![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুল আলোচিত, প্রোরোচিত ও প্রতিক্ষিত ব্লগীও আড্ডা হতে যাচ্ছে আর মাত্র পাঁচ ঘন্টা পরে ধানমন্ডি লেকের পাশে রবীন্দ্র সরোবরে। ব্লগীও অনেক রথী, মাহারথীরা সেখানে উপস্থিত থাকবেন। আশা করা যায় অনেক মজা হবে সেখানে যা সকলে প্রত্যাশা করে। আর সেই মজা উপভোগ করার জন্য অনেকে অপেক্ষায় আছেন।
২০০৪-২০০৫ সালে আমি যখন রবীন্দ্র সরোবরে উত্তর পাশের বিল্ডিং এ অবস্থিত এক অফিসে চাকরী করতাম। সেই সুযোগে অফিসে বসেই জানালা দিয়ে রবীন্দ্র সরোবরের অনেক অনুষ্ঠান দেখা / শুনা হত, ভালও লাগত।
সেইসাথে আমার জীবনের স্মরনী কিছু ঘটনার মধ্যে ধানমন্ডি লেককে ঘিরে রয়েছে একটি। আমরা সকলে জানি লেকের ধারে অতি সুখী অনেক মানব / মানবী (প্রেমিক / প্রেমিকা) কে খুব নিবিড় ভাবে বসে থাকতে দেখা যায়। তারা সেখানে বসে মনের আনন্দে নিজেদের আবেগ অনুভুতি একে অন্যের সাথে আদান প্রদান করে।
সেই সময়ে প্রতিদিন অফিস শেষে মালিবাগে বাসায় ফিরতাম সন্ধ্যার দিকে। কোন দিন অফিস থেকে সোজা বাসায় ফিরতাম আবার কোনদিন নিউ মার্কেট / এলিফ্যান্ট রোডে কম্পিউটার মার্কেটে যেতাম। একদিন অফিস থেকে বের হয়ে মনে করলাম লেকের দক্ষিন পাশের ফুট ব্রিজ পার হয়ে সুধাসদনের পাশ দিয়ে এলিফ্যান্ট রোডে যাব। তো যেই ভাবা সেই কাজ, লেকের পাশ দিয়ে হেটে যাচ্ছি, এমন সময় দেখি এক জোড়া অতি সুখী ! প্রেমিকযুগল বসে আছে একে অন্যের বাহু বন্ধনে আবধ্য এবং সেইসাথে মেয়েটির ঠোঁট ছেলেটির ঠোঁটে। এটা হয়ত তেমন কোন ঘটনা নয় কিন্তু মেয়েটির মুখের অভিব্যক্তি আমার কাছে খুবই ভাল লেগেছে কয়েক সেকেন্ড সময়ের মধ্যে। অজান্তে অনেক জায়গায় অনেক চুম্বনের দৃশ্য চোখে পড়ে কিন্তু আমার চোখে ধানমন্ডি লেকের চুম্বনের দৃশ্য সেরা !!!!!!!!!!!!!!
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৬
জানপরী বলেছেন: দেখি রেকর্ড ভাংগে না কি। তবে সেই চুম্বন দৃশ্য মনে হলে ভাবি মানুষের কত আবেগ।
২| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: চিন্তা নাই..সকলের চোখে কালা কাপড় বাইন্দা দেয়া অইব..
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৮
জানপরী বলেছেন: আমরা আড্ডা টাকে রন্গিন করতে চাই। কালা কাপড় চলবে না।
৩| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৫
কাব্য বলেছেন: নিজেরডা নিয়া কবে লিখবেন ?
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৮
জানপরী বলেছেন: আমার টা না বলি।
৪| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৭
সামী মিয়াদাদ বলেছেন: আমি দেখছিলাম পুরানা আমলের ২ স্ট্রোক স্কুটারে, মহাখালী রেলগেইটের ট্রাফিক জ্যামে ২০০০ সালে। বেশ আবেগঘন দৃশ্য...খারাপ না
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৯
জানপরী বলেছেন: সত্যি !!!! মানুষের মনে আবেগের ঘনঘটা।
৫| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৮
নিরীহ মানুষ বলেছেন: পুরান দিন মনে পড়ে গো.................
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৯
জানপরী বলেছেন: ইস !
৬| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৮
মাটি ও মানুষ বলেছেন: খুক খুক . . .
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০০
জানপরী বলেছেন: কাশি কে?
