![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নজমূল হক সরকারঃ ( অামাদের সময় )----
ড. মুহাম্মদ ইউনূস ও তার স্ত্রী আফরোজী ইউনূসসহ পরিবারের সদস্যরা দেশে-বিদেশে বাড়ি, ব্যাংক ব্যালেন্সসহ বিপুল সম্পদের মালিক। ঢাকার গুলশানে ড. ইউনূসের আছে ৫ হাজার ৪শ বর্গফুটের ১২ কোটি টাকার ফ্ল্যাট। কলাবাগানেও আছে ৩ কোটি টাকা মূল্যের ৩ হাজার বর্গফুটের ফ্ল্যাট। এছাড়া স্পেনে রয়েছে রাজকীয় বাড়ি। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে রয়েছে জমিসহ সম্পদ। অন্যদিকে অধ্যাপক স্ত্রী আফরোজী ইউনূসের নামে আছে উত্তরায় ১৩ নম্বর সেক্টরে ১২ নম্বরে রোডে ৭০ নম্বরে ৫ কাঠার ওপরে ৫তলা আলিশান বাড়ি। স্ত্রীর নামে রয়েছে মিরপুরের লালকুঠিতে ৩০ কাঠা জমি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন ৩ বিঘা জমি। লন্ডনেও তার নামে বাড়ি আছে। প্রাথমিক অনুসন্ধানে ড. ইউনূস ও তার স্ত্রীর নামে এসব সম্পত্তির তথ্য মিলেছে।
একাধিক সূত্রে জানা গেছে, ড. ইউনূসের নামে প্রায় ৫৪ কোটি টাকার সঞ্চয়পত্র আছে দেশে। নোবেলসহ বিভিন্ন পুরস্কারের টাকাও এর অংশ। যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশের ব্যাংকে ড. ইউনূসের বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত আছে বলেও গুঞ্জন আছে। এছাড়াও বর্তমান স্ত্রী ও কন্যার নামে কয়েক কোটি টাকার সঞ্চয়পত্র। নোবেল পুরস্কার পাওয়ার পর ড. ইউনূসের প্রথম স্ত্রীর মেয়ে মনিকা ইউনূসের নামে যুক্তরাষ্ট্রে একটি ফ্ল্যাট ও ১০ কোটি টাকা নগদ অর্থ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্যাকেজেস করপোরেশন পারিবারিক প্রতিষ্ঠান হলেও মূলত এটি ইউনূসের। গ্রামীণের টেলিকমসহ সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার টাকার অংশীদারিত্ব আছে ড. ইউনূসেরÑ দাবি তার পরিবারের সদস্যদের। এছাড়াও গ্রামীণের সহযোগী প্রতিষ্ঠানের বিশ্বস্ত এমডি ও বেনামী ব্যক্তিদের নামে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পদ আছে তার, এমন কথাও শোনা গেছে।
এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ড. ইউনূস ও তার পরিবারের সদস্যদের ইনকাম ট্যাক্সের ফাইলে বর্ণিত জ্ঞাত আয়ের সঙ্গে সম্পদের দেয়া তথ্যের মিল নেই। ট্যাক্স ফাঁকি দেয়ার প্রবণতাও বেরিয়ে এসেছে এনবিআর বিশেষ প্রতিবেদনে। মানি লন্ডারিং আইনলঙ্ঘনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
২| ১৪ ই মে, ২০১১ দুপুর ১২:৫২
দূর প্রবাসী বলেছেন: এক কালে বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারতোনা যে আমাদের দেশের কেউ নোবেল পাবে..অথচ একজন নোবেল বিজয়ী মানুষকে আমরা যে সম্মান টা দিলাম তা তার প্রাপ্য ছিলনা। আমি তার ভক্ত নই, শুধু একজন মানুষ হিসেবে বিচার করলেও তাকে তার প্রাপ্য সম্মান টা আমরা দিতে পারিনি।
৩| ১৪ ই মে, ২০১১ দুপুর ১২:৫৭
হিমচরি বলেছেন: কাকপাখি ২ বলেছেন:
[আমি নিজে ইউনুস মহাজনরে পছন্দ করি না, কিন্তু আপনেরা এই সমস্ত আজাইরা কথা কইলে মেজাজ খারাপ হয়]
আপনার লিখার সূত্র কই.।.।। যতসব প্যাঁচাল.।।।
৪| ১৪ ই মে, ২০১১ দুপুর ১:০২
মুক্তপ্রাণ বলেছেন: কাকপাখি ২ কে বলছি NBR সর্ম্পকে আপনার ধারনা আছে কি? ১০ কোটি টাকা মেয়ে কে দান করলে টাকার উৎস সর্ম্পকে NBR কে ইনফরম করতে হয়।
৫| ১৪ ই মে, ২০১১ দুপুর ১:০৪
মুক্তপ্রাণ বলেছেন: অনুসিদ্ধান্তঃ নোবেল বিজয়ী মানুষের সাত খুন মাপ !
