![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] http://twitter.com/janjabid জ্ঞানবুদ্ধি হওয়ার পর থেকেই জীবনকে গভীরভাবে দেখার করার চেষ্টা করছি। ৩০ বছর পার হওয়ার পর ইদানিং মনে হচ্ছে কিছু লিখি.....।
ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে ৪টা অপশন আছে- সিঙ্গেল, ম্যারিড, 'In a relationship' আর 'Its complicated'. ইদানিং হিমেশ রেশমিয়ার একটা ছবির প্রোমোতে এই ডায়ালগটা ('Its complicated') বার বার উঠে আসছে। খুব জানতে ইচ্ছে করে যারা এই স্ট্যাটাস লিখেন তারা এর মাধ্যমে আসলে কি বুঝাতে চান? চলুন আমরা নিজেরাই সম্ভাব্য কিছু থিউরি দাঁড় করাই-
'Its complicated' বলতে যা বুঝায়
"ডজন খানেক বান্ধবী নিয়া বিশাল এক নেটওয়ার্ক গইড়া তুলছি। 'সিঙ্গেল' কইলে তো আর পোষায়না ভাইজান.........."
"সামাজিকতা রক্ষার জন্য বিয়া একটা করছি কিন্তু 'ইয়ে দিল মাঙ্গে মোর'"
"ভার্চুয়াল জগতে সিঙ্গেল-ম্যারিড এগুলা আবার কি? তাছাড়া 'বিবাহিত' ট্যাগ দেখাইলে মাইয়াগো লগে 'টাল্টি বাল্টি' তো করা যাইবোনা"
পারলে আরো কিছু যোগ করেন..............
২৪ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
জানজাবিদ বলেছেন: ঘটনায় অনেক প্যাঁচ আছে, এত সোজা না।
২| ২৪ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
নি:সঙ্গ ঘুঘু বলেছেন: এইটার মানে যে আপনার কারো সাথে সম্পর্ক আছে কিন্তু সম্পর্ক টা ভালো যাচ্ছে না ... অনেক 'ঝামেলায়' এবং 'মনোবেদনায়' আছেন এই নিয়ে।
২৪ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
জানজাবিদ বলেছেন: সম্পর্ক থাকলেও বিয়া না করলে তো সিঙ্গেলই লেখা যায়।
৩| ২৪ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
কুয়াশায় ডাকা বলেছেন: এইটার মানে হইল... "আমি আপাতত এই ব্যাপারে কিছু কইতে চাইতাছি না..."
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২৯
জানজাবিদ বলেছেন: নিশ্চয়ই কোন না কোন ঘাপলা আছে।
৪| ২৪ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
জনৈক আরাফাত বলেছেন: ঘরকা না ঘাটকা সিচুয়েশন!
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩১
জানজাবিদ বলেছেন: হুমমমম........তা বলা যায়। সিঙ্গেল কেউ মনে হয় এই স্ট্যাটাস টা লেখে না। কারণ সিঙ্গেল মানেই তো 'আই অ্যাম ওপেন'।
৫| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৩
অমি রহমান পিয়াল বলেছেন: ডজন খানেক বান্ধবী নিয়া বিশাল এক নেটওয়ার্ক গইড়া তুলছি। 'সিঙ্গেল' কইলে তো আর পোষায়না ভাইজান.........."
আমার বউ আর আমি দুইজনই ফেসবুকে একই স্ট্যাটাস ঝুলাইছি। মানে ক্যাচাল চলতাছে। তয় একসময় ফেসবুকে অনেক লুলাইছি, এখন আর ভাল্লাগে না
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৩
জানজাবিদ বলেছেন: "মানে ক্যাচাল চলতাছে".............এইডা ভাল কইছেন। দেহি, অ্যাপ্লাই করা যায় কিনা।
ফেসবুকে লুলানোর লাইগা আরেকটা একাউন্ট খুলছিলাম কিন্তু কেন জানি উৎসাহ পাইলাম না। কয়দিন বাদে তো বিয়াই কইরা ফেললাম।
৬| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:২৬
নাজনীন১ বলেছেন: উহার মানে হইলো গিয়াঃ "আপাততঃ জামাইয়ের সাথে ঝগড়া আছে, নতুন কেউ আসতে চাইলে এখনি সুযোগ, নাইলে রাগ কমলে আবার কিন্তু জামাইর কাছে চইল্লা যামু।"
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৪
জানজাবিদ বলেছেন: আপনার ফেসবুকের আইডিটা কন, আমি তক্কে তক্কে থাকুম নে
৭| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৭
অলস ছেলে বলেছেন: এইটার মানে বললে আমারে ব্যান কৈরা দিবে।
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৫
জানজাবিদ বলেছেন: কে ব্যান করবো? মডু না বউ নাকি জিএফ?
৮| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১৭
ব্ল্যাক মামবা বলেছেন: বুলবুল আহমেদ পান্না বলেছেন: Its really complicated ..............
