নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে...............

জানতেএলাম

সত্যের সন্ধানে...............

জানতেএলাম › বিস্তারিত পোস্টঃ

প্রচলিত ছয় উছূল ভিত্তিক চিল্লাওয়ালা তাবলীগ জামাতীদের কথিত শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়ার ‘আলিমদের বর্তমানে জাহিলদের আমীর নিযুক্তকরণ” এই ভ্রান্ত আক্বীদা জায়িযকরণের মিথ্যা অপচেষ্টার শরীয়তসম্মত সঠিক জবাব (১)

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

‘আলিমদের বর্তমানে জাহিলদের আমীর নিযুক্তকরণ’ প্রচলিত ছয় উছূল ভিত্তিক চিল্লাওয়ালা তাবলীগ জামাতীদের কথিত শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়ার এই আক্বীদা সঠিক কিনা এবং এই আক্বীদাকে সঠিক প্রমাণ করার জন্য যে দলীল পেশ করেছে তা বিশ্বাস করলে কোন মুসলমানের ঈমান ঠিক থাকবে কিনা অথবা মুরতাদ হয়ে যাবে কিনা তা প্রত্যেক মুসলমানের গভীরভাবে চিন্তা-ফিকির করা অবশ্যই অবশ্যই ফরযের অন্তর্ভুক্ত। স্মরণীয় যে, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি-এর নিকট কুরআন শরীফ-এ বর্ণিত ‘একমাত্র আলিমগণই আল্লাহ পাককে ভয় করেন’ এর ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘যাঁর যত বেশি আল্লাহ পাক-এর প্রতি ভীতি রয়েছে, তিনি তত বড় আলিম।’ হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “যে ব্যক্তি একজন আলিমকে সম্মান করলো সে যেন ৭০ জন হযরত নবী আলাইহিমুস্ সালামকে সম্মান করলো।” (সুবহানাল্লাহ) আরো ইরশাদ হয়েছে, “যে ব্যক্তি কোন হক্কানী আলিম তথা আল্লাহ পাক-এর ওলীকে দেখল, সে যেন হযরত নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখল। আর যে হযরত নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখল সে যেন আল্লাহ পাককে দেখলো। আর যে আল্লাহ পাককে দেখলো, আল্লাহ পাক তার সমস্ত গুনাহখতা ক্ষমা করে দিবেন।” সুবহানাল্লাহ! যাঁকে দেখলে গুনাহখতা ক্ষমা হয়, তাঁর মর্তবা-মর্যাদা কত তা বর্ণনা করা কঠিন ব্যাপার।

একজন সাধারণ মুসলমানও খুব ভালভাবেই জানেন যে, একজন আলিম (জ্ঞানী)-এর সম্পূর্ণ বিপরীত হচ্ছে একজন জাহিল (মূর্খ)। আলিমদের শূন্য স্থান কখনো কোন অবস্থাতেই জাহিলদের দ্বারা পূরণ করা সম্ভব নয়, এ কথাও একজন সাধারণ মুসলমানের খুব ভালভাবেই জানা আছে। অথচ প্রচলিত ছয় উছূল ভিত্তিক চিল্লাওয়ালা তাবলীগ জামাতীদের কথিত শাইখুল হাদীছ মাওলানা যাকারিয়া ‘আলিমদের বর্তমানে জাহিলদের আমীর নিযুক্তকরণ’ এই ভ্রান্ত আক্বীদাটি সঠিক প্রমাণ করার জন্য তার লিখিত ‘তাবলীগ জামাতের সমালোচনা ও জবাব’ (অনুবাদ: মাওলানা সাঈদ আল মিসবাহ: পৃষ্ঠা- ৪৭, ৪৯) বইতে যে যুক্তির অবতারণা করেছে তা সম্পূর্ণরূপেই হারাম-নাজায়িয। মাওলানা যাকারিয়ার লিখিত ভাষ্যানুযায়ী যে বিষয়গুলো প্রকাশিত হয়েছে তা হলো- ১. আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুত্তম কাজ করেছেন। নাঊযুবিল্লাহ! কেননা হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত উসামা বিন যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে বিভিন্ন বাহিনীর আমীর নিযুক্ত করেছিলেন। মাওলানা যাকারিয়ার লিখিত ভাষ্যানুযায়ী হযরত উসামা বিন যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু অনুত্তম (জাহিল) ছাহাবী ছিলেন। নাঊযুবিল্লাহ! যেমন, হযরত উসামা বিন যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবু উবায়দাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত কায়েস বিন সা’আদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা অনুত্তম (জাহিল) ছিলেন। নাঊযুবিল্লাহ! ৩. হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমদের ভিতরে কতক ছাহাবী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সমালোচক ছিলেন। নাঊযুবিল্লাহ! ৪. এবং হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক হযরত উসামা বিন যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে আমীর নিযুক্তকরণের বিষয়ে কতক ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম আপত্তি করেছেন। নাঊযুবিল্লাহ!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

শার্ক বলেছেন: your references are wrong and stupid. nothing accepted with exact reference. i agree that tbl is on the wrong path and all other pir followers are following shirik.

২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪১

অাতিক বলেছেন: আপনার একটা কথাও ঠিক না। বিষয় টা আপনি যে ভাবে ব্যাখ্যা করছেন তা ঐই ভাবে না। ওখানে উনি ওই সাহাবীকে যাহেল বলেন নাই। উনি বুঝাতে চেয়েছেন কখন ও কখনও হুযুর(সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) জামাতে অধিক উপযুক্ত ব্যাক্তির পরিবর্তে তার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিকে আমীর বানিয়েছেন। সেই হিসাবে হয়ত আলেম রা অধিক উপযুক্ত তার মানে এই না আলেমকেই আমীর বানাতে হবে। অনেক সময় দেখা যায় যারা আলেম পাশ করেন নাই তারা তাবলীগ সম্পর্কে অনেক আলেমের চাইতে বেশি জ্ঞান রাখে। আমি অনেক আলেম দেখেছি যারা বয়ান ও ঠিক মত করতে পারে না। যদিও তারা মাসআলা অনেক বেশি জানেন তারপরও এই সমস্ত ক্ষেত্রে আলেমের পরিবর্তে যিনি আলেম পাশ করেন নাই তাদের আমীর বানানো হয়।

৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৪

অাতিক বলেছেন: আর আপনার হাদীস গুলোর রেফারেন্স কি? এমন হাদীস ত আমার বাপের জনমেও কেউ দেখছে কিনা সন্দেহ আছে

৪| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: ‘তাবলীগ জামাতের সমালোচনা ও জবাব' বইটা তাবলীগের কোণ মুরুব্বী পাঠ্য হিসেবে চালূ করেছেন ???



এবং , আপনি খালি নেট এ পোস্ট পড়া ছাড়া 'আলেমদের কাছে গিয়ে কয়বার এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ??


আপনি কোন দল করেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.