![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রধান দুটি রাজনৈতিক দলের স্বেচ্ছাচারিতা, একগুয়েমি, দূর্নীতি, অগণতাণ্ত্রিক আচরণ, জনমতের প্রতি অশ্রদ্ধা, পাল্টাপাল্টি অশ্লীল বক্তব্য রাষ্ট্রকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে । বিএনপির সংসদ বর্জনের রাজনীতি মানুষ যেমন প্রত্যাখান করেছে, তেমনি বর্তমান প্রেক্ষাপটে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে জনমানুষের তত্তাবধায়ক সরকারের/সর্বদলীয় সরকারের (সত্যিকারের) দাবীর প্রতি আওয়ামী লীগের অনীহা সবাইকে ক্ষুদ্ধ করছে । দুটি রাজনৈতিক দল দেশ, দেশের মানুষ ও সমস্ত প্রতিষ্ঠানকে দুটি শিবিরে বিভক্ত করার অপচেষ্টায় লিপ্ত । জনবিমুখ, সাংঘর্ষিক রাজনীতিতে আর কতোকাল আমরা বলির পাঁঠা হবো ?
২| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২
মো ঃ আবু সাঈদ বলেছেন: যতদিন এই সিস্টেম বহাল থাকে
৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: যতদিন আমরা দুইকে এক চোখে দেখব?!
একসাতে দুই কখনো সত্য হয়না।
যে কোন একটি সত্য!
তারমানে অন্যটি মিথ্যা!
এখন মিথ্যা শক্তিশালী ভেবে আপনি যদিও সত্যকেও জড়িয়ে মিনমিনে বলেন-তবে আপনিও তার অংশ!
তাই যে কোন একটিকে বেছে নিতে হবে। সত্যকে সত্য বলতে হবে।
সরকারের একগুয়েমির প্রতিক্রিয়ায় বিরোধীর আন্দোলনকে যদি গুলিয়ে ফেলেন!
প্রতিষ্ঠিত বিধানকে কেবলই বালখীল্যতায় বাদ করাকে যদি কিছূ বলতে না পারেন!
সংবিধান সংবিধান করে তা নিয়ে ছিনিমিনি খেলা নিয়ে যদি টু শব্দ না করতে পারেন-
তো নিরব থাকাই ভাল।
কারণ মিথ্যা এভং অন্যায়ের প্রতিবাদতো কাউকে না কাউকে করতেই হবে।
আর যখন আপনাদে গুম, খুন, জেল অবরুদ্ধ করে রাখবে- তখন এসি রুমের সুশীলতায় বললে কি হবে- আহ বিরোধী দল দেশটারে শেষ করে দিল!!!
শেষের শুরুটা কে করল- তা বলা বুকের পাটা যেদিন হবে- সেদিনই মুক্তি পাবেন। নইলে- বলির পাঠাই সার!
০১ লা মে, ২০১৪ দুপুর ১২:৫০
জাহাঙ্গীর আকবর শাকিল বলেছেন: প্রধান দুটি রাজনৈতিক দলের চরিত্র এমন অবস্থায় পৌছেছে সেখান থেকে যে কোন ১টিকে আলাদা করে ভাল বলা কি আদৌ সম্ভব ? তাদের সমসাময়িক কর্ম/ কর্মসূচী শুধু নয়, ক্ষমতায় তাদের বর্তমান ও অতীত শাসনকালে খুব বেশী পার্থক্য আছে বলে আমার মনে হয় নি ।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯
উড়োজাহাজ বলেছেন: যতদিন এই সিস্টেম বহাল থাকে।