৭| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০০
নির্ভয় নির্ঝর বলেছেন: জেমস ব্যানানার কমেন্টে ঝাজা!!!
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৫
জানপরী বলেছেন:
৮| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০০
ভিজামন বলেছেন: কোন ভিডিও ক্লিপ আছে ??
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০২
জানপরী বলেছেন: সে সময় তো এনালগ যুগ ছিল।
৯| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: কালা কাপড় শুধু চক্কে থাকব..
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০১
জানপরী বলেছেন: চক্কে তাকলে দেখুম কেমনে?
১০| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৫
অন্যরকম বলেছেন: আস্তাগফিরুল্লাহ.... ছেঃ ছেঃ ছেঃ.....
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৮
জানপরী বলেছেন: নাউজুবিল্লাহ !! লেখক কি মানুষ ?
১১| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৭
নক্ষত্রের কান্না বলেছেন: অফিস থেকে সোজা বাসায় নাbbbb bbfbf ফিরে ফুট ব্রিজ ধরে নিউ মার্কেট / এলিফ্যান্ট রোডে কম্পিউটার মার্কেটে কেন যেতেন বোঝা যাচ্ছে।
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১২
জানপরী বলেছেন: আপনার বুদ্ধি এত সুচারু !
১২| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১০
অন্যরকম বলেছেন: লেখক (জানপরীকে আমি লেখিকা মনে করতাম!!!) পুরায় অমানুষ!
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৬
জানপরী বলেছেন: আড্ডায় আসছেন তো ?
১৩| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৮
পথে-প্রান্তরে বলেছেন:
১৪| ০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৭
একরামুল হক শামীম বলেছেন: এইসবই দেখে বেড়ান ?
০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৩
জানপরী বলেছেন: রাস্তা দিয়া যাইতেছিলাম, চোখ পড়ছে কি আর করুম !
১৫| ০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫০
রাহুল বলেছেন: জাহাজ বাড়ির শেষ মাথায় নিয়োমিত শো হ্য়।ওখানে দর্শক কম পার্টিসিপেন্ট বেশি।
অন্যরকম বলেছেন: লেখক (জানপরীকে আমি লেখিকা মনে করতাম!!!) পুরায় অমানুষ!
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৬
লেখক বলেছেন: আড্ডায় আসছেন তো ?
......শানে নযূল বুঝিনাইক্কা।
০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৪
জানপরী বলেছেন: সব কিছুর শানে নযূল খুজতে নাই।
১৬| ০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫১
পারভেজ বলেছেন: শামীমের মন্তব্যে ঝাঁঝা
(ইয়ে ঝাঁঝা মানে কি?
)
০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৬
জানপরী বলেছেন: শামীম ঘুমের মধ্যে বলেছে। দেখেন কেমন করে নাড ডেকে ঘুমায়।
১৭| ০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৭
মুক্ত বয়ান বলেছেন: @পারভেজ ভাই: ঝাঁঝা না। শব্দটা হল জাঁঝা।
মূল ঘটনার লিংকু পরে দিতাছি।
০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৮
জানপরী বলেছেন: জাঁঝা !
১৮| ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৮
অলস ছেলে বলেছেন: এইখানে মনের আবেগের চাইতে হরমোনের ঠেলার ভুমিকা বেশি মনে হয়
০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৮
জানপরী বলেছেন: ওরে বাবা, আবার হরমন !
১৯| ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৫
মুহিব বলেছেন: গিয়েছিলেন গতকাল?
০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৬
জানপরী বলেছেন: আড্ডায় গিয়েছিলাম।
২০| ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৩
জুল ভার্ন বলেছেন: তোমাকে এতদিন যারা (ব্লগার)মেয়ে ভেবে চুমু খাবার পরিকল্পনা করেছিলেন-কাল তাদের সেই আশা তুমি গুড়ে বালি দিয়েছো!!!
০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৬
জানপরী বলেছেন: হায় হায় এটা কি কন বস !
২১| ০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৮
কাব্য বলেছেন:
২২| ০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫১
জানপরী বলেছেন:
২৩| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:২২
পুরাতন বলেছেন: আপ্নেরেও অ্যাডাইছি ......এখন খেলতারেন ......
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৮
জানপরী বলেছেন: কই অ্যাডাইছেন?
২৪| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:২৭
ঘাসফুল বলেছেন: অচ্লিল! অচ্লিল !!
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৯
জানপরী বলেছেন: অচ্লিল! অচ্লিল ??????????
২৫| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১০:২২
যীশূ বলেছেন: ছবি কই?
