![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু পরামর্শ চাই .. পারফিউম, বডি স্প্রে কোনটার ঘ্রাণ বেশি ছড়ায় ?
আমার এমন একটা ফ্লেভার দরকার যেটা ঘ্রাণ অনেক ছড়াবে এবং দীর্ঘ সময় থাকবে , মানে আমি কোথাও গেলে যাতে আমার উপস্থিতি বোঝা যায় ঘ্রাণ এর মাধ্যমে।
প্লিজ কারো জানা থাকলে একটু নাম আর দামটা বলেন
বাজেট কম
১০০০ টাকার মধ্যে
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫
জাতীয়বার্তা বলেছেন: ধন্যবাদ, আমি যেমনটা চাই তেমন কোন বডি স্প্রে নাম জানা আছে কি ?
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯
পদ্ম (কমল দাস) বলেছেন:
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪
শ্রাবণ জল বলেছেন: হা হা
আপনার লেখা পড়ে হাসি পেল!
যা হোক- আপনি ছেলে সম্ভবত। ব্লু ইউজ করে দেখতে পারেন। স্মেল কতক্ষণ থাকে তা বলতে পারবোনা। তবে আলাদা উপস্থিতি বোঝানো যাবে মনে হয়।
৮৫০/৯০০ এর ভেতর পাওয়া যাবে, যতটা জানি।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮
জাতীয়বার্তা বলেছেন: হাইসেননা ভাই ... হ্যা ছেলে
বাট যদি বেশিক্ষন না থাকে তাহলে তো হবেনা
৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
পরিযায়ী বলেছেন: Set Wet Zatak..
Very Very Sexy!!
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮
জাতীয়বার্তা বলেছেন: ভাইরে দাম তো কইলেন না??
৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪২
মেফতাহুল সাগর বলেছেন: ফগ ইউজ করি, ভালৈ লাগে।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৬
জাতীয়বার্তা বলেছেন: আপনাকে ধন্যবাদ,
ফগ আমি ইউজ করছি বাট ঘ্রাণটা খুব বেশিক্ষন থাকেনা
৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭
মেফতাহুল সাগর বলেছেন: একটি ব্লগীয় জরিপ : আপনারা কে কোন ব্র্যাণ্ডের পারফিউম ব্যবহার করেন?
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৩
জাতীয়বার্তা বলেছেন: এটা অনেক আগেই দেখছি জরিপ দিয়া কাম হইবোনা ভাই আমি যেমন চাই তেমন পাইতে হইবো
৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০
আন্ধার রাত বলেছেন: Per fume "Jaguar" ব্যবহার করেন বেশি সময় সুবাস থাকবে।
দাম ১২০০/১৩০০ টাকা হতে পারে। এর সুবাসে সব ইয়েরা আপনার পিছ ছাড়বে না।
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১
জাতীয়বার্তা বলেছেন: কি কন মাথা তো পুরা নষ্ট......
৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০
নীল সুমন বলেছেন: ভাই আতর লাগান.... বহুক্ষন থাকে।
বেলি আতর: ৫০ টাকা! সৌদি আতরের দাম একটু বেশি।
প্রাপ্তিস্থান: বাসের মধ্যে ফেরওয়ালা।
৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
বাকপটু বলেছেন: নীল সুমন বলেছেন: ভাই আতর লাগান.... বহুক্ষন থাকে।
বেলি আতর: ৫০ টাকা! সৌদি আতরের দাম একটু বেশি।
প্রাপ্তিস্থান: বাসের মধ্যে ফেরওয়ালা
আমি যতদূর জানি পারফিউম ভালা।তবে আমি তেমন কিছুই ব্যবহার করি না
royal mirage sport use করতে পারেন।দাম বেশি না।তবে কতক্ষণ গন্ধ থাকে তা জানিনা।আর আন্ধার ভাই যা কইল তাহা সইত্য হলে ঐটাই কিনেন
পোস্ট পর্যবেক্ষণে
১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২
মতিচূর বলেছেন: জিনজার লাগাইবার পারেন ...
এমন কড়া স্মেল সার্ফ এক্ষ্কেল দিয়া দুই দিন
ভিজাইয়া রাখলেও যাইবো কিনা সন্দেহ আছে.......
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭
জাতীয়বার্তা বলেছেন: ধন্যবাদ
১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
সায়মন এ শুভ বলেছেন: একটু দামী পারফিউম ব্যবহার করুন...।
Click This Link
এখানে দেখতে পারেন। বসুন্ধরা সিটি তে পাবেন।
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭
জাতীয়বার্তা বলেছেন: ধন্যবাদ
১২| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২২
সাদা রং- বলেছেন: গাড়িতে মাঝে মাঝে এক হুজুর ছোট বোতলের মধ্যে একটা সেন্ট বিক্রি করে এটা আপনি যে রকম খুজছেন একদম সেই রকম, এক সপ্তাহ সুগন্ধ থাকবে যদি জামা না ওয়াস করেন।
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭
জাতীয়বার্তা বলেছেন: বালা বুদ্ধি
১৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫
নক্শী কাঁথার মাঠ বলেছেন: গন্ধ বেশি বা বেশি চড়া হয়ে গেলে লোকে ক্ষ্যাত মনে করবে আপনাকে... যত দামী পারফিউম দেখবেন সবগুলোর গন্ধই দেখবেন খুবই হালকা, সস্তা পারফিউমের গন্ধ থাকে বেশি।
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪
জাতীয়বার্তা বলেছেন: খুব কড়া তো চাচ্ছিনা
১৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: এই চাহিদা মেটানোর মত এরোসল ছাড়া আর তো কোনো অপশন দেখতাছিনা......
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫
জাতীয়বার্তা বলেছেন: এরোসল মাইরা কখনো টেস্টিং করছেন??
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বডি স্প্রে।