![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তপিপাসু, ক্ষমতাপ্রিয় ও সম্পদখেকো অমানুষদের হাত থেকে আমাদের দেশীয় রাজনীতিকে মুক্ত করতে হবে, এছাড়া ভিন্ন কোন পথ নেই । ভিনগ্রহের কেউ এসে আমাদের রাজনীতিকে কলুষমুক্ত করবে তা ভাবাই বোকামি, এ পদক্ষেপ আমাদের বাংলাদেশী নাগরিকদেরই নিতে হবে - যদি আমরা শান্তি ও সমৃদ্ধি চাই । শান্তি কেউ এনে দেয় না । আপনি যদি না চান,শান্তির জন্যে প্রয়োজনীয় শ্রম ব্যয় না করেন, পদক্ষেপ না নেন - হুঠ করে আপনার দরোজায় এসে শান্তি কড়া নাড়বে না । নাগরিক হিসেবে দীর্ঘকাল দায়িত্বের অবহেলা, সামাজিক সচেতনতা, ঐক্যের অভাব এবং দূর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা না নেয়ার জন্যেও আমাদের রাষ্ট্রে আজ এই অচলাবস্হা, সীমাহীন জনদূর্ভোগ ও অশান্তি । যদি নিজে শান্তিতে থাকতে চান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি ও সমৃদ্ধির পথ উন্মুক্ত রাখতে চান - তাহলে আসুন চিন্তিত হই আমার/আপনার করণীয় নিয়ে এবং ন্যায়সঙ্গত সাহসী পদক্ষেপ গ্রহণ করি ।
০১ লা মে, ২০১৪ দুপুর ১২:৫১
জাহাঙ্গীর আকবর শাকিল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
চয়ন বলেছেন: নাইস্।