![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনাতে ভেসে আমি পথের শেষে ঘুরি
হৃদয় মাঝে আঁকা - স্বপ্ন করি ফেরি
ইচ্ছেমালার প্রয়োগ ঘটাই আপন কক্ষপথে
বাস্তবতা মুচকি হাসে জরাজীর্ণ রথে
প্রচলিত নিয়ম ভেঙে নূতন নিয়ম গড়ি
সত্য বোঝাই স্বপ্নতরী, নিয়ে সাগর পাড়ি
কল্পনাতে ডুবে থেকে ভবিষ্যত্টা বুনি
পথের শেষেও পথ আছে ক-জনে তা জানি
©somewhere in net ltd.