নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভীষণ রকমের হিসেবী কিন্তু কিপ্টা না, সময় বদলায়, মানুষ বদলায় কিন্তু আমি বদলাই না। প্রেম, পাপ, সফলতা ও মৃত্যু এবং অন্যের সংসার নিয়ে ক্যান জানি আমার ব্যাপক চিন্তা হয়।

জাতীয় কতৃপক্ষ

আমার দেখা নিষেধ, আমার কিছু করা নিষেধ, আমার কিছু বলাও নিষেধ! তবে আমি নাকি শুধু শুনতে পারবো! এটা কি শান্তি? নাকি শাস্তি?

জাতীয় কতৃপক্ষ › বিস্তারিত পোস্টঃ

সন্ত্রাসী ও জঙ্গীদের কোন ধর্ম হয় না।

০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:০৩

বাসায় সাধারনত জ্যান্ত মুরগি আনলে আমি কখনো জবাই করতে চাইনা..... গলা কেটে রক্তাত মুরগির অসহায় ছটফট গুলো দুচোখে দেখা বেশ কষ্ট। আচ্ছা, যারা সেদিন ২০ টা জ্যান্ত মানুষকে গলা কেটে কেটে জবাই করলো..... তাদের কি একটু্ও হাত কাঁপেনি??? রক্তের বন্যা আর বাঁচার আকুতিগুলো শুনে একবারও কি একটু মায়া হয়নি??? সিঁড়ির ধারে, টেবিলের নিচে রক্তে ভেজা টাইলসে লাশগুলো স্তুপ করে রাখার পরে তাদের কি একটুও ভয় করেনি????
.
একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, গুলশানে যারা হামলা করেছিল তাদের কেউই কিন্তু মাদ্রাসা বা কোন ইসলামিক ইন্সটিটিউট এর ছাএ না..... প্রায় সবাই হলো হাই সোসাইটির ইংলিশ মিডিয়াম নয়তো ভার্সিটিতে পড়া আপডেটেড জেনারেশন....... তারা যে খুব ধর্মভীরু টাইপের এমনটাও না। কিন্তু একদল লোক তাদের ইসলামের ভুল ব্যাখ্যায় এমনভাবে ব্রেইনওয়াশ করেছে যে এই ছেলেগুলা এতগুলা মানুষকে জবাই করছে ঠিক মুরগির মতো গলা কেটে কেটে...... ভাবা যায়????
.
আমাদের মাঝেই কিছু লোকের ধারনা এমন যে জঙ্গি মানের দাঁড়ি টুপিওয়ালা আলখাল্লা টাইপের লোকজন। বাট গুলশানের কথা আমাদের মনে করিয়ে দেয় সন্ত্রাসীদের কোন ভাষা নেই, বেশ নেই, নেই কোন ধর্ম। ইসলামে কোনদিনও জঙ্গিবাদের কোন জায়গা নাই। ইসলাম মানেই শান্তি, মুসলিম মানেই হচ্ছে একে অন্যকে দ্বীনের দাওয়াত দিবে। যারা ইসলামের দোহাই দিয়ে মানুষ হত্যা করে, তারা কাফেরের চাইতেও বেশী অধম !!!
.
আমার খুব আফসোস হয় ওই নির্বাস, সমীর কিংবা মিনহাজ দের বাবা-মার কথা ভেবে। তাদের অনুভূতি কেমন হয় যখন দেখেন তাদের ছেলেই এতগুলো মানুষকে জিম্মি করে জবাই দিয়ে নিজে মরে পড়ে আছে......... তাদের কাছে কি নিজেদের সান্ত্বনা দেবার কোন ভাষা আছে??? তারা সমাজে কি বলবে..... কেমনে নিজের মনকে বোঝাবে আমি জানিনা....আমার খুব ভয় হয় কেননা তাদের ছেলেরাও হয়তো আমাদের মতোই ভাত খেত, খুশিতে হাসতো, কষ্টে কাঁদতো, হয়তো আমাদের মতোই স্বপ্ন দেখা মানুষ ছিলো, আমাদের পাশেই ছিলো। কিন্তু তাদের হাতে বন্দুক তুলে কি বুঝিয়ে কতটা ব্রেইনওয়াশ করা হয়েছিল ভাবা যায়????
.
সবশেষে একটা কথা বলি, মদ খাবার আগে বিসমিল্লাহ বললে সেটা যেমন হালাল হবেনা...... তেমনি মানুষ জবাইয়ের আগে যারা আল্লাহু আকবার বলে তারাও কোন মুসলিম হতে পারেনা.....

Terrorist has no Religion.... Mind it

কার্টেসিঃ নূর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.