নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কলম আমার স্বাধীনতা

নিজেকে বিশ্বাস করি। মনের শক্তিতেই পথচলা শুরু করেছি। প্রতিদিন একটি চেষ্টাই করে যাচ্ছি নিরন্তর আর তা নিজেকে নির্মাণ...

আল-মামুন জুয়েল (হিমু)

নিজেকে বিশ্বাস করি। মনের শক্তিতেই পথচলা শুরু করেছি। প্রতিদিন একটি চেষ্টাই করে যাচ্ছি নিরন্তর আর তা নিজেকে নির্মাণ...

আল-মামুন জুয়েল (হিমু) › বিস্তারিত পোস্টঃ

কামনার জল (বৃষ্টি)

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৯





আল- মামুন জুয়েল হিমু



আমি আজ তোমাতেই শীতল হবো ।

দীর্ঘ প্রহর অপেক্ষার সময় গুনে ,

শীতল হবে আজ নির্জলা মন তোমার ক্রন্দনে ।

অধীর অপেক্ষায় প্রেয়সী তোমার

আছে আমার অবাধ্য যৌবন ।

এত কেন বিরূপ তুমি প্রিয়তমা?

উষ্ণ দেহ তপ্ত হৃদয় ,

তুমি বিনা কি করে শীতল হয় ।

তোমার শীতল অজগর তনু যে

আমার উষ্ণ দেহে লাজুক স্বর্ণ লতা ,

পেঁচিয়ে থাকনা কিছু সময় ।

অনেকতো হোল অভিমান

আর কেন ? জলপরি ।

নেমে আস আমার বুকের জমিনে

তা থৈ তা থৈ নাচো ,

খরা যাচ্ছে ইদানিং, বেশ কিছুদিন ,

একাকার করে দাও তোমার সফেদ ফেনাই

আমি অবাঞ্চিত কচুরিপানা সরিয়ে দেব ।

নিবারন কর সখী , শীতল কর আমার

কামনা্র উষ্ণ প্রসবন ।

এসো আজ মাতি জংলী প্রেমে ,

ভাসাই কামের ভেলা স্রোতের উজানে ।

অধীর অপেক্ষা ওই মধুর আলিঙ্গনের ,

তোমার শীতল নিঃশ্বাসে জুড়িয়ে দাও

আমার তপ্ত হৃদয় , তনু ও মন ।

কচুপাতার বুকে মুক্ত দানার অবাধ্য নাচন

তোমার নুপুরের ছন্দে ,

আমার মনে তুলবে আজ মাতাল করা শিহরন ।

চলো আজ মাতাল হবো দুজনে ,

খোলা মাঠে হাঁটু জলে খেলবো আজ ,

নির্লজ্জ প্রেম প্রেম খেলা ।

না হয় ভাসাবো আজ তোমার জমানো জলে

মন পাবনের ভেলা।













মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.