![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকালের নির্বাচনের ফলাফলের অনেক রকম পর্যালোচনা হচ্ছে। সবগুলি স্থানে ১৮ দলীয় সমর্থিত প্রার্থীদের বিজয়ে সবাই সকারের জন্য সংকেত বলে মনে করছেন। সরকারি দলের নেতা- কর্মীরাও টা মানছেন। বিএনপি ও জনসাধারণ অনেকেই বলছেন সরকারের বিরুদ্ধে মত। সেই চিরাচরিত বক্তব্য। কিন্তু এই ফলাফলে আমার ক্ষুদ্র জ্ঞানের বিশ্লেষণ একটু ভিন্ন।
কেন জানি মনে হচ্ছে সরকার এই ধরনের একটি ফলাফল চাচ্ছিল। ভাবছেন তা কি করে হয়?
গত ২ বছরে দেশের সবচেয়ে আলোচিত বিষয় তত্তাবধায়ক ইস্যু। সরকারের বক্তব্য, দলীয় , নির্বাচিত সরকারের অধিনে নিরবাচন। বিএনপি এর বিরোধী। এই ইস্যুতে দেশে অনেক হরতাল, খুনাখুনি হয়েছে। যাক। দলীয় সরকারের অধিনে নির্বাচন করতে হলে সরকারকে প্রমান দিতে হবে যে, দলীয় সরকারের অধিনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এই নির্বাচন সরকারের জন্য মুক্ষম সুজুগ। সরকার তার যথার্থ ব্যাবহার করেছে। এখন সরকার বলতে পারবে দলীয় সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। ইতিমদ্ধে সরকারি দলের নেতেরা তা বলা শুরু করেছে। এখন সরকার আরও জোড়াল ভাবে চাইবে তাদের অধিনে নির্বাচন করতে, যা দেশকে গভির সংকটের মধ্যে ফেলবে। ৪ টি তেই পরাজয় একটু --------------------------------।
©somewhere in net ltd.