নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার।

জ্যামিতিক লাভ

স্বপ্নচারী মানুষ আমি, স্বপ্নডানায় ভর দিয়ে কল্পনার আকাশে উড়তে পছন্দ করি।

জ্যামিতিক লাভ › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি (এডিটিং)

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

মাননীয়া প্রধানমন্ত্রী পেট মোটা এই লোকটিকে কি চিনতে পারছেন? ইনি হচ্ছেন ঢাকার আরামবাগে দেওয়ানবাগী হুজুর নামে পরিচিত।

অনেকেই এই বিশাল বপুর হুজুরকে আদর করে খোদার খাঁসি নামে ডাকেন। আশেকে রসুলদের দান-দক্ষিনায় এই খাঁসি দিন দিন গন্ডারে পরিণত হচ্ছেন। অনেক শিক্ষিত জানোয়ারের পকেটের টাকায় ঢাকার আরামবাগ ও মতিঝিল এলাকায় কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। প্রায় তিনি নাকি নবীজির সাথে দেখা সাক্ষাত করেন। মাঝে মধ্যে আল্লাহ্‌র সাথেও তার বিভিন্ন বিষয় নিয়ে বাৎচিত হয়।

এই শয়তান নাকি স্বপ্নে দেখে "ঢাকা এবং ফরিদপুরের মধ্যবর্তী স্থানে এক বিশাল বাগানে ময়লার স্তূপের উপর বিবস্ত্র অবস্থায় নবীজীর প্রাণহীন দেহ পড়ে আছে"

মাননীয়া প্রধানমন্ত্রী এবার নিশ্চয় বুঝতে পাড়ছেন এ কতবড় শয়তান। আমরা বিশ্বাস করি আপনি ধর্মের প্রতি খুব শ্রদ্ধাশীল। কিন্তু অতীব দুঃখের সাথে জানাতে হচ্ছে আপনার সরকারের কিছু লোক এই শয়তানকে প্রমোট করছে।

সরকারের একচোখা সম্প্র্রচার নীতির কারণে আজ কয়েকটা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া বন্ধ হয়ে যাওয়ায় বহুলোক অনেকদিন থেকে বেকার হয়ে আছেন। তাদের অপরাধ ছিল তারা সরকারি দল নিয়ে খবর পরিবেশন করেছিল! কিন্তু যে লোকটা আমাদের নবী করিম (স) কে আমাদের সামনে বিবস্ত্র করে, সেই লোকের দাওয়াত তত্ব মন্ত্রণালয়ের নাকের ডগায় ধারিয়ে আপনার সরকারের এমপি মন্ত্রীদের মালিকানাধীন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত প্রচার করা হচ্ছে!!!

মাননীয়া প্রধানমন্ত্রী ধর্ম থেকে দল কখনো বড় হতে পারে না, তাই অনতি বিলম্বে একটা একটা ব্যবস্থা নিবেন বলে আশা করছি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: আরেকটা ধর্ম দেশে আসছে| চরম বিনোদন

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

জ্যামিতিক লাভ বলেছেন: আর এই শয়তানের দাওয়াত বিজ্ঞাপন আকারে পৌঁছে দেওয়া হচ্ছে!

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

আদরসারািদন বলেছেন: বিষয়টা অত্যন্ত দু:খজনক, তীব্র নিন্দাসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্যাটা ব্লগার কাতেলদের চোখে পড়ে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.