০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৫
জানপরী বলেছেন: ছবি মনে গেথে গেছে।
২৬| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৮
কালপুরুষ বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৯
জানপরী বলেছেন:
২৭| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৩
কালপুরুষ বলেছেন: পোস্টের শিরোনামটা মানুষকে কনফিউজড্ করবে। মনে করবে ব্লগীয় আডায় কোন চুম্বনের ঘটনা ঘটেছিল।
"ধানমন্ডির রবীন্দ্র সরোবরঃ আজকের আড্ডা ও অতীতে দেখা এক সেরা চুম্বন দৃশ্য"! - শিরোনামটা এভাবে দিলে মনে হয় ভাল হতো।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৯
জানপরী বলেছেন: দাদা, শিরোনামটা বদলে দিলাম।
পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।
২৮| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০১
অপরাজিতা ০০৭ বলেছেন: হায় হায় এরা করছে কি? সব আড্ডারে মাইনাস।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৪
জানপরী বলেছেন: দূর্ভাষী আপনাকে + দিয়ে দেবে। নেক্স টাইম দেখা হবে।
২৯| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৫
মুহিব বলেছেন: ভাইজান আসেন আমরা বাড্ডা এলাকায় একটা আড্ডা দেই।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৬
জানপরী বলেছেন: বাড্ডায় আড্ডা !! জটিল বলেছেন।
ডাক দিয়েন। তবে আগামী শুক্র, শনি ও রবিবার ঢাকায় থাকব না। অন্য যে কোন দিন।
৩০| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
রথে চেপে এলাম বলেছেন: আড্ডা শেষে কিছু পাইছেন???
৩১| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
জানপরী বলেছেন: আড্ডায় অনেক কিছু পেয়েছি। আপনাদের কথা / দেখা/ আড্ডা।
৩২| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৮
অন্ধ দাঁড়কাক বলেছেন: রবীন্দ্র সরোবর খুবি খারাপ জায়গা
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০২
জানপরী বলেছেন: আসলেই রবীন্দ্র সরোবর খারাপ জায়গা। তবে কারো কারো জন্য খুব ভাল জায়গা।
৩৩| ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৬
নকীবুল বারী বলেছেন: ঘনবসতীপূর্ণ দেশ। বস্তীগুলা মুলিবাশের এপার ওপারে সেক্স করতে হয়.......দুই রুমের খুপরিতে বা-মা-এর সাথে বউ কে নিয়ে থাকতে হয়..........সো এইগুলা ব্যাপার নাহ... চুম্মাচুম্মি গনতান্ত্রিক অধিকার।
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৮
জানপরী বলেছেন: চুম্মাচুম্মি গনতান্ত্রিক অধিকার !?!
৩৪| ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২২
আবু সালেহ বলেছেন:
আপনি কি এইসব দেখে বেড়ান???...এখনও???
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
জানপরী বলেছেন: দেখি না। তবে সেদিন গাড়ীর মধ্যে দেখলাম কি যেন করছে ???? চুমাচুমি !!
৩৫| ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩২
পাপতাড়ুয়া বলেছেন: আমি একবার বহদ্দারহাট মোড়ে দেখলাম কার এ।জ্যাম।মানুষ হা করে তাকিয়ে আছে।অথচ ওদের কোন খেয়াল নেই।
চুম্বন ব্যক্তিগত আবেগের প্রকাশ।নান্দনিক।কিন্তু সেটা প্রকাশ্যে হলে কত টা নান্দনিক থাকে??
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
জানপরী বলেছেন: ঠিক তাই।
৩৬| ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
তাজা কলম বলেছেন:
আমার ফান পোষ্টে আপনাকে আমন্ত্রণ।
Click This Link
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
জানপরী বলেছেন: মন্তব্য করেছি। এবং আরও নাটক দেখার অপেক্ষায় !!!!
৩৭| ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
জানপরী বলেছেন: বলেছি - নেক্স টাইম.............................।
৩৮| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০০
ভুরিদত্ত বলেছেন: এখানে ভয়ার্দের বিনা সুদে ঋণ দেওয়া হয়।
১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৫
জানপরী বলেছেন: ভয়ার্দ কি ????
৩৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৬
রাজিব খান০০৭ বলেছেন: ফুডু কৈ
০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:১১
জানপরী বলেছেন: ফুডু নাই।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫২
চাচামিঞা বলেছেন: আজকেও কি এমন কিছু আশা করছেন নাকি