, আল্লাহ প্রচুর দানকারী, সর্ববিষয়ে জ্ঞাত।" (সূরা নূর:৩২)

আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি বলতেছেন বিয়া করলে তিনি নিজ অনুগ্রহে আমাদের অভাবমুক্ত করবেন অথচ আপনি বলতেছেন বিয়া করে খাওয়াবো কি? এই কথা বলে কি আপনি সীমালঙ্ঘন করছেন না? উপরের ছবিটির দিকে খেয়াল করুন? কি দেখলেন? এমন জায়গায় কি জীবনধারণ করা সম্ভব? আপনার আমার জন্য সম্ভব না কারন আপনি আমি মহান রবের উপর যেই তাওয়াককুল করার দরকার ছিল সেটা করতে পারি নাই। যদি তাওক্কুল করতে পারতাম তাহলে কি হত জানেন?

উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযোগ্য ভরসা রাখ, তবে তিনি তোমাদেরকে সেই মত রুজি দান করবেন যেমন পাখীদেরকে দান করে থাকেন। তারা সকালে ক্ষুধার্ত হয়ে (বাসা থেকে) বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে (বাসায়) ফিরে। (তিরমিযি ২৩৪৪, ইবন মাজাহ ৪১৬৪)

শেষ করছি উমর ইবন খাত্তাব রাদিআল্লাহুআনহুর কথা দিয়ে, তিনি বলতেন,"ওই ব্যক্তির ব্যাপার বিস্ময়কর যে বিয়ের মধ্যে প্রাচুর্য খোঁজে না। কারণ স্বয়ং আল্লাহ বলেছেন, ‘তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন।"

আসেন ভাই পশ্চিমা পায়খানার তন্ত্র-মন্ত্র রেখে ফিরে যাই আমাদের রবের কাছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছে। আর তার দেওয়া জিবনবিধান মতে নিজেদেরকে গড়ে তুলি।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৩৬

সাসুম বলেছেন: সহমত ভাই। পশ্চিমা পায়খানা আমাদের কে নিয়ে যেতে চায় সামনের দিকে।

আমাদের এইসব বাদ দিয়ে বয়স হতেই বিয়ে আর সেক্স এর দিকে দৌড়ানো উচিত, কারন এ ছাড়া তো আর জীবনে কিছুই নেই!

বিয়ে, সেক্স, বাচ্চা পয়দা করা- এই হলো আমাদের জীবন।

স্টাডি, উচ্চ শিক্ষা, ক্যারিয়ার, নিজের পছন্দ মত জীবন গঠন- এসব আসলে পশ্চিমা পায়খানার আসল কাজ।

আমাদের জাস্ট বালেগ হলেই মানে সেক্স করার উপযুক্ত হলেও বিয়েতে ঝাপিয়ে পড়া উচিত।

একের পর এক বিয়ে করব, সুখে জীবন গড়ব।

নারী দের কে উচ্চ শিক্ষার দিকে পশ্চিমা পায়খানা র কারনে ঠেলে দেয়ার কারনে এখন অল্প বয়সে বিয়ে বস্তে চায় না তারা। আমাদের শফি হুজুরের মত কেলাস ৫ এর পর জোর করে ধরে বিয়ে দেয়া দরকার। না হলে পাখনা গজায় যাবে।

আমাদের লাইফ এবং সব কিছুর একমাত্র লক্ষ্য- সেক্স সেক্স সেক্স বিয়া বিয়া বিয়া বিয়া বাচ্চাকাচ্চা।

আর জন্ম নিয়ন্ত্রন নামক একটা ভুয়া জিনিষ মার্কেট এ আছে। মুখ জিনি দিছেন আহার দিবেন তিনি। এসব জন্ম নিয়ন্ত্রন ইহুদি নাসারা দের পায়খানা কালচার। আমাদের নিজেদের মদিনা কালচারে ফিরে এসে বিয়ে করা উচিত।

যাজাকাল্লাহ খায়রান প্রিয় সাথী ভাই এত সুন্দর একটি পোস্ট দিয়ে আমাদের কে সচেতন করার জন্য ।

২৯ শে জুলাই, ২০২১ রাত ৮:০৯

জমীরউদ্দীন মোল্লা বলেছেন: ধন্যবাদ।
জনাব আপনি আপনার কথা বলেছেন কিন্তু আমি আমার লেখায় কোথায় বলেছি যে জীবন মানেই সেক্স সেক্স সেক্স?
সামনে এগিয়ে যাওয়ার মাপকাঠিও তো আপনার নিজের না। পশ্চিমা মাপকাঠিতে মাপেন কেনো কোনটা এগিয়ে যাওয়া নাকি পিছিয়ে যাওয়া?

২| ২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: পরগাছা হয়ে বিয়ে করায় কোন সুখ নাই !!!!

২৯ শে জুলাই, ২০২১ রাত ৮:১১

জমীরউদ্দীন মোল্লা বলেছেন: ধন্যবাদ। এখানে পরগাছা বিষয়টা মুখ্য না। মুখ্য সবার রিজিকের দায়িত্ব আমাদের সৃষ্টিকর্তা নিয়েছে।

৩| ২৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



পশ্চিম নয়, আমাদেরকে পাকিস্তানী, ইয়েমেনী ও আফগানীদের অনুরসরণ করার দরকার?

