![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি এমন হয়- তুমিও আমাকে ভালবেসেছো উথাল পাথাল
ঠিক আমার মতো করেই!
আর আমার মতো করেই নিজেকে দূরে সরিয়ে রেখেছো এই ভেবে যে,
আমি তোমাকে ভালোবাসি না!
এমন যদি হয়- কৌশলে তোমার হাত ধরার স্মৃতি
তোমাকেও আমার মতো জাগিয়ে রাখে প্রতিরাত;
আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাওয়ার সেই ক্ষণিকের আফসোস
তোমাকে আজো পোড়ায়!
যদি এমন হয়- তুমি প্রতিবার চলে যাওয়ার সময় আমার পুরো পৃথিবী জুড়ে যেভাবে ভূমিকম্প হতো,
ঠিক এমনি করেই তোমার হৃদয়টাও কেঁপে কেঁপে উঠতো প্রতিবার;
আমি যেভাবে জীবনের ঝুলি নিয়ে শুধু তোমার হাসি দেখার জন্য ভিখারী হয়ে আছি,
তুমিও তেমনি করে আমার কাছে চলে আসতে অধীর হয়ে রাত জাগছো!
©somewhere in net ltd.