![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।
সাধারণ মানুষের জন্য খুবই খারাপ খবর । অন্তত আমার জন্য অবশ্যই এটা একটা খারাপ খবর।
ব্যাংকে মানুষ টাকা রাখে নিরাপত্তার জন্য । সামান্য কিছু লাভের আশা ও থাকে।
আমরা অনেকেই জানি, ব্যাংক থেকে সাধারণ মানুষের টাকা ঋণ আকারে তুলে নিয়ে যায় সমাজের বড় বড় রাঘববোয়ালরা । তারা সেই টাকা আর ফেরত দেয় না । ফলে ব্যাংকে জলে লালবাতি।
শুনতে পেলাম, এখন এটাকে আবার বৈধ করে আইন করা হচ্ছে। আপনি ব্যাংকে ১০ লাখ টাকা রাখলেও রাঘববোয়ালরা যখন ঋণ খেলাপি হয়ে ব্যাংকে লাল বাতি জ্বালিয়ে দিবে তখন আপনি ব্যাংকে ১০ লাখ টাকা জমা রাখলে ও ফেরত পাবেন মাত্র এক লাখ। বাকি ৯ লাখ আক্কেল সেলামি হিসেবে রাঘব-বোয়ালেরা খেয়ে নিবে ।
সাধারণ মানুষ এটাকে নিয়ে কি ভাবছেন এ বিষয়ে ব্লগার রাজীব নূর একটা পোস্ট দিতেই পারেন।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
এর থেকে বাঁচার উপায় হলো, সমবায় করে, সমবায়ের নিজস্ব 'ক্রেডিট ইউনিয়ন' খোলা।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সরকারের ইচ্ছায় বাদ সাধার উপায় নেই। তাই আজ থেকে ব্যাংকে এক লাখের উপরে টাকা রাখার চিন্তা বাদ। টাকা বেশি থাকলে জমিটমি কিনে ফেলুন তাড়াতাড়ি।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৭
ঊণকৌটী বলেছেন: ইন্ডিয়াতে 2019 শে এই ঘোষণা এসছে, খুবই অবাক হয়েছিলাম পরে শুনলাম এইটা নাকি অনেক বছর আগের নিয়ম, অনেকেই হয়তো জানত কিন্ত আমপাবলিক জানত না। এই বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে মিনিমাম 5 লাখ টাকা মিলবে। মনে হয় সরকার চাইছে টাকা না জমিয়ে অলস টাকা বাজারে খাটুক । ইন্ডিয়াতে কোন মানুষ এখন টাকা লগ্নি করতে চাইছেনা খুবই সতর্ক ভাবে পরিস্তিতীর উপর নজর রাকছে ,দেকা যাক কী হয়। বাজার একদম থম মেরে আছে। বয়স্ক দের বলব বাজারে টাকা ইনভেস্ট করলেও রিস্ক থাকবে, তাই টাকা এমন ব্যাঙ্কে রাখুন যেখানে কম ইনটারেস্ট পেলেও টাকা সুরিক্ষত থাকবে।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: ১০ লাখ টাকা রাখলেও ফেরত পাবেন মাত্র ১ লাখ এই কথাটা গুজব।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৪
ঊণকৌটী বলেছেন: দাদা আমদের দেশে দশ কোটি রাখলেও আগে ছিল 1 লাখ টাকা, কিন্তু সত্যি বলতে কী কিছুই জানতাম না। এখন এই সরকারের আমলে এই জিনিস টা প্রকাশ পেয়েছে। আপনাদের ঐখানে কী হচ্চে জানিনা কিন্ত বাস্ত্যব সত্যি এইটাই।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫৬
নতুন বলেছেন: এইরকমের আইন বিশ্বের সব দেশেই আছে তবে টাকার পরিমান ভিন্ন।
এটা নতুন কিছু না। এটা শুধুই আমাদের দেশেে জনগনের জন্য না।
এই জন্য ব্যাংকের বিষয়ে খোজ খবর নিয়ে টাকা বিনিয়গ করতে হবে।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:২৯
কালো যাদুকর বলেছেন: গুজব না @রাজীব নুর ।
এরকম হলে মুসকিল। আর্থিক ক্ষতি থেকে বাচার উপায় হতে পারে, প্যাসিভ ইনভেসটমেনট করা।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
নেওয়াজ আলি বলেছেন: চিন্তায় আছি ভাই। কোথায় রাখবে টাকা আমজনতা।