![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নচারী মানুষ আমি, স্বপ্নডানায় ভর দিয়ে কল্পনার আকাশে উড়তে পছন্দ করি।
কথাটা বহুবার বলেছি।
কওমি মাদ্রাসার ছেলেরা কোন মানুষের গলা কেটে হত্যা করার সাহস বুকে রাখে না। এখন পর্যন্ত যতজন জঙ্গি এইসব কিলিং মিশনে অংশ নিয়ে নিয়েছে (অতীত বর্তমান মিলিয়েই বলছি) তাদের ৯০ শতাংশই তথাকথিত আধুনিক ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী। সময় এসেছে এইসব বিষয় নিয়ে ভাবার। বিশেষ করে সেইসব ফ্যামিলিকে যারা উচ্চশিক্ষার জন্য ছেলেকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। সে সেখানে কি করছে না করছে তার খুঁজখবর কয়জনে রাখেন? এই সুযোগ নিচ্ছে জঙ্গি হায়েনারা।
২| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১০:২৭
রায়হানুল এফ রাজ বলেছেন: আমরা তো নিজেরা এখনো কথা বলতে শিখলাম না। ভারত যুক্তরাষ্ট্র যেভাবে বলছে সেভাবে কথা বলছি।
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১:৫০
জ্যামিতিক লাভ বলেছেন: বিভেধহীন অবাধ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাই পারবে এই অবস্থা মুক্তি দিতে। নইলে ঘরে পোকামাকড় থেকেই যাবে।
৩| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:৫০
খোলা মনের কথা বলেছেন: অভদ্র চিন্তাবিদ বলেছেন: ভাই, ওসব আবালদের কথা বলে লাভ নাই। ওরা তো জাস্ট ভারত আর আমেরিকার শিখানো বুলিগুলোই বারবার উচ্চারন করে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৬ সকাল ৯:২৬
অভদ্র চিন্তাবিদ বলেছেন: ভাই, ওসব আবালদের কথা বলে লাভ নাই। ওরা তো জাস্ট ভারত আর আমেরিকার শিখানো বুলিগুলোই বারবার উচ্চারন করে।