![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন ছিল রমজান মাস। যশোর জেলরোড জামে মসজিদে পাকিস্তান থেকে তাবলীগের একটি জামাত আসল।এলাকার লোকেরা তাদের আপ্যায়নের ব্যবস্হা করল।প্রথমে তাদেরকে কচুর শাক দেয়া হল।কচুর শাক দিয়ে খাওয়ার পর তাদের একজন প্রশ্ন করলঃআওর কুচ হ্যায়?
খাদেমদার হিসাবে যে ছিল সে পাকিস্তানি ভাষা বুঝত না।তাই সে আবার কচু দিল।
কিছুক্ষণ পর জামাতের ভায়েরা আবার প্রশ্ন করলঃআওর কুচ হ্যায়?
খাদেম আবার কচু দিল।এভাবে কয়েকবার কচু দিল।আর ভাবছিল,বারবার কচু চাচ্ছে !এত কচু কোথায় পাব?কোনদিন কচু খায়নি?নাকি?
হঠাৎ সেখানে পাকিস্তানি ভাষায় পারদর্শী এক লোক আসল।খাদেমের কর্মকান্ড দেখেতো হতবাক!
তাড়াহুড়া করে খাদেমকে বললঃএই মিয়া!তুমি এত কচু খাওয়াচ্ছ কেন?তোমাকে বলছে আওর কুচ হ্যায়? মানে,আর কি কিছু আছে?আর তুমি শুধু কচু খাওয়াচ্ছ!
খাদেমতো লজ্জায়....
২| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫০
মুহাই বলেছেন: শব্দ
৩| ২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৫:৫৩
জাম্মাম খাঁ বলেছেন: গল্পটি সত্য।আমি উপস্হত ছিলাম
৪| ২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৩০
ভারসাম্য বলেছেন: কচু!
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫০
জাম্মাম খাঁ বলেছেন: দয়া করে মন্তব্যে একটি শব্দ হলেও লিখুন