৬| ১৪ ই মে, ২০১১ দুপুর ১:২১
রাহীম বলেছেন: নোবেল বিজয়ী মানুষটির ব্যাক্তিগত সম্পদ বা টাকা থাকতে পারে, এতে কারো আপত্তি থাকার কথা না ।
তবে তিনি আইনের উদ্ধে নয়, আমাদের উদ্বেগের কারণ তিনি কোন সরকার প্রধানের প্রতিহিংসার শিকার হচ্ছেন কিনা??
সরকার চাইলে ভালো একটা মানুষকে ডজন ডজন মামলা দিতে পারে । যা আমরা জরুরী অবস্হার সময় দেখেছি ।
৭| ১৪ ই মে, ২০১১ দুপুর ১:২৭
মুক্ত মণ বলেছেন: বোকার মতো কথা বলেন কেন? দেশের বাইরে আয় বা ব্যায়ের হিসাব দেশের কোন কর্তৃপক্ষকে দিতে হবে কেন? আর ইউনুসের পেছনে দুর্নিতির গন্ধ পাচ্ছেন সে বাংলাদেশের মন্ত্রি ছিল না এমপি ছিল। ওদিকে আমাদের ট্যাক্সের টাকায় রেহানা, কোকোরা সম্পত্তি করেছে, তিতাসের কর্মচারীর হাজার কোটি টাকা, জমি রেজিস্ট্রেশন করতে গেলে ঘুষ এসব চোখে দেখেন না। দেশকে দুর্নিতিতে ১ নম্বর কারা বানিয়েছে? অন্য দেশের লোকের সামনে বাংলাদেশ বলতে যখন সবচেয়ে দুর্নিতিগ্রস্থদেশ বোঝানো হোত তখন লজ্জা লাগত না? আপনাদের মতো লোকজনই তত্বাবধায়ক সরকারের সময় বলত: মইন ইউ আহমেদ জোর করে ক্ষমতায় যাবে আর ডিসেম্বরে নির্বাচন হবে না। প্রানপ্রিয় হাসিনা খালেদাকে জেল থেকে বের করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। বুকের পাটা থাকে তো প্রতিবাদ করুন কেন রাশেদ খান মেনন টাকার বিনিময়ে ভিকারুননেসায় ভর্তি বানিজ্য করছে। কেন মিগ ২৯ যুদ্ধবিমান কেনার দুর্নিতি বা আজম জে চৌধুরীর ঘুষের কথা চাপা পরে গিয়েছে। যেই পাকিস্তানকে আমরা এতো ঘৃনা করি, তারা আমাদের চাইতে কম চোর। ভেবে দেখুন। আপনি যে সম্পত্তির কথা বলেছেন, ড: ইউনুসের মতো আন্তর্জাতিক ব্যাক্তিত্তের তা বৈধভাবে থাকাও বিচিত্র নয়। বিচিত্র হল আমাদের মন্ত্রী, আমলাদের সম্পত্তি।
৮| ১৪ ই মে, ২০১১ বিকাল ৩:০৪
লুকার বলেছেন:
সিবিএ লিডারদের, মিটার রিডারদের, ভূমি অফিসের কর্মচারীদের, অডিট-ট্যাক্স-পুলিশ বিভাগের লোকদের এর থেকে বেশী টাকা আছে।
৯| ১৪ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৩০
""ফয়সল অভি "" বলেছেন: ইউনুস প্রসঙ্গ আসলে যে লেখাগুলো পড়া উচিত>>
গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনূস প্রসঙ্গে—বদরুদ্দীন উমর
ড. ইউনূসের সম্মান : ব্যক্তি না উন্নয়ন-পন্থার মর্যাদা রক্ষার প্রশ্ন?–ওমর তারেক চৌধুরী
১০| ১৪ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:১৯
অনিক আহসান বলেছেন: আমাদের সময়রে ধইরা জুতানির কাম..
