![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ পৃথিবীতে আপন ও পর বলিয়া কিছু নাই। যাহা তোমার তাহা আমার ও।
আজকাল এই ব্লগের আবহাওয়া মোটেই ভালো লাগছে না। অধিকাংশ ব্লগার কে দেখছি মনের যন্ত্রনায় কাতর হয়ে বিভিন্ন পোষ্ট দিচ্ছে। তাতে করে মনে হচ্ছে উনাগো মনে ভাইরাস ধরছে।
উনাগো কতা আর কি কমু একদিকে দ্রব্য মূল্যের উদ্ধ গতি আর অন্য দিকে
লোডশেডিং, পানির কষ্ট ও গ্রীষ্মের তাপদাহ।
ঠিক যেন মরার উপর খাড়ার ঘা। তাই ভাবতাছি এমত অবস্থায় মনের ভাইরাস থ্যাইকা দুরেথাকতে হবে । জীবনের সাথে ও জীবনের পথে।
আপনাগো বিশেষ ভাবে অনুরোধ করতাছি এই রোগের প্রতিষেধক বা এ্যন্টি ভাইরাস কি?
কোথায় পাওয়া যায়?
একটু বলবেন কি?
২৮ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
নবজন্ম বলেছেন: তাইলে একটু দুরে থাইকেন এইডা আবার ছোঁয়াচে-তো
২| ৩০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
মুনিয়া বলেছেন: তাই বলে এই ছবি?
০১ লা মে, ২০০৮ দুপুর ২:৫৭
নবজন্ম বলেছেন: কেন ছবিটা খারাপ কিসের ? এটা-তো একটা ভাইরাসের ছবি।
৩| ০১ লা মে, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
ঝুমী বলেছেন: জটিল প্রশ্ন!!!
০৪ ঠা মে, ২০০৮ রাত ৮:০৪
নবজন্ম বলেছেন: হেই-ডাই -তো কইতাছি।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
সাইফুর বলেছেন: খবর কি ভাইজান? সেইযে ব্যান খাইলেন..আর আপনের দেখা পাইলাম না
আছেন কেমন?
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪১
নবজন্ম বলেছেন: ভাল আছি আপনাদের দোয়ায়।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩২
ভাস্কর চৌধুরী বলেছেন:
আপনি আপনারা কেমন আছেন?
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৩
নবজন্ম বলেছেন: ভাল ।
বইমেলায় দেখা হচ্ছে তো?
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৯
বিষাক্ত মানুষ বলেছেন: কৈ হারাইলেন ! দেখি না কেন !!
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০২
নবজন্ম বলেছেন: অফিসের কাজে দেশের বাইরে ছিলাম ।
আপনার খবর সব ভালো-তো!
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
খুশবু বলেছেন: যা মাইনাস দে গা
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
মানব মানিক বলেছেন: এন্টিভাইরাস যে কই পাই তাই ভাবতাছি কারণ আমিও .........ভাইরাসে আক্রান্ত...............