![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একটা ঘর ছিল, ভেঙে গেছে কালবৈশাখী ঝড়ে, চোখে কিছু স্বপ্ন ছিল, সাগরে ভেসে গেছে প্লাবণে, জীবনডার প্রতি খুউব ভালোবাসা ছিল, ভালোবাসার মানুষ ছিল বলে। হারিয়ে গেছে মানুষ মানুষের মধ্য থেকে, তাই বসে আছি চাতক চোখে, মানুষ যদি কভু আসে মানুষের ভিড়ে....।। আমার স্মৃতির রাজ্য আপনার আগমনে ধন্য হল,
ওহে মাঝি ভাই-
তুমি কোন দূরে যাও বাইয়া।
চিনবা'নি সোনা বন্ধুর বাড়ি,
বহুদিন হইছে আমায় ছাড়ি।।
তুমি কি পারবা'নি
একটা খবর যাইতে কইয়া।।
আমি মাঝি দুঃখে বিভোর
বন্ধু ছাইড়া গেল সুদূর,
দিন রজনী কান্দি আমি
নদীর ধারে বইয়া।
না দেখিলে ওই প্রিয় মুখ,
মরেও বুঝি পাইবো না সুখ,
এই খবরটা তারে একবার,
যাইও গো শোনাইয়া।।
বন্ধু আমার বড়ই ভালো
আমার দুটি চোখের আলো,
শুনলে খবর আইবো বন্ধু
আমার কাছে ছোইটা।
চোখ বুজিলেই জগত কালো
তারেই আজও বাসি ভালো,
এই কথাটিই তারে মাঝি
বইলো আমার হইয়া।।
নিশি জেগে চাঁদের সনে
অনেক কথা শোধাই তারে,
আমার সখি কেমন করে
থাকে গো ভুঁইলা।
অহর্নিশি প্রেম আগুনে
পুড়ছি আমি ধুকে ধুকে,
নয়ন বলে হইলে পাখি
যাইতাম উঁইড়া উঁইড়া।।
চোখে আমার প্রেমের নদী
বইছে যেন নিরবধি,
শ্রাবণ বান যায় গো আমার
এই বুকে বইয়াঁ।
সদয় হয়ে বইলো মাঝি
বন্ধু যেনো আসে ফিরি,
রইবো আমি তার অপেক্ষায়
মনের দোয়ার খোই'লা।।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩১
জীবন সাগর বলেছেন: ভালো লাগা পেয়ে আনন্দিত।
আপনার জন্যও শুভকামনা সবসময়।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৬
শূন্যনীড় বলেছেন: ভালো লিখেছেন। ভালো লাগা রেখে গেলাম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩২
জীবন সাগর বলেছেন: মন্তব্যে উৎসাহিত।
শুভেচ্ছা জানবেন।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর হয়েছে
০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:২৯
জীবন সাগর বলেছেন: প্রেরণ হয়ে থাকুন।
শুভকামনা জানবেন চৌধুরী ভাই।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮
শামীম সরদার নিশু বলেছেন: যদিও অনেক বড় তবু আপনার লেখাটি গান বেধেছি খালি গলায়।
এক কথায় অসাধারণ প্রকাশ। মনে হয় যেন কোনো বাউল নদীর পাড় দিয়ে মাঝির পিছু হেটে হেটে চলছে আর গান গাইছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০১
জীবন সাগর বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল মন্তব্যে। সুর বেঁধেছেন শুনে আনন্দিত
প্রেরণা হয়ে থাকুন। দোআ করবেন যেন তিন দিনের পর্যবেক্ষণ শেষ হয় এমাসেই।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২
সামিউল ইসলাম বাবু বলেছেন: অসাধারণ শব্দচয়ণ।
++ দিলাম
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০
জীবন সাগর বলেছেন: প্লাসগুলো প্রেরণা হয়ে থাকুক ভাই।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫
ওমেরা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১১
জীবন সাগর বলেছেন: ধন্যবাদে কৃতজ্ঞ ভাই।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৫
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার গানের জন্য শুভেচ্ছা
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
জীবন সাগর বলেছেন: কৃতজ্ঞতা রইল মন্তব্ত্যে
♥♥♥♥♥
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬
সাদা মনের মানুষ বলেছেন:
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
জীবন সাগর বলেছেন: আপনার জন্য ভাই ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮
কবীর বলেছেন:
খুব সুন্দর একখানা গান লিখেছেন ভাই ।
ভালো লাগলো।
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭
জীবন সাগর বলেছেন: উৎসাহিত করলেন ভাই
ভালো লাগা জেনে অনুপ্রাণিত হলাম।
শুভেচ্ছা জানবেন।
১০| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:০৭
আমির ইশতিয়াক বলেছেন: আপনি কি নিরাপদ ব্লগার হইছেন? আপনার ৩ দিনের পর্যবেক্ষণ কি শেষ হয়েছে? আমিও আপনার মতো ১ মাস ১ সপ্তাহ পার হয়ে যাচ্ছে তবু পর্যবেক্ষণ শেষ হচ্ছে না।
১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
জীবন সাগর বলেছেন: নারে ভাই, দুই মাস দুই সপ্তাহ। এখনও শে ষ হ ল না তি ন দি ন
১১| ৩০ শে মে, ২০১৭ রাত ১২:২৬
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
৩১ শে মে, ২০১৭ ভোর ৪:০৭
জীবন সাগর বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আপু। আপনার মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি।
প্রেরণা হয়ে থাকবেন।
১২| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:০২
শূন্য-০ বলেছেন: অনেক সুন্দর ভাটিয়াল গানের মতো!! +++++
০৫ ই জুন, ২০১৭ রাত ১২:১১
জীবন সাগর বলেছেন: অনেক প্রেরণা পাইলাম ভাই গরীবের বাড়িতে পায়ের ধূল দেয়ায়। কৃতজ্ঞতা জানবেন।
১৩| ২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর লিখেছেন
কবিতাটা পাঠের সাথে
খান আতাউর রহমানের লেখা গানটার কথা মনে যায়
মন মাঝি তোর বৈঠা নে রে
আমি আর বাইতে পারলাম না।
সারা জনম উজান বাইলা
ভাটির নাগাল পাইলাম না
আমি আর বাইতে পারলাম না।।
অনেক অনেক শুভেচ্ছা রইল
২৫ শে জুন, ২০১৭ ভোর ৪:১০
জীবন সাগর বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা জানবেন প্রিয় ভাই। মন্তব্য পেয়ে ধন্য হলো লেখাটি। প্রেরণা হয়ে থাকবেন ভাই
শুভকামনা জানবেন
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৫
তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ভাই।
শুভকামনা জানবেন।