![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দেখা নিষেধ, আমার কিছু করা নিষেধ, আমার কিছু বলাও নিষেধ! তবে আমি নাকি শুধু শুনতে পারবো! এটা কি শান্তি? নাকি শাস্তি?
আজ বহু দেশেই ঈদ পালিত হচ্ছে। আগামীকাল বাংলাদেশে ঈদ।
সকলের প্রতি রইলো ঈদের শুভেচ্ছা। সকলে খুব বেশী ভালো থাকুন, নিরাপদে থাকুন। বাংলাদেশ অশান্ত, অস্থির এবং বিপর্যস্ত এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। এখন সব হিংসা-দ্বেষ, রেষারেষি এবং বিভেদ-বিভাজন ভুলে আমাদের সকলের একসাথে হাতে হাত আর কাঁধে কাঁধ রেখে চলার সময়।
আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। বহু ত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই বাঙালি বাংলাদেশি স্বত্বাকে অর্জন করেছি। বাঙালি হিংসাকে ঘৃণা করে। বাঙালি অপঘাতে অপমৃত্যু ঘটানো জঙ্গি সন্ত্রাসী দানবদের ঘৃণা করে। যারযার অবস্থান থেকে এইসব দানবীয় মাংসপিণ্ডগুলিকে শেকড়বাকড় সহ উপড়ে ফেলার জন্য আসুন আজ অঙ্গীকারবদ্ধ হই।
বাংলাদেশ আমাদের মা। মাকে রক্ষা করা প্রতিটি সন্তানের দায়িত্ব। মায়ের কাছে জন্মের ঋণ পরিশোধের এখনি মোক্ষম সময়। মা বাঁচলেই আমরা বাঁচবো।
সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন।
ভালো থাকুক আমাদের দেশ মা!
ঈদ মোবারক.......
০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৯
জাতীয় কতৃপক্ষ বলেছেন: লাচ্ছি সেমাই আর সাথে কাচ্চি বিরিয়ানির দাওয়াত রইলো
২| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভার্চুয়াল দাোয়াতে সুবিধাই আছে খরচার ঝামেলা নাই
কৃতজ্ঞতা দাওয়াতে
০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৩
জাতীয় কতৃপক্ষ বলেছেন: আসেন শেয়ারে খাই
৩| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ
আপনি খান। খাবার সময় নামটা স্মরণ করে নিয়েন তাতেই চলবে
০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩১
জাতীয় কতৃপক্ষ বলেছেন: লুল ভাই, উকে
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক