নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি বাংলা...

ভালোবাসি বাংলা,বাংলার জল,আকাশ,নদী পাহাড়..

জিউরানা

ভালোবাসি বাংলা..বাংলার জল,আকাশ,নদী,পাহাড়...

জিউরানা › বিস্তারিত পোস্টঃ

ঘুরে আসুন মাধবপুর লেক...

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯

নীল আকাশ,লেকে জমে থাকা জলরাশি আর উচুনিচু টিলায় গঢ়ে উঠা চা বাগান সব কিছু মিলিয়ে মাধবপুর লেক...



যেমন টি বলছি এর চেয়ে বেশি কিছু ই অপেক্ষা করছে আপনার জন্য,শুধু আপনার পদচারনার অপেক্ষা...



মৌলভীবাজার জেলার কমলগন্জ উপজেলায় অবস্থিত মাধবপুর লেক যেন প্রকৃতির এক অপরুপ সৃ্‌ষ্টি...যা দেখলে চোখ জুরিয়ে যাবে সবার। চাইলে যে কে্উ উপভোগ করতে পারেন চা বাগানের অপরুপ সবুজের মাঝে দাড়িয়ে এক ই সাথে নীল আকাশ আর তিন কিলোমিটার জায়গা জুরে বিস্তৃত লেকের মোহনীয় সৌন্দর্য...





কিভাবে যাবেন...



ঢাকা থেকে বাস বা ট্রেন যোগে শ্রীমঙ্গল এসে কমলগন্জ রোডে লোকাল বাস বা সিএনজি যোগে ভানুগাছ হয়ে মাধবপুর । এই পথে বোনাস পাবেন লাউয়াছড়া জাতীয় উদ্যান। ভাগ্য ভালো থাকলে দেখা পেতে পারেন রাস্তার মাঝে দাড়িয়ে থাকা সাদা বানর এর। শ্রীমঙ্গল থেকে মাধবপুর এর দূরত্ব১৫ কিলোমিটার হবে



খরচাপাতি...



ঢাকা থেকে শ্রীমঙ্গল এর বাস ভাড়া হানিফ বা শ্যামলী পরিবহন এ ৩৮০ টাকা,ট্রেন এর ভারা ১৮৫ থেকে ৫০০ টাকা পর্যন্ত । শ্রীমঙ্গল থেকে ভানুগাছ সিএনজি ভাড়া জনপ্রতি ২৫ টাকা,ভানুগাছ থেকে মাধবপুর বাজার ২০ টাকা।বাজার থেকে রিকশা ভারা নিবে ২০ টাকা,এই দূরত্ব টা খুব একটা বেশী না চাইলে হেটে ও যেতে পারেন...

যদি কেউ নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি তাহলে রাখতে পারবেন গেটের সামনে পার্কিং এ...



এবার প্রবেশ...



প্রবেশ বিনামূল্যে,আপনি যখন গেট অতিক্রম করবেন তখন ও জানেন না যে কি বিস্ময় অপেক্ষা করছে আপনার জন্য...

মূলগেট পার হয়ে আপনাকে হাটতে হবে তিন থেকে চার মিনিট...দুই পাশে দেখতে পাবেন চা এর নার্সারী,এর পর ই মূল বিস্ময় । সিড়ি বেয়ে উপরে উঠার আগ পর্যন্ত বুঝতে পারবেন না কিছু ই।সিড়ি পার হওয়ার পর অবাক বিস্ময়ে মনের অজান্তে ই মুখ ফুটে বের হয়ে যাবে ওয়াওওওওওওও.......



এতো চমৎকার ভাবে এতো পানি জমে থাকার দৃশ্য টা সত্যি ই অসাধারণ।যার দুই পাশে দাড়িয়ে পাহারা দিচ্ছে অপরুপ সবুজে ঘেরা ছোট ছোট পাহাড়...লেকের পাড় ঘেসে পাহাড় কেটে হাটার রাস্তা করা হয়েছে,যা অতিক্রম করা আর লেকের জলে ভাসতে থাকা বিড়ল প্রজাতির পদ্ম দেখা যে কাঊকে ই শিহরিত করবে।



সম্পূ্র্ন সৌন্দর্য টা উপভোগ করার জন্য আপনাকে একটা পাহাড় এ উঠতে হবে তবে ই বুঝবেন আমি এত সময় কি বোঝাতে চাইছি।



টিপস : সাথে অবশ্যই পানি রাখবেন।

চলমান....

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

ছবিয়াল কবি কে?

ছবিগুলো কিছু কিছুতো ঝাপসা হয়ে পোস্টটার ১৩টা বাজিয়েছে :(

২১ শে জুন, ২০১৩ রাত ১২:০১

জিউরানা বলেছেন: ঝাপসা ছবি গুলুর জন্য দু:খিত...

Click This Link
ছবিয়াল কবি আমার ই একটা ফেবু পেজ...

২| ২১ শে জুন, ২০১৩ রাত ১:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
কিছু ছবি ২-৩বার করে আসছে।
শেষের ২টা ছবি সুন্দর।ছবিতে জলছাপ দেখতে ভাল্লাগে না।
ব্লগে স্বাগতম, শুভকামনা ||

২১ শে জুন, ২০১৩ রাত ১:২৭

জিউরানা বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই আপনাকে,ছবি আপলোড করার সময় সমস্যা হচ্ছিল তাই ২-৩ বার হয়ে গেছে...

চেষ্টা থাকবে ছলছাপ বিহীন ছবি দেয়া।

৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ৩:০৬

খেয়া ঘাট বলেছেন: এতো সুন্দর।
+++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২৮ শে জুন, ২০১৩ রাত ৩:১৯

জিউরানা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ.......

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৩৬

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই।

অসাধারন উপস্থাপন।

এরকম আরও পোস্ট আশা করছি।

অ.ট : আপনি কোন গ্রামের ?

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১২

জিউরানা বলেছেন: বলেছেন: কাজী মামুন ভাই আমি এই এলাকার নই,চাকরীর সূত্রে অবস্থান করছি শ্রীমঙ্গল...বলতে পারেন এই এলাকার প্রেমে পড়ে গেছি...

আপনাকে ধন্যবাদ....

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৯

প্রত্যাবর্তন@ বলেছেন: সুন্দর । ঝাপসা হল কীভাবে ।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:০১

মামুন রশিদ বলেছেন: উপর থেকে মাধবপুর লেকের ছবিগুলো খুব ভাল আসছে । শেষ বিকেলের তোলা মনে হয়, একটু আবছা হয়ে গেছে । এডিট করে লাইট এডযাস্ট করে নিতে পারেন ।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৯

জিউরানা বলেছেন: শেষ বিকেলের ই তোলা ছিল ছবি গুলো....

ধন্যবাদ....

৭| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

েবনিটগ বলেছেন: অনেক ধন্যবাদ

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১১

জিউরানা বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ....

৮| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:৫১

ভবঘুরে মানব বলেছেন: খুব ভাল লিখেছেন! মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে আঁকা মায়াবী এক নৈসর্গিক দৃশ্য। সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মত চা বাগানের মনোরম দৃশ্য আপনাকে নিয়ে যাবে ভিন্ন জগতে। গাড়ি থেকে নামতেই সবুজ পাতার গন্ধ আপনার মনকে চাঙ্গা করে তুলবে।

যারা এখনো সিলেটে ঢুঁ মারেন নি তারা সিলেটের কিছু আকর্ষণীয় জায়গাগুলোতে ঘুরে আসার বেশ কিছু ট্যুর প্যাকেজ দেখে নিতে পারেন যাওয়ার আগে http://bit.ly/29Ikjjk

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.