![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুখ ফুটে বলতে না পারা প্রেমিকগুলোর জীবন এক অস্থির রকমের যন্ত্রনা!
আমি সাথে থাকি, হাটি, কথা বলি। ওরা বলে প্রেমে পড়লে নাকি কবি হয়ে যায় সবাই; আমি কেনো জানি বোবা হয়ে গেছি! পুরো পৃথিবীকে নির্বাক করে দেয়া প্রেমিক প্রেমিকার সামনে বর্ণ খুজে হয়রান।
কথা বলতে বলতে যখন তোমার চুল মুখের উপড় এসে পড়ে, ঠোটের কোনে লেগে থাকে, এক অবিশ্বাস্য আরাধ্যতায় আমার হাত তোমার চুলগুলোকে গালের উপড় থেকে নিয়ে কানের পিছনে সাজিয়ে দিতে চায়! অধিকারহীন আমি নিজেকে আটকে রাখি!
তুমি যখন অবিশ্বাস্যে চমকে উঠো, তুমি যখন হাসিতে মাতিয়ে দাও চারপাশ, লজ্জ্বায় অথবা মৃদু তিরষ্কারে লাল হয়ে যাও; তুমি যখন অস্বীকারে ডানে-বামে মাথা ঝাকাও-- আমার হৃদয় আমাকে বাচিয়ে রাখার কাজটা ভুলে গিয়ে তোমার কাছে চলে যাওয়ার জন্য বিদ্রোহ শুরু করে দেয়। আমি ওকে প্রতিবাদহীন আটকে রাখি!
আমার এখন আর কবিতা আসে না, আমি এখন আর কবিতা পড়ি না। একটা জলজ্যান্ত কবিতার সাথে এখন আমার দেখা হয়, কথা হয়। সাদা কাগজের উপড় লিখা কালো কালির বর্ণগুলো তোমার হাসির সামনে, তোমার চোখের তুলনায় বড় তুচ্ছ, বড় নিরর্থক মনে হয়! আমি আমার সমস্ত কবিসত্তা দিয়ে তোমাকে একদিন আবৃত্তি করতে চাই।।
যদি আমি রুপকথার কোনো চরিত্র হতাম, তাহলে নিশ্চিত জেনে রেখো আমার প্রাণ-পাখি তুমি-ই হতে!
পুরো পৃথিবী থেকে লুকিয়ে নিয়ে তাই আমি তোমাকে আমার বুকের ভিতরে ঢুকিয়ে রেখে দিতে চাই, ঠিক সেখান টায় যেখানে হৃদয় থাকে।
নিজেকে আটকে রাখতে রাখতে আমি আজ বড্ড ক্লান্ত!
না বলে বলতে পারার কোনো উপায় যদি থাকতো! প্রেমের মাহফিলে ইশারার আয়োজন নাকি নিয়মিত-ই হয়। 'To be or Not to be' এর দোটানায় প্রেমিক বরাবর-ই ক্লান্ত!
"আর কতোকাল, কতোকাল, বলো,
আমি তোমার ঐ মিষ্টি হাসির নিচে পিষ্ট হব অহোরাত্রি!"
নিজের সঙ্গে করা এই যুদ্ধে আমি হারতে চাই!
©somewhere in net ltd.