![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে, বাক স্বাধীনতা মানে সত্য বলার অধিকার। আমি এও বিশ্বাস করি যে বাক স্বাধীনতা মানে মিথ্যাচার নয়। আমি আরও বিশ্বাস করি যে, বাক স্বাধীনতা মানেই যা ইচ্ছা তা-ই বলা নয়।
সরকারের তরফ থেকে ফেসবুকের বিকল্প একটি পৃথক ওয়েবসাইট খোলা হোক। তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত এই সাইটে ১৮ বছরের অধিক ব্যক্তিরা একাউন্ট খুলতে পারবে এবং এর জন্য জাতীয় পরিচয় পত্রের নাম্বার প্রবেশ করাতে হবে যা নির্বাচন কমিশন দ্বারা স্বয়ংক্রিয়ভাবে যাচাইকৃত হবে। একাউন্ট খোলার আগে প্রথম শ্রেণীর গেজেটেড সরকারি কর্মকর্তা দ্বারা সত্যায়িত ২ কপি পাসপোর্ট আকারের ছবি, নাগরিকত্ব্বে সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার অথবা স্থানীয় স্বনামধন্য কোন ব্যক্তি দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় বরাবরে স্বহস্তে লিখিত একটি আবেদন করতে হবে। আবেদনের সাথে সোনালী, অগ্রণী, জনতা অথবা রূপালী ব্যাংক থেকে "সচিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়" এর অনুকূলে ৩০০ টাকার ডিডি অথবা পে অর্ডার সংযুক্ত করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির স্থানীয় থানার "পুলিশ ক্লিয়ারেন্স" পাওয়া সাপেক্ষে মন্ত্রণালয় থেকে নো অবজেকশন লেটার সরকারি ডাকযোগে প্রেরণ করা হবে যাতে একটি পিন নাম্বার উল্লেখ থাকবে। উক্ত পিন নাম্বার ব্যবহার করে উক্ত সাইটে একাউন্ট খোলা যাবে। আবেদন পত্রে কোন ভুল পাওয়া গেলে আবেদনপ্ত্র বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে পুণরায় ৩০০ টাকার পে-অর্ডার/ডিডি সহ আবেদন করতে হবে। এছাড়া শর্ত থাকে যে, উক্ত একাউন্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ বিভাগ দ্বারা সার্বক্ষণিক মনিটর করা হবে।
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
বাক স্বাধীনতা বলেছেন: সরকারি কাজ মানেই জটিলতা থাকতেই হবে। বোঝেনইতো!
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
কাবিল বলেছেন: সংগ্রাম চলুক।
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
বাক স্বাধীনতা বলেছেন: সংগ্রাম কই পাইলেন? এটা একটি প্রস্তাবনা।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
নুরুল আমিন মুরাদ বলেছেন:
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
বাক স্বাধীনতা বলেছেন:
৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
আফলাতুনকায়সার বলেছেন: kiso bolar nai
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
বাক স্বাধীনতা বলেছেন: এটুকু বলতে পেরেছেন সেটাও অনেক কিছু।
৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হে হে হে পুরাই পশ্চাৎদেশে বংশ দন্ড আর হাতে ডিজিটাল হ্যারিকেন
মীয়া আর কুন বুদ্ধি পাইলেন না!!!
ঐখানে কে প্রাকৃতিক কর্ম করতে যাবে!! কেউ না!
এমনি ঘুষ দূর্নীতির জ্বালায় বাঁচিনা আবার আফনেও কানারে ডিজিটাল দূর্নীতির নয়া খাত দেখাই দেন!!!
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১১
বাক স্বাধীনতা বলেছেন: যাবে যাবে। যারা সরকারি দল করে তারা যাবে। দেখবেন তখন দেশনেত্রী, জননেত্রীকে তেল দেয়া কাকে বলে! আর যদি আপনার জীবদ্দশায় সরকার পরিবর্তন হয়, তখন দেখবেন আগের সরকারের সবাই একাউন্ট ডি-এক্টিভেটেড করে ফেলেছে। (প্রিটেন্ডিং)
৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৪
গেম চেঞ্জার বলেছেন: তাইলে ................................