২৯ শে জুলাই, ২০২১ রাত ৮:১৩

জমীরউদ্দীন মোল্লা বলেছেন: কাঁকে অনুসরণ করা দরকার সেটা তো অন্য কেউ সেট করবে না। আমাদেরকে আমাদের কলোনিয়াল প্রভুদের অনুসরণ করতে হবে সেটা সেই প্রভুরাই শিখিয়ে দিয়ে গেসে। নতুন কিছু বলুন জনাব।

৪| ২৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

নতুন বলেছেন: ভাই তত্বকথা বলা খুবই সহজ।

তাই একটা প্রশ্ন আপনি কত বছর বয়সে বিয়ে করেছেন? আপনার ছেলে মেয়ে কে কত বছরে বিয়ে দিবেন?

এবং কেন?

২. বিবাহ চক্ষু শীতল করে। হাদিস শরিফে এসেছে : ‘হে যুবসমাজ! তোমাদের মধ্যে যারা (আর্থিক ও দৈহিকভাবে) বিবাহ করতে সক্ষম, সে যেন বিয়ে করে। কেননা এটি চক্ষু শীতল করে ও লজ্জাস্থানকে হেফাজত করে। আর যে অক্ষম, তার জন্য রোজা রাখা জরুরি। এই রোজা তার জন্য জৈবিক চাহিদা প্রতিরোধক। ’ (বুখারি, হাদিস : ১৯০৫; মুসলিম, হাদিস : ১৪০০)

রাসুল সা: যুবসমাজদের যাদের সামর্থ নাই তাদেব বিয়ে না করতে বলেছেন। আপনি বলেছেন চিন্তা ভাবনা না করেই বিয়ে করতে?

২৯ শে জুলাই, ২০২১ রাত ৮:১৫

জমীরউদ্দীন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই। এখানে তত্বকথা বলা হয়নাই। ইসলামের প্রত্যেকটা জিনিস প্রাক্টিক্যাল এন্ড কয়েকশ বছর ইমপ্লিমেন্ট করে দেখানো হইছে ইসলাম কোন তত্ব নিয়ে আসে নাই। এইখানে সামর্থ্য থাকলে করতে হবে কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষাপটে সেই সামর্থ্য কতটুকু ?

৫| ২৯ শে জুলাই, ২০২১ রাত ৮:২১

নতুন বলেছেন: আপনি কত বছরে নিজে করেছেন বা আপনার ভাই, চাচাতো ভাইয়েরা বা বন্ধুরা কত বছরে বিয়ে করেছেন?

তারা কোন ১৪ -২৪ এর মাঝে বিয়ে করতে পারেন নাই এই বিষয়ে একটু ভেবে দেখেছেন কি?

আপনি আপনার ছেলে কে বালেগ হবার পারেই বিয়ে দেবেন?

৬| ২৯ শে জুলাই, ২০২১ রাত ৯:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মোল্লাভাই আপনার জন্য্
একখান রম্য উপহার দিলাম

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৬

জমীরউদ্দীন মোল্লা বলেছেন: নুরুভাই অসংখ্য ধন্যবাদ।

৭| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৩২

নতুন বলেছেন: আপনার আগের ব্লগ পড়ে বুঝতে পারলাম পরিবার আপনাকে বিবাদ দিচ্ছেনা এই জন্যই এই সব জিনিস বেশি ভাবনাতে আসছে।

ব্যবপার না একটা বয়সে এই রকমের হয়।

বাসায় বুঝিয়ে বলুন বিয়েব ব্যবস্থা করবে।

আমার এক শালা মাঝে মাঝে এমন বিষয় নিয়ে ফেবুতে পোস্ট দেয়। =p~

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৫

জমীরউদ্দীন মোল্লা বলেছেন: ধন্যবাদ। আমি বিবাদ পছন্দ করি না।

৮| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: বিয়ে করা নিয়ে টেনশনের কিছু নাই।
রিজিক ছাড়াও অনেক কিছু থাকে, সেইটা একটা প্রশ্ন বটে।
আমি অবশ্য অনার্সে পড়ার সময় বিয়ে করেছি, বলা ভালো বাবা করিয়েছে।
সমস্যা কিছু থাকলেও চলে যায়, কোনো কিছু আটকায় না।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৬

জমীরউদ্দীন মোল্লা বলেছেন: না ভাই টেনশন করছি না। নিজের ভাবনাটা লিখলাম আর কি।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৪

নতুন বলেছেন: ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৫০

লেখক বলেছেন: ধন্যবাদ। আমি বিবাদ পছন্দ করি না।


ভাই এতো দিন পরে এলেন। বিবাহ করতে পেরেছেন কি?

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ৯:১৪

জমীরউদ্দীন মোল্লা বলেছেন: জোর চেষ্টা চলছে। সব কিছু সেট। হয়ে যাবে সুন। ইনশা আল্লাহ্‌

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.