১১| ১৪ ই মে, ২০১১ রাত ৯:২১
নিষ্কর্মা বলেছেন:
বেপক মজা পাইলাম ... এক ব্যাডায় পাইসে বিদেশিদের টেকা আর হেই টেকা দিয়া ইচ্ছা মতন যা কর্সে তা নিয়া এখন হায়কায় করলেই কি আর না কর্লেই বা কি!
গরীবি হঠানোর নামে ব্যবসা করার সুযোগ তো আমরাই তাকে করে দিয়েছি, তাই না?
১২| ১৪ ই মে, ২০১১ রাত ১১:২০
রফিক মাহমুদ বলেছেন:
বেশ তো, উনি এনবিআর ও দুদকের কাছে প্রমাণ করুন যে এতো অর্থ উনি সৎভাবে উপার্জন করেছেন। আমরা অনুপ্রাণিত বোধ করব।
১৩| ১৪ ই মে, ২০১১ রাত ১১:২৪
রফিক মাহমুদ বলেছেন: আর বিদেশে উপার্জিত অর্থে যে কর দিতে হয়, কর ফর্ম পূরণ করার সময় নির্ধারিত ছক দেখলেই তা বোঝা যায়। শুধু অনাবাসী ওয়েজআর্নারদের জন্য রেয়াত আছে, কারণ তারা আবাসনের ও উপার্জনের দেশেও কর দেয়।
১৪| ১৫ ই মে, ২০১১ ভোর ৬:৪৪
মুক্ত মণ বলেছেন: যে দেশে উপার্জন করা হয়, সে দেশেই কর দিতে হয়। যেমন বাংলাদেশে উপার্জন করলে সেই কর বাংলাদেশে দিতে হবে। সেইটাকা নিয়ে আমেরিকায় গেলে সেখানে ইনকামট্যাক্স দিতে হবে না। কিন্তু সেই টাকা আমেরিকায় ইনভেস্ট করলে একবছর পরে লাভের উপর ট্যাক্স আসবে। ড: ইউনুস ইতমধ্যে তার ট্যাক্স যথাযথভাবেই পে করেছেন। মানুষ এখন রিউমার ছড়াচ্ছে এটা তো কমনসেন্স দিয়েই বোঘা যায়। শেখ হিসিনার ব্যাক্তিগত প্রতিহিংসায় বিশেষ তদারকীতে গ্রামীন ব্যাংকের আভ্যন্তরিন নীতিমালার উপর রিসার্চ করে ফাঁক বের করে তাকে গলাধাক্কা দিয়ে তার নিজের সৃষ্ট ব্যাংক থেকে বের করে দেয়া হয়েছে। ইনকাম ট্যাক্স তো অনেক বড় ব্যাপার। ওখানে অনিয়ম পেলে তো সরকার তাকে জেলে ভরতে এক সেকেন্ডও দেরি করত না।
১৫| ১৫ ই মে, ২০১১ সকাল ১০:০৬
পাস্ট পারফেক্ট বলেছেন: ইউনুসতো কিচু কইরা সম্পত্তি বানাইছে। হাসিনা-জয় রেহানারা কি কইরা এত সম্পদ বানাইছে?
১৬| ১৭ ই মে, ২০১১ দুপুর ১:৩৭
কামাল২০১০ বলেছেন: পাস্ট পারফেক্ট বলেছেন: ইউনুসতো কিচু কইরা সম্পত্তি বানাইছে। হাসিনা-জয় রেহানারা খালেদা , তারেক , কোকো কি কইরা এত সম্পদ বানাইছে?
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১১ দুপুর ১২:৪৬
কাকপাখি ২ বলেছেন:
নোবেল পুরস্কার পাওয়ার পর ড. ইউনূসের প্রথম স্ত্রীর মেয়ে মনিকা ইউনূসের নামে যুক্তরাষ্ট্রে একটি ফ্ল্যাট ও ১০ কোটি টাকা নগদ অর্থ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে
আশ্চর্য, বাপ মেয়েরে টাকা আর ফ্লাট লিখা দিছে, এইখানে অভিযোগ উঠার কি আছে?
[আমি নিজে ইউনুস মহাজনরে পছন্দ করি না, কিন্তু আপনেরা এই সমস্ত আজাইরা কথা কইলে মেজাজ খারাপ হয়]