![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যস্মিন দেশে যদাচার
খুন,অপহরণ,গুম একাকার
মানুষ এখানে সব'চে সস্তা
জংলায়-নদীতে লাশের বস্তা
মানুষ মারো,মানুষ মারো
মানবাধিকার চুলায় পুড়ো
রাজার পেয়াদা প্রশ্রয়দাতা
বিচার করে - কোন সে নেতা
আইনের শাসন গোল্লায় যাক
সমাজপতির চেয়ার থাক্ ।
ঘুমিয়ে যদি থাকিস মানুষ
লাশ হয়ে ফিরবি জানিস
দাবী করিস মানুষ যদি
চিৎকার করে জানান দে ..
চিৎকার করে জানান দে ...
চিৎকার করে জানান দে ....
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৪ দুপুর ১২:৩৯
বাংলার নেতা বলেছেন: প্রতিবাদী কবিতা। দারুন হইছে...! +++++++++++++++++++