৯| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৯
জেরী বলেছেন:
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৩
জানজাবিদ বলেছেন: কেন জেরীপু? কি হইলো? টিভিতে দেখি হিমেশ বহুত কসরত কইরা এই ডায়ালগটা দেয়। তাই দেইখা আইডিয়া মাথায় আইলো, আর কিছু না।
১০| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৫
হাসান মাহবুব বলেছেন: এইটার মানে হৈতারে যে, অফার দিসি, মাগার অহনও হ্যাঁ না কিছু কৈতাসেনা। চ্রম টেনশায়িত।
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫১
জানজাবিদ বলেছেন: হে হে হে............মনে হয় নিজেই দিছিলেন এই স্ট্যাটাস।
অফার দিসি, মাগার অহনও হ্যাঁ না কিছু কৈতাসেনা। চ্রম টেনশায়িত
তবে অন্য কেউ চাইলে নতুন অফার দিতে পারেন, অহনো ফাইনাল কিছু হয় নাই।
১১| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৬
জেরী বলেছেন: রেডিওতে হিমেশরে ভালো লাগছে তো.....ভালো লাগার আর মানুষ পেলাম না দেখে মুখ বাঁকা করে রাখছি
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৪
জানজাবিদ বলেছেন: হিমেশরে ভাল লাগতো কখন জানেন? জিটিভির সারেগামা'তে যখন জাজ আছিলো ২০০৭ এর দিকে। তখনও ক্যাপ পড়া শুরু করে নাই। হাসিটা চমৎকার আছিলো (এখনো যে খুব খারাপ তা বলা যায়না)। কেন যে নায়ক হওয়ার খায়েশ চাপলো?
১২| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৭
জনৈক আরাফাত বলেছেন: আরেকটা হইতারে, ট্রায়াংগুলার প্রেমের রেকটেংগুলার কাহিনী চলতাছে!
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৪
জানজাবিদ বলেছেন: হে হে হে.........মজার হইছে
১৩| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫০
ইসানুর বলেছেন:
১৪| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: এইটার মানে হৈতারে যে, অফার দিসি, মাগার অহনও হ্যাঁ না কিছু কৈতাসেনা। চ্রম টেনশায়িত।
আমিও এক দম পরথম পরথম দিছিলাম!!! কেন দিছিলাম?
দেখলাম আর সিঙ্গল দিলে প্রেস্টিজ থাহে না!!!!
আবার ডাবল দিয়া তো মিথ্যা কইতে পারি না!
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৭
জানজাবিদ বলেছেন: দেখলাম আর সিঙ্গল দিলে প্রেস্টিজ থাহে না!!!!
আবার ডাবল দিয়া তো মিথ্যা কইতে পারি না!
হে হে হে............মনের কথা কইছেন।
১৫| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৪
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: মানে হইল........কাউরে ভালা পাই.............কিন্তু আমারে নজরে রাইখো........আগামীতে আমি তুমার দিকে নজর দিবার পারি.............
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৮
জানজাবিদ বলেছেন: একদম ঠিক, আমারে বাতিলের খাতায় ফেইলোনা। আমিও কিন্তু লাইনে আছি...........
১৬| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৭
সায়েম মুন বলেছেন: মানে হইতারে---ভাবতাছি কার দিকে যামু--হীরা, মণি, মুক্তা--না আমেনা, খোদেজা, মমেনা, ফুলবানু, শহরবানুর দিকে
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫০
জানজাবিদ বলেছেন: এইটাও ঠিক, কারে থুইয়া কারে লই।
নো কমিটমেন্ট, সো ইটস কম্প্লিকেটেড!
১৭| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৬
একরামুল হক শামীম বলেছেন: এনগেজড নামে আরেকটা অপশন আছে কিন্তু
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৯
জানজাবিদ বলেছেন: তাই নাকি? আমি তো বিয়া করার পর সেই যে ম্যারিড লেখছি, তার্পর আর কোন দিকে ভুলেও তাকাই নাই। কী জানি, যদি দেইখা ফালায়?
১৮| ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০০
অজানা এক পথিক বলেছেন: ছ্যাক খাইয়া এই স্ট্যাটাস দেয় পুলাপাইন। ভাব ধরা আর কি
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২০
জানজাবিদ বলেছেন: হুঁ, খারাপ কন নাই। ভাব ধরে, মানে আমারে বুঝা এত সহজ না। ভিত্রে অনেক কিসসা কাহিনী আছে।
১৯| ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০১
সব যদি আজ বদলে যেত বলেছেন: বুলবুল আহমেদ পান্না বলেছেন: Its really complicated ..............
২০| ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৫
শিবলী রহমান বলেছেন: আমার এলাকার বড় ভাই HSC 2nd year এ থাকতে হিন্দু এক আপুকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। ২০০৬ এ আপুটা মারা গেছেন। ভাইয়া এখন এন এস ইঊ তে এম বি এ করছেন। তার ফেসবুক রিলেশনশীপ স্ট্যাটাস এ লেখা Its complicated
আবার আমার এক দুস্ত বিবাহিত মহিলার লগে গভীর প্রেমে আবদ্ধ
, তার ফেসবুক রিলেশনশীপ স্ট্যাটাসএও লেখা Its complicated
তাই বেফারটা আসলেই complicated
ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে ৩টা অপশন আছে- সিঙ্গেল, ম্যারিড আর 'Its complicated'
অপশন কিন্তু আরেক খান আছে In a relationship
খিয়াল কইরা
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৬
জানজাবিদ বলেছেন: আহারে!!!!!!!! খালি ভুল ধরে
আইচ্ছা যান, ঠিক কইরা দিতাছি।
২১| ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৩১
শিবলী রহমান বলেছেন: অপশন কিন্তুক আরো তিনখান আছে.. engaged, widowed, in an open relationship
কিন্তুক মেজর অবশ্য ঐ চারটাই
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১৯
জানজাবিদ বলেছেন: তাহইলে তো হইলোই। আর কারেকশন করা পারুম না। :-&
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
বুলবুল আহমেদ পান্না বলেছেন: Its really complicated ..............