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯
বাক স্বাধীনতা বলেছেন: তাইলে যান, গিয়ে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করায়া রাখেন।
৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭
নূর আল আমিন বলেছেন: হেঃহেঃহেঃ প্ৰস্তাবনা ঠিকাছে, তয় বাস্তবায়ন বড়ই বিনোদনেৱ ব্যাপাৱ
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯
বাক স্বাধীনতা বলেছেন: প্রস্তাবনাটাও বিনোদনমূলক।
৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৬
আজমান আন্দালিব বলেছেন: ফেসবুকীয় বাংলাদেশ!
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
বাক স্বাধীনতা বলেছেন: পুরো পৃথিবীই এখন ইনটারনেটে নাচে।
৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে সকল ছাত্র ছাত্রীরা পদ্মা সেতুর জন্য টিফিনের টাকা বাঁচিয়ে স্বেচ্ছা অনুদান দিয়েছিল, তারা এ কাজ করতে এগিয়ে আসবে বলেই আমার ধারণা!
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
বাক স্বাধীনতা বলেছেন: তালগাছ আপনার এবং আপনার এই কথা সত্য।
১০| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০
আখেনাটেন বলেছেন: দেশের যা অবস্থা আপনার এই অভিনব প্রস্তাবনা ডিজিটালি আফা মানে হাসিনা-হালিমা আফার মনে ধরতে পারে। তয় জামাতি আফা কিন্তু মনে কষ্ট পাবে।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
বাক স্বাধীনতা বলেছেন: জামাতি আপা এখন গদি ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতেই পারেন না। ঐ কষ্টের তুলোনায় এটি কিছুই নয়।
১১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১২
কল্লোল পথিক বলেছেন: যা বলেছেন!
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩
বাক স্বাধীনতা বলেছেন: হ্যাঁ।
১২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২
আরজু পনি বলেছেন:
একটু জটিল, তবে প্রস্তাব পছন্দ হয়েছে ।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
বাক স্বাধীনতা বলেছেন: সরকারি কাজে জটিলতা থাকবেই।
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
বাংলার ফেসবুক বলেছেন: আপনি সরকারকে একটা ইনকামের পথ দেখাতে চাইছেন।ওনারা এখন প্রেমের আয়কর নেওয়ার সিধান্ত নিয়েছে।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২২
বাক স্বাধীনতা বলেছেন: বাংলার ফেসবুক, আপনার ক্লান্তি নাই।
১৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৮
রক্তিম দিগন্ত বলেছেন: খাইছে!!! সরকারী ভাবে এই অ্যাকাউন্ট খুলতে গেলে এই অ্যাকাউন্ট আমার নাতির আমলে গিয়ে চালু হবে।
তখন আমি এইবুক দিয়া করমুইডা বা কী!!!!
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
বাক স্বাধীনতা বলেছেন: যেহেতু সরকার ভাবছে যে, মার্ক জুকারবার্গের ফেসবুক দেশের জন্য নিরাপদ নয় এবং যেহেতু জনগণ ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে অভ্যস্ত হয়ে উঠেছে এবং যেহেতু জনগণের চাহিদা পূরণে সর্বাত্মক করা সরকারের দায়িত্ব এবং যেহেতু সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করতে বদ্ধপরিকর সেহেতু এই ফেসবুক চালু করে জনগণের চাহিদা পূরণ করা যেতে পারে।
১৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭
ডা: এনামুল বলেছেন: তাইলে ডিজিটাল বাকশাল কিভাবে কায়েম হপে ?
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
বাক স্বাধীনতা বলেছেন: "এছাড়া শর্ত থাকে যে, উক্ত একাউন্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ বিভাগ দ্বারা সার্বক্ষণিক মনিটর করা হবে।"
১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১
৮৩১আবীর১৯৮৩ বলেছেন: দারুন প্রস্তাব। এটা কি বঙ্গবন্ধুর স্বপ্ন ?
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
সুযোগ সন্ধানী বলেছেন: ওরে বাপরে